মেদিনীপুর 19 ই আগস্ট : দীর্ঘদিনের দাবি মেনে হেরিটেজ বিল্ডিং ঘোষিত হল জেলা কালেক্টরেট অফিস । স্বাধীনতার 75 বছর পর হেরিটেজ ঘোষণা করা হল মেদিনীপুরের প্রাচীন এবং ইতিহাস বিজড়িত জেলা কালেক্টর অফিসটিকে (Government announces Midnapur collectorate office as a heritage building ) । ইংরেজ শাসক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম অবধি ব্যবহার হয়েছে এই অফিস । দীর্ঘ চার মাস লড়াই এবং একই সঙ্গে জেলাশাসকের আবেদনের ভিত্তিতে ঐতিহ্যবাহী বাড়ির মর্যাদা পেল এই অফিসটি । তাই স্বাভাবিক ভাবেই খুশি জেলাশাসক রেশমি কোমল থেকে শুরু করে মেদিনীপুরবাসী সকলে ।
মেদিনীপুরের জেলা কালেক্টরেটে প্রথম জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জন টম পিয়ার সাহেব । বহু বিপ্লবের স্মৃতিও জড়িত রয়েছে এই অফিসটির সঙ্গে ৷ বিশেষ করে এই কালেক্টরেট অফিসটি পরিচিতি পায় বিপ্লবীরা তিন জেলাশাসক পেডি, ডগলাস এবং বার্জকে হত্যা করার পর থেকে । এরপর অবশ্য বহু জল গড়িয়েছে । সম্প্রতি পুরানো কালেক্টরেট অফিস থেকে নতুন বাড়িতে সরে গিয়ছে জেলাশাসকের দফতর । আর পুরনো কালেক্টরেট অফিসে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা ৷
শুধু এলাকার বিশিষ্টজনেরাই নন, এই নিয়ে সহমত ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়াও । তিনিও এক সাক্ষাৎকারে বলেন, "এই অফিসটি কেন হেরিটেজ বিল্ডিং ঘোষণা হয়নি তা নিয়ে আমি লেখালেখি শুরু করেছি ।" গত দু‘মাস আগে এই অফিসটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন জেলাশাসক রেশমি কোমলও ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ঐতিহ্যবাহী বাড়ি ঘোষিত হল জেলা কালেক্টরেট অফিস । এবিষয়ে বলতে গিয়ে গবেষক অরিন্দম ভৌমিক বলেন, "এই কালেক্টরেট বহু স্মৃতি বিজড়িত, অবশেষে এই অফিসকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করায় আমরা খুশি ৷ আমরা স্বাগত জানাই এই সিদ্ধান্তকে ।’’ এবিষয়ে জেলাশাসক ডক্টর রেশমি কোমল বলেন, "মেদিনীপুরবাসীর আবেদন তো ছিলই, তার পাশাপাশি আমরা গত দু'মাস আগে আবেদন করি হেরিটেজ বিল্ডিংয়ের জন্য ৷ আর তাতেই হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে এই পুরনো কালেক্টরেট বিল্ডিং এবং আমার বাংলো ।"
আরও পড়ুন : 2 কোটি টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুরে তৈরি নয়া পর্যটন কেন্দ্র
একইসঙ্গে গত 14 আগস্ট ইটিভি ভারতে একটি প্রতিবেদনও ছাপা হয় এলাকাবাসীর এই দাবি নিয়ে ৷ পশ্চিম মেদিনীপুরের তরুণ কবি নিসর্গ নির্যাস মাহাতো জানান, এই কালেক্টরেট হল এমন একটি জায়গা, যেখানে বহু ইংরেজ জেলাশাসক যেমন রাজত্ব করেছেন, তেমনি বহু বাংলার জেলাশাসকও কাজ করেছেন ৷ অথচ এত স্মৃতি বিজড়িত একটি কালেক্টরেটকে এতদিন হেরিটেজ ঘোষণা করা হয়নি । আমাদের দাবি তো ছিলই সঙ্গে ইটিভি ভারতের খবরের জেরে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ৷