ETV Bharat / state

"দুর্নীতিগ্রস্ত ও বহিরাগত প্রার্থী পরেশ মুর্মু", প্রতিবাদে তৃণমূল ছাড়লেন একাধিক নেতাকর্মী - কেশিয়াড়িতে পরেশ মুর্মুকে প্রার্থী করায় দলের বিক্ষোভ

কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে পরেশ মুর্মু প্রার্থী হিসেবে দ্বিতীয় বার মনোনীত হন । তারই প্রতিবাদে অন্যান্য দলীয় নেতাকর্মীরা দল ছাড়লেন ।

প্রতিবাদে দল ছাড়লেন একাধিক নেতাকর্মী
প্রতিবাদে দল ছাড়লেন একাধিক নেতাকর্মী
author img

By

Published : Mar 5, 2021, 11:11 PM IST

কেশিয়াড়ি, 5 মার্চ : প্রার্থীর নাম ঘোষণা হতেই "উনি বহিরাগত" বলে অভিযোগ উঠল কেশিয়াড়িতে । ঘটনায় দল ছাড়লেন তৃণমূলের একাধিক কর্মীরা । এছাড়া বিক্ষোভেও সামিল হন । পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের ঘটনা ।

আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা হয় । তাতে কেশিয়াড়ি বিধানসভা থেকে মনোনীত হন পরেশ মুর্মু । তারপরেই কর্মীরা দল থেকে পদত্যাগ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন । তৃণমূল নেত্রী কল্পনা সিট অভিযোগ করেন, পরেশ মুর্মু দলের কারোর সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন পদক্ষেপ করেন ।

পরেশ মুর্মুর বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, 2016 সালে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর ওই চেয়ারটা 60 বছরের সম্পত্তি । দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করেননি । সরকারি প্রকল্পগুলি নিজের মতো দিয়েছেন ।

প্রতিবাদে দল ছাড়লেন একাধিক নেতাকর্মী । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পাঁচ মন্ত্রী

পরেশ মুর্মুর বিষয়ে কল্পনা সিট বলেন, "উনি দুর্নীতি গ্রস্ত । শিক্ষক বদলির জন্য টাকা নিয়েছেন । সরকারি চাকরি নিজস্ব এজেন্সির মাধ্যমে দিয়ে থাকেন । ওনার মতো দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চরিত্রহীন বিধায়ক পরেশ মুর্মুকে পুনরায় প্রার্থী করার জন্য দল ছাড়তে বাধ্য হলাম ।"

তাঁদের দল ত্যাগে ভোট ব্যাঙ্কেও প্রভাব পড়বে বলে তাঁরা মনে করছেন । তবে দল পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে কার্যত এড়িয়ে গেলেন পদত্যাগকারী তৃণমূল নেতাকর্মীরা । এর ফলেই অনেকটাই অস্বস্থির মধ্যে পড়তে পারে জেলা তৃণমূল । এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

কেশিয়াড়ি, 5 মার্চ : প্রার্থীর নাম ঘোষণা হতেই "উনি বহিরাগত" বলে অভিযোগ উঠল কেশিয়াড়িতে । ঘটনায় দল ছাড়লেন তৃণমূলের একাধিক কর্মীরা । এছাড়া বিক্ষোভেও সামিল হন । পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের ঘটনা ।

আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা হয় । তাতে কেশিয়াড়ি বিধানসভা থেকে মনোনীত হন পরেশ মুর্মু । তারপরেই কর্মীরা দল থেকে পদত্যাগ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন । তৃণমূল নেত্রী কল্পনা সিট অভিযোগ করেন, পরেশ মুর্মু দলের কারোর সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন পদক্ষেপ করেন ।

পরেশ মুর্মুর বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, 2016 সালে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর ওই চেয়ারটা 60 বছরের সম্পত্তি । দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করেননি । সরকারি প্রকল্পগুলি নিজের মতো দিয়েছেন ।

প্রতিবাদে দল ছাড়লেন একাধিক নেতাকর্মী । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পাঁচ মন্ত্রী

পরেশ মুর্মুর বিষয়ে কল্পনা সিট বলেন, "উনি দুর্নীতি গ্রস্ত । শিক্ষক বদলির জন্য টাকা নিয়েছেন । সরকারি চাকরি নিজস্ব এজেন্সির মাধ্যমে দিয়ে থাকেন । ওনার মতো দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চরিত্রহীন বিধায়ক পরেশ মুর্মুকে পুনরায় প্রার্থী করার জন্য দল ছাড়তে বাধ্য হলাম ।"

তাঁদের দল ত্যাগে ভোট ব্যাঙ্কেও প্রভাব পড়বে বলে তাঁরা মনে করছেন । তবে দল পরিবর্তনের প্রসঙ্গ নিয়ে কার্যত এড়িয়ে গেলেন পদত্যাগকারী তৃণমূল নেতাকর্মীরা । এর ফলেই অনেকটাই অস্বস্থির মধ্যে পড়তে পারে জেলা তৃণমূল । এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.