ETV Bharat / state

পেনসিলের সিসে অশোক স্তম্ভ, রেকর্ড গড়লেন চন্দ্রকোণার শুভজিৎ - Record with a pencil

ছোটো থেকে নকশা তৈরিতে দক্ষ শুভজিৎ প্রামাণিক ৷ পেনসিলের উপর তৈরি করেছেন ক্ষুদ্রতম অশোক স্তম্ভ ৷ যার হাত ধরেই জায়গা করে নিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।

smallest ashok statue on pencil
শুভজিৎ প্রামাণিক
author img

By

Published : Feb 29, 2020, 4:27 AM IST

চন্দ্রকোণা, 28 ফেব্রুয়ারি : ছোটো থেকেই অন্য কিছু করার ভাবনা । পড়াশোনা করার পাশাপাশি তাই হাতের কাজে বেশ ঝোঁক ছিল বরাবর । এই হাতের কাজকেই হাতিয়ার বানিয়ে পেনসিলের সিসের উপর অশোক স্তম্ভ বানিয়ে ফেলেছেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক ৷ 2.2 মিলিমিটারের অশোক স্তম্ভ বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2020-তে স্থান করে নিয়েছেন তিনি ৷

চন্দ্রকোণার রঘুনাথপুরের বাসিন্দা শুভজিৎ । পড়াশোনার পাশাপাশি হাতের কাজের সখ বরাবর । বাবা সিদ্ধার্থ প্রামাণিক একজন স্বর্ণ শিল্পী ৷ বাবার হাতের কাজ দেখেই অনেকটা কাজ শেখা তাঁর । ছোটো থেকেই বিভিন্ন ধরনের নকশা আঁকতে ভালোবাসেন । বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরিও করে ফেলেন ছোটো ছোটো নকশা ৷ যার হাত ধরেই দু'মাস আগে পেনসিলের সিসে অশোক স্তম্ভ বানানোর এই পরিকল্পনা আসে । যেমন ভাবনা তেমন কাজ । খুব অল্প সময়ই বানিয়ে ফেললেন 2.2 মিলিমিটারের ক্ষুদ্রতম অশোক স্তম্ভটি । গত বছর 16 ডিসেম্বর শুভজিতের এই শিল্পকর্ম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পায় ৷ চলতি মাসেই তাঁর হাতে আসে মেডেল ও শংসাপত্র ।

এবিষয়ে শুভজিৎ জানান , ছোটো থেকেই অন্য কিছু করার চিন্তা-ভাবনা করতাম ৷ দু’মাস আগে অশোক স্তম্ভ তৈরির পরিকল্পনা করি ৷ তিন-চার বার ব্যর্থ হয়ে পাঁচবারের বার সফল হয়েছি ৷ শেষে জানাতে ভোলেননি ভবিষ্যতে এমন অনেক শিল্পকর্ম গড়ে তুলতে চান তিনি ৷

শুভজিতের তৈরি অশোক স্তম্ভ

চন্দ্রকোণা, 28 ফেব্রুয়ারি : ছোটো থেকেই অন্য কিছু করার ভাবনা । পড়াশোনা করার পাশাপাশি তাই হাতের কাজে বেশ ঝোঁক ছিল বরাবর । এই হাতের কাজকেই হাতিয়ার বানিয়ে পেনসিলের সিসের উপর অশোক স্তম্ভ বানিয়ে ফেলেছেন চন্দ্রকোণার শুভজিৎ প্রামাণিক ৷ 2.2 মিলিমিটারের অশোক স্তম্ভ বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2020-তে স্থান করে নিয়েছেন তিনি ৷

চন্দ্রকোণার রঘুনাথপুরের বাসিন্দা শুভজিৎ । পড়াশোনার পাশাপাশি হাতের কাজের সখ বরাবর । বাবা সিদ্ধার্থ প্রামাণিক একজন স্বর্ণ শিল্পী ৷ বাবার হাতের কাজ দেখেই অনেকটা কাজ শেখা তাঁর । ছোটো থেকেই বিভিন্ন ধরনের নকশা আঁকতে ভালোবাসেন । বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরিও করে ফেলেন ছোটো ছোটো নকশা ৷ যার হাত ধরেই দু'মাস আগে পেনসিলের সিসে অশোক স্তম্ভ বানানোর এই পরিকল্পনা আসে । যেমন ভাবনা তেমন কাজ । খুব অল্প সময়ই বানিয়ে ফেললেন 2.2 মিলিমিটারের ক্ষুদ্রতম অশোক স্তম্ভটি । গত বছর 16 ডিসেম্বর শুভজিতের এই শিল্পকর্ম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পায় ৷ চলতি মাসেই তাঁর হাতে আসে মেডেল ও শংসাপত্র ।

এবিষয়ে শুভজিৎ জানান , ছোটো থেকেই অন্য কিছু করার চিন্তা-ভাবনা করতাম ৷ দু’মাস আগে অশোক স্তম্ভ তৈরির পরিকল্পনা করি ৷ তিন-চার বার ব্যর্থ হয়ে পাঁচবারের বার সফল হয়েছি ৷ শেষে জানাতে ভোলেননি ভবিষ্যতে এমন অনেক শিল্পকর্ম গড়ে তুলতে চান তিনি ৷

শুভজিতের তৈরি অশোক স্তম্ভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.