ETV Bharat / state

কোরোনা যুদ্ধে সাফল্যের সঙ্গে কাজ, স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত পশ্চিম মেদিনীপুরের SP - জঙ্গলমহল

কোরোনা ও লকডাউনের মধ্য়ে ভিনরাজ্য় থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য় সুষ্ঠুভাবে থাকা খাওয়া সহ অন্য়ান্য় সব ব্য়বস্থা করার জন্য় এই সম্মান দেওয়া হচ্ছে ৷

west_midnapur_sp_dinesh_kumar_won_schoch_gold_medel_for_his_brave_in_lockdown
কোরোনা যুদ্ধে সাফল্য, 'স্কচ স্বর্ণ পদক' পেলেন পশ্চিম মেদিনীপুরের SP
author img

By

Published : Oct 30, 2020, 2:21 PM IST

পশ্চিম মেদিনীপুর, 30 অক্টোবর : কোরোনা যুদ্ধে জঙ্গলমহলে সাফল্যের সঙ্গে কাজ করেছেন পুলিশ সুপার দীনেশ কুমার। তাই তাঁকে স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এই সম্মান আরও কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে জানান পুলিশ সুপার।

কোরোনা সংক্রমণ রুখতে 24 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ যারপর থেকে জঙ্গলমহলের গরিব আদিবাসীদের জীবনযাপন কার্যত দুর্বিষহ হয়ে পড়েছিল ৷ সেই অবস্থায় তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ৷ এমনকী আনলক পর্ব শুরু হতেই ভিন রাজ্য়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের যার যার রাজ্য়ে ফেরানোর ব্য়বস্থা কর কেন্দ্র ও রাজ্য় সরকারগুলি ৷ সেই সময় জঙ্গলমহলে ভিন রাজ্য় থেকে বহু পরিযায়ী শ্রমিক ফিরেছিলেন ৷ তাঁদের থাকা, খাওয়া থেকে গরিব মানুষদের বাড়ি বাড়ি খাদ্য়সামগ্রী পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করে দিয়েছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷ নির্ভীক ও নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য় পালনের জন্য় এবার তাঁকে সম্মানিত করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ৷ মন্ত্রকের তরফে তাঁকে স্কচ গোল্ড সম্মানে সম্মানিত করা হয়েছে ৷

এই সম্মান পেয়ে গর্বিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার ৷ তিনি জানান, এই সম্মান পেয়ে তিনি উদ্বুদ্ধ ও উৎসাহিত ৷ এমনকী এই সম্মান জঙ্গলমহলে কর্মরত পুলিশকর্মীদের কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে ৷

পশ্চিম মেদিনীপুর, 30 অক্টোবর : কোরোনা যুদ্ধে জঙ্গলমহলে সাফল্যের সঙ্গে কাজ করেছেন পুলিশ সুপার দীনেশ কুমার। তাই তাঁকে স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এই সম্মান আরও কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে জানান পুলিশ সুপার।

কোরোনা সংক্রমণ রুখতে 24 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ যারপর থেকে জঙ্গলমহলের গরিব আদিবাসীদের জীবনযাপন কার্যত দুর্বিষহ হয়ে পড়েছিল ৷ সেই অবস্থায় তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ৷ এমনকী আনলক পর্ব শুরু হতেই ভিন রাজ্য়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের যার যার রাজ্য়ে ফেরানোর ব্য়বস্থা কর কেন্দ্র ও রাজ্য় সরকারগুলি ৷ সেই সময় জঙ্গলমহলে ভিন রাজ্য় থেকে বহু পরিযায়ী শ্রমিক ফিরেছিলেন ৷ তাঁদের থাকা, খাওয়া থেকে গরিব মানুষদের বাড়ি বাড়ি খাদ্য়সামগ্রী পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করে দিয়েছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷ নির্ভীক ও নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য় পালনের জন্য় এবার তাঁকে সম্মানিত করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ৷ মন্ত্রকের তরফে তাঁকে স্কচ গোল্ড সম্মানে সম্মানিত করা হয়েছে ৷

এই সম্মান পেয়ে গর্বিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার ৷ তিনি জানান, এই সম্মান পেয়ে তিনি উদ্বুদ্ধ ও উৎসাহিত ৷ এমনকী এই সম্মান জঙ্গলমহলে কর্মরত পুলিশকর্মীদের কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.