হায়দরাবাদ, 27 নভেম্বর: দ্বিতীয়বার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ৷ হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় অশান্তি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৷ হিন্দুদের উপর হামলার অভিযোগও তোলা হয়েছে ৷ এই ঘটনার প্রভাব পড়েছে ভারতের উপরেও ৷ বাংলায় এই ঘটনায় প্রতিবাদে সরব রাজনীতিক থেকে তারকারা ৷
সোশাল মিডিয়ায় ঘটনার প্রতিবাদ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, দেবদূত ঘোষ ৷ এমনকী, বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনও বিগত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন ৷ এদিন দেবদূত ঘোষ সোশাল মিডিয়ায় লেখেন, "চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক! সব দেশেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হোক! চোখের বদলে চোখ রাজনীতিকে প্রশ্রয় দিয়ে এক অন্ধকার সময়কে ডেকে আনবেন না!"
অভিনেতা রুদ্রনীল চিন্ময়কৃষ্ণ মহারাজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "দূরদৃষ্টি স্থীর ও অপলক। নীরব প্রভু প্রিজন ভ্যান থেকে বাংলাদেশ-সহ বিশ্বের সমস্ত সনাতনীদের উদ্দেশ্যে তিনটি বৃহৎ বার্তা দিলেন হাত নেড়ে। 1) দুই আঙুলে 'ভি' দেখিয়ে জানালেন, "সনাতনের জয় হবেই", 2) হাতের বজ্রমুষ্ঠিতে বোঝালেন,"সত্যের পক্ষে লড়াই চলবেই" এবং 3) দুহাত এক করে সবাইকে বললেন, "একত্রিত থাকুন"!সনাতনের লড়াই কোনও ধর্ম সম্প্রদায় বা বিশ্বাসের বিরুদ্ধে হয় না। হয় সত্যের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে।"
'লজ্জা', 'আমার মেয়েবেলা'-র লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘ সময় ধরেই উত্তপ্ত বাংলাদেশ নিয়ে সোশাল মিডিয়ায় নানা পোস্ট করছেন ৷ এদিন তিনি লেখেন, "একজন নিরপরাধ পরোপকারী শান্তিপ্রিয় লোক চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এই দায়িত্ব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আস্তিক নাস্তিক সকলের।"
প্রসঙ্গত, চিন্মকৃষ্ণ মহারাজের গ্রেফতারির ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে। অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদে রাস্তায় নেমেছেন ৷