ETV Bharat / state

রাসের মেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, নিহত 2

পুলিশ সূূত্রে খবর, নবদ্বীপের রাস দেখতে একটি মোটর ভ্য়ান ভাড়া করে একই পরিবারের 10 জন গিয়েছিলেন ৷ ফেরার পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ভ্য়ানে ধাক্কা মারে ৷ অভিযোগ গাড়িটি তার সামনের লরিটিকে ওভার টেক করে যাওয়ার চেষ্টা করছিল ৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্য়ানে ধাক্কা মারে ৷

author img

By

Published : Dec 1, 2020, 7:17 PM IST

2_person_dead_in_a_road_accident_in_east_bardawn
রাসের মেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, ঘটনায় নিহত 2

পূর্ব বর্ধমান, 1 ডিসেম্বর : রাসের মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটর ভ্য়ান ও গাড়ির সংঘর্ষে মৃত্য়ু হল 2 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন ৷ দুর্ঘটনার শিকার সবাই পূর্ব বর্ধমানের কালনা বাসিন্দা ৷ সোমবার রাতে শ্রীরামপুরের নাদনঘাটের চাঁপাহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিহতদের মধ্য়ে একজন বছর কুড়ির এক যুবতী, নাম ঋতু দাস এবং আর এক জন বছর নয়ের এক শিশু সঞ্জু দাস ৷

নবদ্বীপের রাস দেখতে একটি মোটর ভ্য়ান ভাড়া করে একই পরিবারের 10 জন গিয়েছিলেন ৷ ফেরার পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ভ্য়ানে ধাক্কা মারে ৷ অভিযোগ গাড়িটি তার সামনের লরিটিকে ওভার টেক করে যাওয়ার চেষ্টা করছিল ৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্য়ানে ধাক্কা মারে ৷ সেই সময় দু’জন মোটর ভ্য়ান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং লরির চাকার নিচে চলে আসে ৷ ঘটনায় ভ্য়ানে থাকা বাকি 8 জনও বেশ জখম হন ৷

আহতদের হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে নিহত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পূর্ব বর্ধমান, 1 ডিসেম্বর : রাসের মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটর ভ্য়ান ও গাড়ির সংঘর্ষে মৃত্য়ু হল 2 জনের ৷ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন ৷ দুর্ঘটনার শিকার সবাই পূর্ব বর্ধমানের কালনা বাসিন্দা ৷ সোমবার রাতে শ্রীরামপুরের নাদনঘাটের চাঁপাহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিহতদের মধ্য়ে একজন বছর কুড়ির এক যুবতী, নাম ঋতু দাস এবং আর এক জন বছর নয়ের এক শিশু সঞ্জু দাস ৷

নবদ্বীপের রাস দেখতে একটি মোটর ভ্য়ান ভাড়া করে একই পরিবারের 10 জন গিয়েছিলেন ৷ ফেরার পথে উলটো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ভ্য়ানে ধাক্কা মারে ৷ অভিযোগ গাড়িটি তার সামনের লরিটিকে ওভার টেক করে যাওয়ার চেষ্টা করছিল ৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্য়ানে ধাক্কা মারে ৷ সেই সময় দু’জন মোটর ভ্য়ান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং লরির চাকার নিচে চলে আসে ৷ ঘটনায় ভ্য়ানে থাকা বাকি 8 জনও বেশ জখম হন ৷

আহতদের হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে নিহত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.