ETV Bharat / state

Unnatural Death In Belda : দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির ! তদন্তে পুলিশ - Unnatural Death In Belda

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্য়ক্তির ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা দেউলি এলাকার ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Unnatural Death In Belda)।

Unnatural Death In Belda
দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির
author img

By

Published : Jun 22, 2022, 8:27 PM IST

বেলদা, 22 জুন : অস্বাভাবিকভাবে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বেলদার দেউলিতে । মৃত ব্যক্তির নাম পঞ্চানন সিল (49) ৷ মঙ্গলবার রাতে ওই ব্যক্তি নৈশভোজ সেরে শুয়ে পড়ার পরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে (Unnatural death of a man at Belda in Paschim Medinipur)। অথচ পরিবার ঘটনার কিছুই টের পায়নি বলে দাবি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা দেউলি এলাকায় ৷ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

পরিবার সূত্রে খবর, রোজকার মতো মঙ্গলবার রাতেও মদ্যপান করে বাড়িতে ফিরেছিলেন পঞ্চানন সিল। এরপর বউমার সঙ্গে ঝগড়া করে রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন ৷ পরে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় । এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় পঞ্চাননবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । কীভাবে আগুন লাগল, নেপথ্য তার কারণ জানা যায়নি এখনও ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেছে হাসপাতালে নিয়ে যায় বেলদা থানার পুলিশ ৷

দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির

আরও পড়ুন : মশা মারার ধূপ থেকে আগুন, পুড়ে মৃত্যু পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার

বউমা সুনীতা সিলের দাবি, প্রতিদিনই শ্বশুর রাতে এসে অশান্তি করতেন । মদ খেয়ে গালিগালাজ করতেন তাঁর স্বামীকে । এদিনও একই ঘটনা ঘটে । অশান্তির সময় গতকাল তাঁর স্বামীর মোবাইলটি ভেঙে দেওয়া বলে অভিযোগ । তারপর রাতে কী হয়েছে জানা নেই ৷

বেলদা, 22 জুন : অস্বাভাবিকভাবে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বেলদার দেউলিতে । মৃত ব্যক্তির নাম পঞ্চানন সিল (49) ৷ মঙ্গলবার রাতে ওই ব্যক্তি নৈশভোজ সেরে শুয়ে পড়ার পরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে (Unnatural death of a man at Belda in Paschim Medinipur)। অথচ পরিবার ঘটনার কিছুই টের পায়নি বলে দাবি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা দেউলি এলাকায় ৷ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

পরিবার সূত্রে খবর, রোজকার মতো মঙ্গলবার রাতেও মদ্যপান করে বাড়িতে ফিরেছিলেন পঞ্চানন সিল। এরপর বউমার সঙ্গে ঝগড়া করে রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন ৷ পরে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় । এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় পঞ্চাননবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । কীভাবে আগুন লাগল, নেপথ্য তার কারণ জানা যায়নি এখনও ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেছে হাসপাতালে নিয়ে যায় বেলদা থানার পুলিশ ৷

দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির

আরও পড়ুন : মশা মারার ধূপ থেকে আগুন, পুড়ে মৃত্যু পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার

বউমা সুনীতা সিলের দাবি, প্রতিদিনই শ্বশুর রাতে এসে অশান্তি করতেন । মদ খেয়ে গালিগালাজ করতেন তাঁর স্বামীকে । এদিনও একই ঘটনা ঘটে । অশান্তির সময় গতকাল তাঁর স্বামীর মোবাইলটি ভেঙে দেওয়া বলে অভিযোগ । তারপর রাতে কী হয়েছে জানা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.