ETV Bharat / state

Woman Died In Elephant Attack : মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার - হাতির হামলায় মৃ্ত্যু মহিলার

মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার ৷ পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা এলাকার ঘটনা ৷ বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের একাধিকবার সতর্ক করা হচ্ছে যাতে গভীর জঙ্গল না যেতে (Woman Died In Elephant Attack) ৷

Woman Died In Elephant Attack
মহুয়া কুড়াতে গিয়ে হাতির মৃত্যু মহিলার
author img

By

Published : Apr 3, 2022, 4:08 PM IST

Updated : Apr 3, 2022, 6:50 PM IST

পশ্চিম মেদিনীপুর, 3 এপ্রিল: মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃ্ত্যু মহিলার ৷ রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের নাম রায়মনি কিস্কু ৷ বয়স আনুমানিক 55 ৷ ঘটনার পরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (Woman Died In Elephant Attack) ৷

মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার

হাতির হামলায় মহিলার মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাঁদড়া রেঞ্জের ডুমুরকোটা গ্রামে ৷ জানা গিয়েছে, এদিন গ্রামবাসীদের সঙ্গে জঙ্গলে মহুয়া কুড়োতে গিয়েছিলেন রায়মনি কিস্কু ৷ হঠাৎই একটি হাতির সামনে পড়ে যান তিনি ৷ সেইসময়েই হাতিটি পিষে দেয় রায়মনিকে ৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বন দফতরের আধিকারিকরা ও গুড়গুড়িপাল থানার পুলিশ ৷ তারাই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় (Woman Died In An Elephant Attack While Picking Up Mahua Fruit) ৷

আরও পড়ুন : Elephant Attack in Purulia : পুরুলিয়ায় খামারবাড়িতে ঢুকে হাতির হামলা, মৃত্যু প্রৌঢ়ের

বন বিভাগ সূত্রে খবর, মেদিনীপুরের জঙ্গলে মোট 3টি হাতি রয়েছে ৷ যার মধ্যে চাঁদড়া রেঞ্জের আমঝর্নাতে 1টি হাতি, নয়াবসত রেঞ্জের বাঁশডিহাতে 1টি, লালগড় রেঞ্জ বাঁশবেড়ে 1টি হাতি রয়েছে । যদিও বন বিভাগ থেকে বারবার সতর্কিত করা হয় জঙ্গলঘেঁষা মানুষদের । বনে আগুন লাগানো এবং বন্যপ্রাণী শিকার না করা এবং জঙ্গলে না যেতেও সতর্ক করা হয় মানুষদের।

পশ্চিম মেদিনীপুর, 3 এপ্রিল: মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃ্ত্যু মহিলার ৷ রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের ডুমুরকোটা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের নাম রায়মনি কিস্কু ৷ বয়স আনুমানিক 55 ৷ ঘটনার পরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (Woman Died In Elephant Attack) ৷

মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার

হাতির হামলায় মহিলার মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাঁদড়া রেঞ্জের ডুমুরকোটা গ্রামে ৷ জানা গিয়েছে, এদিন গ্রামবাসীদের সঙ্গে জঙ্গলে মহুয়া কুড়োতে গিয়েছিলেন রায়মনি কিস্কু ৷ হঠাৎই একটি হাতির সামনে পড়ে যান তিনি ৷ সেইসময়েই হাতিটি পিষে দেয় রায়মনিকে ৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বন দফতরের আধিকারিকরা ও গুড়গুড়িপাল থানার পুলিশ ৷ তারাই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় (Woman Died In An Elephant Attack While Picking Up Mahua Fruit) ৷

আরও পড়ুন : Elephant Attack in Purulia : পুরুলিয়ায় খামারবাড়িতে ঢুকে হাতির হামলা, মৃত্যু প্রৌঢ়ের

বন বিভাগ সূত্রে খবর, মেদিনীপুরের জঙ্গলে মোট 3টি হাতি রয়েছে ৷ যার মধ্যে চাঁদড়া রেঞ্জের আমঝর্নাতে 1টি হাতি, নয়াবসত রেঞ্জের বাঁশডিহাতে 1টি, লালগড় রেঞ্জ বাঁশবেড়ে 1টি হাতি রয়েছে । যদিও বন বিভাগ থেকে বারবার সতর্কিত করা হয় জঙ্গলঘেঁষা মানুষদের । বনে আগুন লাগানো এবং বন্যপ্রাণী শিকার না করা এবং জঙ্গলে না যেতেও সতর্ক করা হয় মানুষদের।

Last Updated : Apr 3, 2022, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.