মেদিনীপুর, 11 মার্চ : আমি শিব ভক্ত ৷ তাই কোনও কিছু ভাল করার আগেই আমি শিব ও কালী মন্দিরে পুজো দিই ৷ বললেন, মানস রঞ্জন ভূঁইয়া । আজ তিনি খড়গপুরে মনোনয়ন জমা দেওয়ার আগে মেদিনীপুর শহরে বটতলার শিব ও কালী মন্দিরে পুজো দেন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত সিবিআইয়ের কোনও নোটিস তিনি পাননি বলেও জানান ৷
নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দী প্রসঙ্গে বলেন, সবংয়ের প্রতিদ্বন্দ্বী সবাই সমান । সবাইকে তিনি সম্মান করেন । প্রতিদ্বন্দ্বীদের কখনও আমি শত্রু ভাবি না । প্রতিটি নির্বাচনকে তিনি যুদ্ধক্ষেত্র বলে মনে করেন । কোনও নির্বাচনী ছোটো নয় । এইটা একটা গুরুত্বপূর্ণ লড়াই । খেলার ময়দানে যেমন খেলা হয়, রাজনীতির ক্ষেত্রে মানুষ তাঁর যোগ্য প্রতিনিধিকে বেছে নেয় । তাই আমি এই প্রতিদ্বন্দী এবং প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্ব দিই ।
আরও পড়ুন : কর্মীদের সংযত থাকার বার্তা মমতার
রাজ্যসভার সাংসদ হওয়ার পর আবার বিধানসভার প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রসঙ্গে মানস ভুঁইয়ার উত্তর, "আমি দলের একনিষ্ঠ কর্মী নেত্রী ৷ আমাকে মনে করেছেন এখানে প্রার্থী করবেন, তাই আমি প্রার্থী হয়েছি । সবংয়ের মানুষের কাছে আমি কৃতজ্ঞ তাঁরা আমাকে ঠিকানা দিয়েছেন, আসন দিয়েছেন ৷"
সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখনও পর্যন্ত কোনও নোটিস আমি পাইনি । আমি পেলে আপনারা আগে জানতে পারবেন ।" এরপরই মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশে খড়গপুরে রওনা দেন মানস রঞ্জন ভূইয়া।