ETV Bharat / state

woman's dead body recovered: খাটের নিচে অর্ধনগ্ন বধূর দেহ, আড়াই বছরের মেয়ের কান্নায় জানলেন প্রতিবেশীরা - গৃহবধূ খুন

খাটের নিচে অর্ধনগ্ন অবস্থায় মিলল বধূর দেহ (woman's dead body recovered) ৷ আড়াই বছরের মেয়ের কান্নায় জানতে পারলেন প্রতিবেশীরা ৷ চন্দ্রকোনার (chandrakona murder) জয়ন্তীপুরের ঘটনা ৷

woman's dead body recovered under bed at chandrakona, police suspects murder
খাটের নিচে অর্ধনগ্ন বধূর দেহ, আড়াই বছরের মেয়ের কান্নায় জানলেন প্রতিবেশীরা
author img

By

Published : Jan 17, 2022, 4:50 PM IST

জয়ন্তীপুর, 17 জানুয়ারি: সকালে ডাকাডাকির পর আওয়াজ মেলেনি ৷ এরপর একরত্তি মেয়ের কান্নাকাটিতে ছুটে আসেন প্রতিবেশীরা । জানলার দরজা খুলে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ (woman's dead body recovered)। তদন্তে নেমেছে চন্দ্রকোনা পুলিশ প্রশাসন । শরীরে আঘাতের চিহ্ন দেখে খতিয়ে দেখা হচ্ছে কারণ । যদিও পরকীয়ার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ ।

বাড়ির ভিতর অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে গৃহবধূর মৃতদেহ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায় (West Midnapore news)। পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (chandrakona murder) পৌরসভার 8নং ওয়ার্ড জয়ন্তীপুরের বাসিন্দা ছিলেন সোমা পাল (26) ৷ এই গৃহবধূ তাঁর আড়াই বছরের কন্যাসন্তানকে নিয়ে একাই বাড়িতে থাকতেন । মহিলার স্বামী গোবিন্দ পাল (32) পেশায় সোনার কারিগর, তিনি থাকে মুম্বইতে ।

আজ সকাল থেকেই সোমা পালের কোনও সাড়াশব্দ মেলেনি এবং বাড়ির বাইরেও তাঁকে দেখা যায়নি। এদিন সকালে সোমা পালের বাড়িতে গোয়ালা দুধ দিতে যান, তবে কারও সাড়া শব্দ না পেয়ে তিনি ফিরে যান । এদিকে, বাড়িতে আড়াই বছরের মেয়ে মায়ের আওয়াজ না পেয়ে সকালে কান্নাকাটিও করতে থাকে । এরপরই প্রতিবেশী এক মহিলা সোমা পালের বাড়িতে গিয়ে দরজা খুলে দেখেন খাটের নিচে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ সোমা পাল । প্রতিবেশী মহিলা বিষয়টি সকলকে জানালে ভিড় জমে যায় ৷

আরও পড়ুন: Alwar Rape Case : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে ৷ ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ওসি-সহ পুলিশ পৌঁছয় ৷ যান ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরী । মৃত মহিলার গলায় রয়েছে আঘাত রয়েছে ৷ তাঁর পাশেই পড়ে সিগারেট ও মদের বোতল ৷ আর এতেই ঘনাচ্ছে রহস্য । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ । তবে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হতে পারে ।

woman's dead body recovered under bed at chandrakona, police suspects murder
চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায়

খবর দেওয়া হয়েছে মৃতার স্বামী গোবিন্দ পালকে । মৃত সোমা পালের বাপের বাড়ি ঘাটাল থানার মনোহরপুরে ৷ তাঁদেরও খবর দেওয়া হয়েছে । প্রতিবেশীদের কথায়, মৃত সোমা পাল তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে একাই থাকতেন ৷ প্রতিবেশীদের সঙ্গে তেমন কোনও সম্পর্ক ছিল না । মাঝে মধ্যে ওই বাড়িতে অচেনা লোকের আনাগোনা ছিল । যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ ৷

আরও পড়ুন: Fake Job Offer Arrest : ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার দুই

জয়ন্তীপুর, 17 জানুয়ারি: সকালে ডাকাডাকির পর আওয়াজ মেলেনি ৷ এরপর একরত্তি মেয়ের কান্নাকাটিতে ছুটে আসেন প্রতিবেশীরা । জানলার দরজা খুলে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ (woman's dead body recovered)। তদন্তে নেমেছে চন্দ্রকোনা পুলিশ প্রশাসন । শরীরে আঘাতের চিহ্ন দেখে খতিয়ে দেখা হচ্ছে কারণ । যদিও পরকীয়ার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ ।

বাড়ির ভিতর অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে গৃহবধূর মৃতদেহ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায় (West Midnapore news)। পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (chandrakona murder) পৌরসভার 8নং ওয়ার্ড জয়ন্তীপুরের বাসিন্দা ছিলেন সোমা পাল (26) ৷ এই গৃহবধূ তাঁর আড়াই বছরের কন্যাসন্তানকে নিয়ে একাই বাড়িতে থাকতেন । মহিলার স্বামী গোবিন্দ পাল (32) পেশায় সোনার কারিগর, তিনি থাকে মুম্বইতে ।

আজ সকাল থেকেই সোমা পালের কোনও সাড়াশব্দ মেলেনি এবং বাড়ির বাইরেও তাঁকে দেখা যায়নি। এদিন সকালে সোমা পালের বাড়িতে গোয়ালা দুধ দিতে যান, তবে কারও সাড়া শব্দ না পেয়ে তিনি ফিরে যান । এদিকে, বাড়িতে আড়াই বছরের মেয়ে মায়ের আওয়াজ না পেয়ে সকালে কান্নাকাটিও করতে থাকে । এরপরই প্রতিবেশী এক মহিলা সোমা পালের বাড়িতে গিয়ে দরজা খুলে দেখেন খাটের নিচে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ সোমা পাল । প্রতিবেশী মহিলা বিষয়টি সকলকে জানালে ভিড় জমে যায় ৷

আরও পড়ুন: Alwar Rape Case : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে ৷ ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ওসি-সহ পুলিশ পৌঁছয় ৷ যান ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরী । মৃত মহিলার গলায় রয়েছে আঘাত রয়েছে ৷ তাঁর পাশেই পড়ে সিগারেট ও মদের বোতল ৷ আর এতেই ঘনাচ্ছে রহস্য । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ । তবে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হতে পারে ।

woman's dead body recovered under bed at chandrakona, police suspects murder
চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায়

খবর দেওয়া হয়েছে মৃতার স্বামী গোবিন্দ পালকে । মৃত সোমা পালের বাপের বাড়ি ঘাটাল থানার মনোহরপুরে ৷ তাঁদেরও খবর দেওয়া হয়েছে । প্রতিবেশীদের কথায়, মৃত সোমা পাল তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে একাই থাকতেন ৷ প্রতিবেশীদের সঙ্গে তেমন কোনও সম্পর্ক ছিল না । মাঝে মধ্যে ওই বাড়িতে অচেনা লোকের আনাগোনা ছিল । যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ ৷

আরও পড়ুন: Fake Job Offer Arrest : ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার দুই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.