ভোটের আগে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড় - aggitation
ফের তৃণমূল-BJP সংঘর্ষ। এবার ঘটনাস্থল নারায়ণগড়ের গনুয়া গ্রাম।
নারায়ণগড়, 11 মে : ভোটের আগে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল নারায়ণগড়ের গনুয়া গ্রাম । আহত হয়েছেন দু'দলের প্রায় 25-30 জন কর্মী-সমর্থক । আহতরা বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
গতকাল সন্ধ্যায় গনুয়া গ্রামে প্রচার করছিলেন দুই দলের কর্মী-সমর্থকরা । সেই সময় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । BJP-র বক্তব্য, "কুশবসান 15 নম্বর অঞ্চলের গনুয়াতে ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেয় তৃণমূল । প্রতিবাদ করতে গেলে আমাদের কর্মীদের তির ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় । এর ফলে প্রায় 15 জন কর্মী আহত হয় । কৃষেন্দু বাগ নামে এক কর্মী তিরবিদ্ধও হয় । আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।"
তৃণমূলের বক্তব্য, "দু'দলই গনুয়াতে প্রচার করছিল। সেই সময় BJP-র কয়েকজন কর্মী-সমর্থক লাঠি, রড নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । তাতে আমাদের 7 জন কর্মী আহত হয় । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।"
এই ঘটনায় নারায়ণগড় থানায় দুই দলের তরফেই মৌখিক অভিযোগ জানানো হয়েছে ।