চন্দ্রকোণা, 29 এপ্রিল : করোনা সংক্রমণ বাড়ছে জঙ্গলহলে ৷ এই পরিস্থিতিতে আগামী রবিবার ভোট গণনা ৷ তাই করোনা পরিস্থিতিতে ভোট গণনাকেন্দ্রে ঢোকার ছাড়পত্র পেতে আজ তৃণমূল কংগ্রেসের তরফে 23 জনকে করোনা পরীক্ষা করানো হল ৷ রিপোর্ট নেগেটিভ এলে তাঁরা ভোট গণনা কেন্দ্রের ভিতরে থাকবেন ৷
করোনা সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় তার জন্য় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ৷ নতুন এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই গণনা কেন্দ্রের ভিতর ঢোকার ছাড়পত্র দেওয়া হবে ৷ তাই করোনা টেস্ট করতে নেমেছেন চন্দ্রকোণার তৃণমূলের নেতা-কর্মীরা ।
আরও পড়ুন- লাঠি, হকি স্টিক, চ্যালা কাঠ... শেষ দফায় অশান্ত কলকাতা
গণনাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রার্থী সহ 23 জন করোনা পরীক্ষার জন্য ভিড় জমালেন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনার দিন কেন্দ্রের মধ্য়ে প্রার্থীর সঙ্গে থাকবে দু‘জন ৷ এছাড়াও কাউন্টিং হলগুলিতে বিভিন্ন দলের তরফে একজন করে প্রতিনিধি থাকতে পারবেন ৷ তবে প্রত্য়েকের জন্য় কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্য়তামূলক ৷
ঘাটালে রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গণনা হবে ৷ তার আগে দলের নির্দেশে চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ ধাড়া সহ কাউন্টিং হলে থাকবে এমন 22 জন প্রতিনিধিদের নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। করোনা পরিস্থিতিতে ওইদিন গণনা কেন্দ্রে ঢুকতে যাতে কোনও সমস্য়া না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷
শুধু চন্দ্রকোণা নয়, পশ্চিম মেদিনীপুরের চারটি কাউন্টিং সেন্টারের সব প্রার্থীই করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকে তার সঙ্গে থাকা কাউন্টার এজেন্ট নিয়ে এই টেস্টের জন্য হাজির হন।