বর্ধমান, 14 ফেব্রুয়ারি : ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের । পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 1 । আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের আলিশা গ্রাম সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে । পুলিশ ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে । অন্যদিকে চালক পলাতক ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আলিশা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা মাঠে কাজ করতে যাওয়ার জন্য জাতীয় সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন । সেই সময়ে একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে 4 জনকে ধাক্কা দেয় ।
আরও পড়ুন : টেম্পো-লরির মুখোমুখি সংঘর্ষে ভোরের কুর্ণুলে মৃত 14
খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আসে । দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় । সেখানকার চিকিৎসকরা 3 জন মৃত ঘোষণা করে । একজন গুরুতরভাবে আহত হয়েছেন, তিনি আপাতত চিকিৎসাধীনে রয়েছেন । মৃতদের নাম চম্পা রুইদাস (42), ঝর্ণা রুইদাস (37) এবং বিষ্টু রুইদাস (55) ।