বর্ধমান, 30 মে : 24 ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হলেন 305 জন । মৃত্যু হয়েছে 6 জনের । জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 34 হাজার 114 জন । এদের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3347 জন । 30 হাজার 436 জন সুস্থ হয়েছেন ।
24 ঘণ্টায় 6 জনের মৃত্যু হওয়ায় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 331 জন । আক্রান্ত 305 জনের মধ্যে আউশগ্রাম এক নম্বর ব্লকে 4জন, আউশগ্রাম দু'নম্বর ব্লকে 4 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 73 জন, বর্ধমান এক নম্বর ব্লকে 17 জন, বর্ধমান দু'নম্বর ব্লকে 5 জন, গলসি এক নম্বর ব্লকে 10 জন, গলসি দু'নম্বর ব্লকে 2 জন, জামালপুর ব্লকে 27 জন,কালনা এক নম্বর ব্লকে 26 জন, কালনা দু'নম্বর ব্লকে 2 জন, কাটোয়া এক নম্বর ব্লকে 5 জন, কাটোয়া দু'নম্বর ব্লকে 9 জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে 6 জন, খন্ডঘোষ ব্লকে 3 জন, মন্তেশ্বর ব্লকে 5 জন , মেমারি এক নম্বর ব্লকে 12 জন, মেমারি দু'নম্বর ব্লকে 12 জন, মঙ্গলকোট ব্লকে 3 জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে 6 জন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকে 11 জন, রায়না এক নম্বর ব্লকে 10 জন, রায়না দু'নম্বর ব্লকে 12 জন, দাইহাট পৌরসভা এলাকায় 7 জন, গুসকরা পৌরসভা এলাকায় দু'নম্বর জন, কালনা পৌরসভা এলাকায় 7 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 11 জন, মেমারি পৌরসভা এলাকায় 3 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 11 জন আক্রান্ত হয়েছেন ।
আরও পড়ুন : যুবককে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে এক মহিলা সহ গ্রেফতার 2
আক্রান্তদের মধ্যে 20 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 285 জন উপসর্গহীন । 305 জনেরই ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 89.21 শতাংশ, মৃত্যুর হার 0.97শতাংশ ।