ETV Bharat / state

আবাসের তথ্য সংগ্রহ নিয়ে করণদিঘিতে ধুন্ধুমার ! দোকানে হামলা, বেধড়ক মার - BANGLA AWAS YOJANA

ঘটনায় মোট চারজন জখম হয়েছেন । প্রতিবাদী কিশোরের বাবার দোকানে হামলা ও কর্মচারীদের মারধরের অভিযোগ ৷

bangla Awas Yojana
আবাস যোজনায় কারচুপির প্রতিবাদ করায় দোকানে হামলা ও মারধর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 4:02 PM IST

রায়গঞ্জ, 27 নভেম্বর: বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রকৃত বাড়ির পরিবর্তে অন্য একটি বাড়ি দেখানোর প্রতিবাদ করায় দোকানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি 2 গ্রাম পঞ্চায়েতের কামারতোর এলাকায় । ঘটনায় মোট চারজন আহত হয়েছেন ।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ রেজাউল রহমান ওরফে রাজার কথায়, "মঙ্গলবার দুপুরে করণদিঘি ব্লক অফিসের দু'জন আধিকারিক বাংলা আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে যান । স্থানীয় বিবি আসমার বাড়ি তাঁরা পরিদর্শনে গেলে ওই এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মুজিবুর প্রকৃত উপভোক্তার বাড়ি না দেখিয়ে তাঁর ছেলের বাড়ি দেখান । স্থানীয় এক কিশোর এই ঘটনার প্রতিবাদ জানালে শেখ মুজিবুরের সঙ্গে তার ঝামেলা বাঁধে । পুলিশি হস্তক্ষেপে বিষয়টির তাৎক্ষণিক মীমাংসা হয়ে যায় । তবে এ দিন সন্ধ্যায় হঠাৎই প্রতিবাদী কিশোরের বাবা শেখ সাগিরের দোকানে শেখ মুজিবুর এ তাঁর সাঙ্গোপাঙ্গোরা অতর্কিতে হামলা চালায় ।"

আবাসের তথ্য সংগ্রহ নিয়ে করণদিঘিতে ধুন্ধুমার (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সাগিরের দোকানে থাকা চারজনকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর দোকানে থাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা লুট করে চম্পট দেয় তাঁরা । আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয় । এই হামলায় আহত শেখ সাগিরের ভাই শেখ মিরাজ বলেন, "এদিন আবাস যোজনার সার্ভে করতে এসেছিল, তবে প্রকৃত উপভোক্তাদের বাড়ি না দেখিয়ে অন্য পাকা বাড়ি দেখানোর প্রতিবাদ করায় আমাদের মারধর করে শেখ মজিবুর ও তাঁর দলবল । আমাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমরা আবাস যোজনার ঘর পাইনি ।"

bangla Awas Yojana
ঘটনায় জখম যুবক (নিজস্ব ছবি)

অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন আহতরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, "এই ঘটনায় প্রাথমিকভাবে এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে । লিখিত অভিযোগ এখনও পাইনি । অভিযোগ পেলে যাঁরা জড়িত আছেন তাঁদের গ্রেফতার করে আইনি পদক্ষেপ করা হবে ।"

bangla Awas Yojana
দোকানে হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে (নিজস্ব ছবি)

রায়গঞ্জ, 27 নভেম্বর: বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রকৃত বাড়ির পরিবর্তে অন্য একটি বাড়ি দেখানোর প্রতিবাদ করায় দোকানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি 2 গ্রাম পঞ্চায়েতের কামারতোর এলাকায় । ঘটনায় মোট চারজন আহত হয়েছেন ।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ রেজাউল রহমান ওরফে রাজার কথায়, "মঙ্গলবার দুপুরে করণদিঘি ব্লক অফিসের দু'জন আধিকারিক বাংলা আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে যান । স্থানীয় বিবি আসমার বাড়ি তাঁরা পরিদর্শনে গেলে ওই এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মুজিবুর প্রকৃত উপভোক্তার বাড়ি না দেখিয়ে তাঁর ছেলের বাড়ি দেখান । স্থানীয় এক কিশোর এই ঘটনার প্রতিবাদ জানালে শেখ মুজিবুরের সঙ্গে তার ঝামেলা বাঁধে । পুলিশি হস্তক্ষেপে বিষয়টির তাৎক্ষণিক মীমাংসা হয়ে যায় । তবে এ দিন সন্ধ্যায় হঠাৎই প্রতিবাদী কিশোরের বাবা শেখ সাগিরের দোকানে শেখ মুজিবুর এ তাঁর সাঙ্গোপাঙ্গোরা অতর্কিতে হামলা চালায় ।"

আবাসের তথ্য সংগ্রহ নিয়ে করণদিঘিতে ধুন্ধুমার (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সাগিরের দোকানে থাকা চারজনকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর দোকানে থাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা লুট করে চম্পট দেয় তাঁরা । আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয় । এই হামলায় আহত শেখ সাগিরের ভাই শেখ মিরাজ বলেন, "এদিন আবাস যোজনার সার্ভে করতে এসেছিল, তবে প্রকৃত উপভোক্তাদের বাড়ি না দেখিয়ে অন্য পাকা বাড়ি দেখানোর প্রতিবাদ করায় আমাদের মারধর করে শেখ মজিবুর ও তাঁর দলবল । আমাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমরা আবাস যোজনার ঘর পাইনি ।"

bangla Awas Yojana
ঘটনায় জখম যুবক (নিজস্ব ছবি)

অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন আহতরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, "এই ঘটনায় প্রাথমিকভাবে এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে । লিখিত অভিযোগ এখনও পাইনি । অভিযোগ পেলে যাঁরা জড়িত আছেন তাঁদের গ্রেফতার করে আইনি পদক্ষেপ করা হবে ।"

bangla Awas Yojana
দোকানে হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.