ETV Bharat / state

কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষমতা খর্ব হচ্ছে, অভিযোগে মেদিনীপুরে বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি, পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ-সহ একাধিক ইশুতে প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ মঞ্চ থেকে ।

TMC protests in Midnapore against centralization of co-operative banks
কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির কেন্দ্রীয়করণের প্রতিবাদে তৃণমূল
author img

By

Published : Jul 11, 2020, 5:13 AM IST

মেদিনীপুর, 10 জুলাই : কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয়করণের নামে ক্ষমতা খর্ব করছে কেন্দ্র সরকার ৷ এতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হবে । এই অভিযোগে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস । মেদিনীপুরের পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে মঞ্চ করে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল কংগ্রেস ।

এই মঞ্চ থেকে শুধু সমবায় ব্যাঙ্কের ক্ষমতা খর্বের প্রতিবাদ নয়,পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হয় । তোলা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি । বিক্ষোভকারীদের দাবি, এই কঠিন পরিস্থিতির সময় যেভাবে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, বাড়ছে গ্যাসের দাম তাতে সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে ।

কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির কেন্দ্রীয়করণের প্রতিবাদে তৃণমূল

এই প্রতিবাদ সভাযর নেতৃত্ব দেন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব । ছিলেন গোপাল সাহা, সুজয় হাজরা, সৌরভ বসুর মতো নেতারা । বিশ্বনাথ পাণ্ডব বলেন,"গত 6 জুলাই থেকে আমরা তৃণমূল নেত্রীর নির্দেশ মতো লাগাতার আন্দোলনে সামিল হয়েছি । কেন্দ্র সরকারের বিভিন্ন ভ্রান্তনীতি, রেলের বেসরকারিকরণ, কোল ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে এই কো অপারেটিভ ব্যাঙ্কগুলির কেন্দ্রীয়করণের প্রতিবাদ আমরা জানিয়েছি । কেননা এই ব্যাঙ্ক থেকে প্রচুর কৃষক, খেটে খাওয়া মানুষ ঋণ নেয় এবং ঋণ নিয়ে তারা চাষবাস করে । কিন্তু, কেন্দ্রীয় সরকারের কারণে এই মানুষগুলি বিপাকে পড়বে ।''

মেদিনীপুর, 10 জুলাই : কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয়করণের নামে ক্ষমতা খর্ব করছে কেন্দ্র সরকার ৷ এতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হবে । এই অভিযোগে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস । মেদিনীপুরের পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে মঞ্চ করে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল কংগ্রেস ।

এই মঞ্চ থেকে শুধু সমবায় ব্যাঙ্কের ক্ষমতা খর্বের প্রতিবাদ নয়,পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হয় । তোলা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি । বিক্ষোভকারীদের দাবি, এই কঠিন পরিস্থিতির সময় যেভাবে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, বাড়ছে গ্যাসের দাম তাতে সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে ।

কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির কেন্দ্রীয়করণের প্রতিবাদে তৃণমূল

এই প্রতিবাদ সভাযর নেতৃত্ব দেন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব । ছিলেন গোপাল সাহা, সুজয় হাজরা, সৌরভ বসুর মতো নেতারা । বিশ্বনাথ পাণ্ডব বলেন,"গত 6 জুলাই থেকে আমরা তৃণমূল নেত্রীর নির্দেশ মতো লাগাতার আন্দোলনে সামিল হয়েছি । কেন্দ্র সরকারের বিভিন্ন ভ্রান্তনীতি, রেলের বেসরকারিকরণ, কোল ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে এই কো অপারেটিভ ব্যাঙ্কগুলির কেন্দ্রীয়করণের প্রতিবাদ আমরা জানিয়েছি । কেননা এই ব্যাঙ্ক থেকে প্রচুর কৃষক, খেটে খাওয়া মানুষ ঋণ নেয় এবং ঋণ নিয়ে তারা চাষবাস করে । কিন্তু, কেন্দ্রীয় সরকারের কারণে এই মানুষগুলি বিপাকে পড়বে ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.