ETV Bharat / state

দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন

দাঁতন স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে সাইডিং করার সময়ে লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিন । খড়গপুর রেল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করে ।

দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন
দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন
author img

By

Published : Dec 1, 2020, 4:52 PM IST

খড়গপুর, 1 ডিসেম্বর : লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন । আজ ভোরবেলায় খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে দাঁতন স্টেশনের কাছে ঘটনাটি ঘটে । ঘটনায় ডাউন লাইনের ট্রেনগুলিকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হয় । তবে জরুরিভিত্তিতে ইঞ্জিন মেরামতির কাজ করছে খড়গপুর রেল কর্তৃপক্ষ ।

জানা গেছে, সোমবার ভোররাতে দাঁতন স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিনটি । ফলে বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল । এই ঘটনার পর ঘটনাস্থানে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা । মূলত যান্ত্রিক ত্রুটির কারণে সাইডিং করার সময় লাইনচ্যুত হয় ইঞ্জিনটি ।

মালগাড়ির গতি কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি । ডাউনলাইনে ট্রেনগুলিকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ । এই ঘটনার ফলে দেরিতে চলে খড়গপুর বালেশ্বর রুটের সমস্ত ট্রেনগুলি ।

খড়গপুর, 1 ডিসেম্বর : লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন । আজ ভোরবেলায় খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে দাঁতন স্টেশনের কাছে ঘটনাটি ঘটে । ঘটনায় ডাউন লাইনের ট্রেনগুলিকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হয় । তবে জরুরিভিত্তিতে ইঞ্জিন মেরামতির কাজ করছে খড়গপুর রেল কর্তৃপক্ষ ।

জানা গেছে, সোমবার ভোররাতে দাঁতন স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিনটি । ফলে বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল । এই ঘটনার পর ঘটনাস্থানে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা । মূলত যান্ত্রিক ত্রুটির কারণে সাইডিং করার সময় লাইনচ্যুত হয় ইঞ্জিনটি ।

মালগাড়ির গতি কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি । ডাউনলাইনে ট্রেনগুলিকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ । এই ঘটনার ফলে দেরিতে চলে খড়গপুর বালেশ্বর রুটের সমস্ত ট্রেনগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.