মেদিনীপুর, 30 জুলাই : এবার প্রশান্ত কিশোরের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন । বলেন, "প্রশান্ত কিশোরকে এনে তৃণমূল কংগ্রেস আর কত পাপ ধোবে? TMC এখন TM-ছি পার্টিতে পরিণত হয়েছে ।" দুর্নীতিতে তৃণমূলের সকলে স্নাতকোত্তর পাশ ।
লোকসভা ভোটে খারাপ ফলের পর পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল । জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তাঁর বুদ্ধিতে ভর করেই হাঁটতে চলেছে তারা । সেই বিষয়টিকেই উল্লেখ করে গতকাল তৃণমূলকে কটাক্ষ করেন অরবিন্দ মেনন । বলেন, "রাজ্যে প্রশান্ত কিশোরকে এনেছে তৃণমূল । প্রশান্ত কিশোরের নিজস্ব কার্যক্রম হবে । সেই কার্যক্রম করে তৃণমূলের পাপ কতটা কম করতে পারবেন উনি? তৃণমূলের সকলেরই দুর্নীতি, তোলাবাজিতে মাস্টার ডিগ্রি করা আছে । কংগ্রেসের দুর্নীতি এবং কংগ্রেস থেকে বেরিয়ে আসা তৃণমূলের দুর্নীতির বড় বড় খতিয়ান আছে । TMC পার্টি, যা এখন TM-ছি হয়ে গেছে । মানুষ এই পার্টিকে উপড়ে ফেলবে এরাজ্য থেকে ।"
মেদিনীপুরে বিভিন্ন জায়গায় গতকাল সভা করেন তিনি । প্রত্যেকটি সভাই শুরু থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান । রাজ্যে নিজেদের ভালো ফলের বিষয়টিকেও তুলে ধরেন । বলেন, "আমরা 18 টা আসন পেয়েছি এবার । চার থেকে পাঁচটা আসন খুব কম ভোটে হেরেছি । নাহলে আমরা 25 থেকে 28 টা আসন পেতাম । আমাদের চার থেকে পাঁচ শতাংশ ভোট দিতে দেওয়া হয়নি । সেই ভোট ছাপ্পা মেরেছে তৃণমূল । পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, লোকসভায় ভোট দিতে দেয়নি । এসবের ফাইনাল রেজ়াল্ট আপনারা দেখতে পাবেন 2021-এ ।"
অন্যদিকে, কর্নাটক নিয়ে অরবিন্দ মেনন বলেন, "কর্নাটকে BJP সরকার গঠন করেছে । মধ্যপ্রদেশেও ভালো সংগঠনের কাজ করছে BJP । যারা দায়িত্বে আছেন, তাঁরা দক্ষ নেতা । তাঁরা জানে কখন, কী ভাবে স্ট্রোক খেলতে হয় । কিছুদিন অপেক্ষা করুন । খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশেও বড় কিছু দেখতে পাবেন ।"