ETV Bharat / state

দুর্নীতির অভিযোগে 2 রেশন ডিলারকে সাসপেন্ড, 37 জনকে শোকজ় নোটিশ - Fraud in ration distribution

অনিয়মের অভিযোগে পূর্ব বর্ধমানের দুজন রেশন ডিলারকে সাসপেন্ড করল জেলা প্রশাসন। এছাড়া 37 জন রেশন ডিলারকে শোকজ় নোটিশ দেওয়া হয়েছে।

Image
Fraud in ration distribution
author img

By

Published : Jun 5, 2020, 11:41 PM IST

বর্ধমান, 5 জুন : এপ্রিল ও মে মাস জুড়ে লকডাউন সময়ে জেলায় মোট 37 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে দুজনকে । পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে এমনই খবর।

37 জন ডিলারকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে । এরমধ্যে বর্ধমান সাবডিভিশনে 5 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে, দুজন রেশন ডিলার কাটোয়া মহকুমার। বাকি 30 জন ডিলার কালনা মহকুমার বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে ঠিকমতো দোকান খোলেনি। ফলে গ্রাহকেরা তাদের প্রাপ্য দ্রব্যসামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন। কারও বিরুদ্ধে ঠিকমতো রেজিস্টার ব্যবহার না করা, আবার কেউ দ্রব্যসামগ্রী দিলেও স্লিপ দিত না বলে অভিযোগ ওঠে। একাধিক ডিলারের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগও ওঠে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে তাদের জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে জেলার প্রতিটি সাবডিভিশনে রেশন দোকান গুলিতে চেকিং করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। SDO, BDO ও খাদ্য দপ্তরের আধিকারিক সহ একাধিক আধিকারিক নিজেরাও অভিযান চালাচ্ছেন রেশন দোকানগুলিতে। অভিযান চালানোর সময় তাদের চোখে যে অনিয়ম ধরা পড়ছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে কাটোয়া মহকুমার একজন ও খণ্ডঘোষের একজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ছিল ।


জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রেস থেকে কার্ড ছাপানোর সমস্যা থাকায় গ্রাহকদের ফুড কুপন দেওয়া হয়েছিল। সেই স্পেশাল ফুড কুপনের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু যাদের ফুড কুপন নেই,স্পেশাল কুপন নেই , ডিজিটাল কার্ড নেই কিংবা তারা বাইরে থেকে ফিরেছেন তাদের জন্য আলাদা করে কুপনের ব্যবস্থা করা হয়েছে। যাকে বলা হচ্ছে টেম্পোরারি কুপন। এই মুহূর্তে 23 হাজার মানুষকে এই কুপন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর।

বর্ধমান, 5 জুন : এপ্রিল ও মে মাস জুড়ে লকডাউন সময়ে জেলায় মোট 37 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে দুজনকে । পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে এমনই খবর।

37 জন ডিলারকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে । এরমধ্যে বর্ধমান সাবডিভিশনে 5 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে, দুজন রেশন ডিলার কাটোয়া মহকুমার। বাকি 30 জন ডিলার কালনা মহকুমার বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে ঠিকমতো দোকান খোলেনি। ফলে গ্রাহকেরা তাদের প্রাপ্য দ্রব্যসামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন। কারও বিরুদ্ধে ঠিকমতো রেজিস্টার ব্যবহার না করা, আবার কেউ দ্রব্যসামগ্রী দিলেও স্লিপ দিত না বলে অভিযোগ ওঠে। একাধিক ডিলারের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগও ওঠে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে তাদের জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে জেলার প্রতিটি সাবডিভিশনে রেশন দোকান গুলিতে চেকিং করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। SDO, BDO ও খাদ্য দপ্তরের আধিকারিক সহ একাধিক আধিকারিক নিজেরাও অভিযান চালাচ্ছেন রেশন দোকানগুলিতে। অভিযান চালানোর সময় তাদের চোখে যে অনিয়ম ধরা পড়ছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে কাটোয়া মহকুমার একজন ও খণ্ডঘোষের একজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ছিল ।


জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রেস থেকে কার্ড ছাপানোর সমস্যা থাকায় গ্রাহকদের ফুড কুপন দেওয়া হয়েছিল। সেই স্পেশাল ফুড কুপনের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু যাদের ফুড কুপন নেই,স্পেশাল কুপন নেই , ডিজিটাল কার্ড নেই কিংবা তারা বাইরে থেকে ফিরেছেন তাদের জন্য আলাদা করে কুপনের ব্যবস্থা করা হয়েছে। যাকে বলা হচ্ছে টেম্পোরারি কুপন। এই মুহূর্তে 23 হাজার মানুষকে এই কুপন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.