ETV Bharat / state

Death by Selfie : লাইনে উঠে সেলফি ! ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দুই যুবক - সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

ওই যুবকরা কাঁসাই নদীর পাড়ে পিকনিক করতে এসেছিল ৷ নদীর উপর পুরনো রেল লাইনের একেবারে মাঝামাঝি জায়গায় সেলফি তুলতে গিয়ে রেল দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের । আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (two dead while taking selfie on rail track)।

Kasai Train Accident
কাঁসাইয়ে ট্রেনের ধাক্কায় মৃত দুই
author img

By

Published : Feb 13, 2022, 7:14 AM IST

পশ্চিম মেদিনীপুর, 13 ফেব্রুয়ারি : সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের । আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কাঁসাই ব্রিজের (Two die in a Train Accident in Kasai) ৷

জানা গিয়েছে, ওই যুবকরা কাঁসাই নদীর পাড়ে পিকনিক করতে এসেছিল ৷ বিকেল 4.35-এর হাওড়াগামী মেদিনীপুর-হাওড়া মেদিনীপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিক করার পর কাঁসাই নদীর উপর পুরনো রেল লাইনের একেবারে মাঝামাঝি জায়গায় ওই তিন যুবক সেলফি তুলতে মত্ত ছিল । ট্রেনের শব্দ শুনে একেবারে শেষ মুহূর্তে ছুটে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি । ব্রিজের একেবারে শেষ প্রান্তে ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়ে তিনজন । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের ৷ আহত আরও এক যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় রেল পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মুস্তাক আলি খান ওরফে মিঠু (37), আবীর গায়েন (35) । আহত যুবকের নাম জুনমত গায়েন (35) । মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত । আবীর হাতিলকার বাসিন্দা ।

আরও পড়ুন : ডাক্তারখানায় যেতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে গেল মা ও শিশু

ওসি ভূপেন্দ্র কুমার যাদব বলেন, ‘‘মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন একজন । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।’’ এইভাবে সেলফি তোলা বা বিপজ্জনকভাবে ঘোরাঘুরি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি ।

পশ্চিম মেদিনীপুর, 13 ফেব্রুয়ারি : সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের । আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কাঁসাই ব্রিজের (Two die in a Train Accident in Kasai) ৷

জানা গিয়েছে, ওই যুবকরা কাঁসাই নদীর পাড়ে পিকনিক করতে এসেছিল ৷ বিকেল 4.35-এর হাওড়াগামী মেদিনীপুর-হাওড়া মেদিনীপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিক করার পর কাঁসাই নদীর উপর পুরনো রেল লাইনের একেবারে মাঝামাঝি জায়গায় ওই তিন যুবক সেলফি তুলতে মত্ত ছিল । ট্রেনের শব্দ শুনে একেবারে শেষ মুহূর্তে ছুটে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি । ব্রিজের একেবারে শেষ প্রান্তে ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়ে তিনজন । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের ৷ আহত আরও এক যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় রেল পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মুস্তাক আলি খান ওরফে মিঠু (37), আবীর গায়েন (35) । আহত যুবকের নাম জুনমত গায়েন (35) । মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত । আবীর হাতিলকার বাসিন্দা ।

আরও পড়ুন : ডাক্তারখানায় যেতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে গেল মা ও শিশু

ওসি ভূপেন্দ্র কুমার যাদব বলেন, ‘‘মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন একজন । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।’’ এইভাবে সেলফি তোলা বা বিপজ্জনকভাবে ঘোরাঘুরি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.