ETV Bharat / state

Cyclone Jawad : জাওয়াদের ক্ষতির আশঙ্কায় শুরু ধান কাটার কাজ

ঘূর্ণিঝড় জাওয়াদে ক্ষতির আশঙ্কা করছেন পশ্চিম মেদিনীপুরের চাষিরা ৷ তাই শনিবারই ফসল কাটলেন অনেক চাষি (work of cutting paddy starts fearing the loss due to jawad) ৷

work of cutting paddy starts fearing the loss due to jawad
Cyclone Jawad : জাওয়াদের ক্ষতির আশঙ্কায় শুরু ধান কাটার কাজ
author img

By

Published : Dec 4, 2021, 7:54 PM IST

ঘাটাল, 4 ডিসেম্বর : জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ৷ পরিস্থিতি সামাল দিতে এখন থেকেই সতর্ক প্রশাসন ৷ শুরু হয়েছে মাইকিং ৷ প্রস্তুত এনডিআরএফও ৷

অন্যদিকে জাওয়াদের জেরে ফসল নষ্টের আশঙ্কা করছেন অনেকে ৷ তাই চাষিরা ফসল তোলার কাজ শুরু করে দিয়েছেন (work of cutting paddy starts fearing the loss due to jawad) ৷ মাঠে পড়ে থাকা পাকা ধান গোলায় আনতে শনিবার সকাল থেকে ঘাটাল, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকার চাষিরা জোরকদমে কাজ শুরু করেছেন ৷

ঝড়-বৃষ্টির মারাত্মক প্রভাব পড়লে আলু চাষেও সমস্যা হতে পারে বলে অনেকে মনে করছেন ৷ তাই এদিনের মধ্যে আলুবীজ বপনের কাজও শেষ করে ফেললেন অনেক চাষি ৷

আরও পড়ুন : Cyclone Jawad Effect : জাওয়াদ বয়ে আনতে পারে অকাল বর্ষণ, আলু চাষের ক্ষতির আশঙ্কায় চাষিরা

এদিকে ঘাটালের ঘোলসাই ফ্লাড সেন্টারে কল্যাণী থেকে 18 জনের এনডিআরএফের একটি দল এসে পৌঁছে গিয়েছে ৷ প্রশাসনের তরফে চন্দ্রকোনা-সহ অনেক জায়গায় মাইকিং করা হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷

ঘাটাল, 4 ডিসেম্বর : জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ৷ পরিস্থিতি সামাল দিতে এখন থেকেই সতর্ক প্রশাসন ৷ শুরু হয়েছে মাইকিং ৷ প্রস্তুত এনডিআরএফও ৷

অন্যদিকে জাওয়াদের জেরে ফসল নষ্টের আশঙ্কা করছেন অনেকে ৷ তাই চাষিরা ফসল তোলার কাজ শুরু করে দিয়েছেন (work of cutting paddy starts fearing the loss due to jawad) ৷ মাঠে পড়ে থাকা পাকা ধান গোলায় আনতে শনিবার সকাল থেকে ঘাটাল, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকার চাষিরা জোরকদমে কাজ শুরু করেছেন ৷

ঝড়-বৃষ্টির মারাত্মক প্রভাব পড়লে আলু চাষেও সমস্যা হতে পারে বলে অনেকে মনে করছেন ৷ তাই এদিনের মধ্যে আলুবীজ বপনের কাজও শেষ করে ফেললেন অনেক চাষি ৷

আরও পড়ুন : Cyclone Jawad Effect : জাওয়াদ বয়ে আনতে পারে অকাল বর্ষণ, আলু চাষের ক্ষতির আশঙ্কায় চাষিরা

এদিকে ঘাটালের ঘোলসাই ফ্লাড সেন্টারে কল্যাণী থেকে 18 জনের এনডিআরএফের একটি দল এসে পৌঁছে গিয়েছে ৷ প্রশাসনের তরফে চন্দ্রকোনা-সহ অনেক জায়গায় মাইকিং করা হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.