ETV Bharat / state

বড়দিনের আগে কেকে মাতোয়ারা শহরবাসী, নিউমার্কেট চত্বরে জমিয়ে চলছে কেনাকাটা - NEW MARKET CAKE SHOPS

কেউ এসেছেন বেহালা থেকে ৷ কারও বাড়ি কসবা ৷ নিউমার্কেটে কেকের দোকানগুলির সামনে লম্বা লাইন ৷ অনেকেই চেখেও নিচ্ছেন পছন্দের দোকানের কেক ৷

New Market Cake Shops
বড়দিনে জমজমাট নিউমার্টেকে কেকের বাজার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: রাত পোহালেই বড়দিন ৷ ইতিমধ্যে উৎসবে মুখর কলকাতা । ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজের টুপি বা পুতুল- বড়দিনের কেনাকাটা প্রায় শেষের পর্যায়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কেক কেনার পর্ব ।

তিল ধারণের জায়গা নেই ধর্মতলার নিউমার্কেট চত্বরে । কারণ এখানে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী সমস্ত দোকান ৷ তাতে পাওয়া যাচ্ছে কেক,প্যাটিস-সহ নানা ধরনের সুস্বাদু খাবার ৷ সেইসব কেকের দোকানের সামনেই তাই এখন শুধুই ক্রেতাদের লম্বা লাইন ।

কেকের টানে জমজমাট নিউমার্কেট (ইটিভি ভারত)

শহর কলকাতায় একাধিক নামি কেক প্রস্তুতকারক সংস্থা আছে । তবে হাতে গোনা কয়েকটি সংস্থা যারা ঐতিহ্য বজায় রেখে এখনও ক্রেতাদের মনের দখল নিয়ে রেখেছে । তার মধ্যে বেশ কয়েকটি দোকান রয়েছে নিউমার্কেটে ৷ তাই পছন্দের দোকানে দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে বড় দিনের কেক কিনছেন মানুষজন।

New Market Cake Shops
নিউমার্কেটে বড়দিনের বাজার (নিজস্ব ছবি)

অনেকেই জানাচ্ছেন, নিউমার্কেটের সঙ্গে তাঁদের টান এই কেক কেনার কারণে । আবার কেউ এসেছেন ছেলের জন্মদিন ও বড়দিন কেক কিনতে ৷ দুটোই একসঙ্গেই পালন হবে পছন্দের দোকানের থেকে মনের মতো স্বাদের কেকটি কেটে ।

New Market Cake Shops
কেকের দোকানে লম্বালাইন (নিজস্ব ছবি)

এক খ্যাতনামা কেক প্রস্তুতকারক সংস্থার কর্ণধার শেখ পারভেজ রহমান বলেন, "এই সময় খুব চাপ থাকে । এবার দু-একটি নতুন ধরনের কেক তৈরি করেছি । আটার ফ্রুট কেক রয়েছে । সেইগুলির চাহিদা বিরাট ৷ শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি । রিচ ফ্রুট, রিচ প্লাম, চকলেট ওয়ালনাট, আমন্ড কেক, চিজ কেক, ডিম ছাড়া কেক হয় আমাদের দোকানে । নলেন গুড়ের কেক, কলার কেকও রয়েছে । কেকের সঙ্গে রয়েছে চিকেন প্যাটিস থেকে ভেজ প্যাটিস-সহ নানা ধরনের সুস্বাদু স্ন্যাকস ।"

New Market Cake Shops
নিউমার্কেটে কেক কিনতে ব্যস্ত শহরবাসী (নিজস্ব ছবি)

লোকজন প্রতিদিন ভালো সংখ্যায় আসছেন নিউমার্কেটের দোকানগুলিতে । জমিয়ে কেনাকাটা করছেন বড়দিনের জন্য । ক্রেতা ঝুমা পাল ও স্বপ্নালি পালের কথায়, "কেক কিনতেই বেহালা থেকে এসেছি । বড়দিন মানেই ফ্রুট কেক । নিউমার্কেট মাঝে মধ্যে আসা হয় । এখানে বেশ কয়েকটি ঐতিহ্যশালী দোকান রয়েছে । সেসব আমাদের ইমোশান ।"

New Market Cake Shops
কেনার মাঝেই চলছে কেক খাওয়ার পর্ব (নিজস্ব ছবি)

আর এক ক্রেতা সোমনাথ সিংহ রায় বলেন, "বড়দিন উপলক্ষে প্রতি বছর নিউমার্কেটে কেক কিনতে আসি । নতুন বছরের শুরু পর্যন্ত আরও কয়েক বার আসব। নিউমার্কেট আর শীতের সময় এলেই কেক খেতে ইচ্ছে জাগে। তাই লাইন দিয়ে কিনে ফেললাম কেক ।"

কলকাতা, 24 ডিসেম্বর: রাত পোহালেই বড়দিন ৷ ইতিমধ্যে উৎসবে মুখর কলকাতা । ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজের টুপি বা পুতুল- বড়দিনের কেনাকাটা প্রায় শেষের পর্যায়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কেক কেনার পর্ব ।

তিল ধারণের জায়গা নেই ধর্মতলার নিউমার্কেট চত্বরে । কারণ এখানে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী সমস্ত দোকান ৷ তাতে পাওয়া যাচ্ছে কেক,প্যাটিস-সহ নানা ধরনের সুস্বাদু খাবার ৷ সেইসব কেকের দোকানের সামনেই তাই এখন শুধুই ক্রেতাদের লম্বা লাইন ।

কেকের টানে জমজমাট নিউমার্কেট (ইটিভি ভারত)

শহর কলকাতায় একাধিক নামি কেক প্রস্তুতকারক সংস্থা আছে । তবে হাতে গোনা কয়েকটি সংস্থা যারা ঐতিহ্য বজায় রেখে এখনও ক্রেতাদের মনের দখল নিয়ে রেখেছে । তার মধ্যে বেশ কয়েকটি দোকান রয়েছে নিউমার্কেটে ৷ তাই পছন্দের দোকানে দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে বড় দিনের কেক কিনছেন মানুষজন।

New Market Cake Shops
নিউমার্কেটে বড়দিনের বাজার (নিজস্ব ছবি)

অনেকেই জানাচ্ছেন, নিউমার্কেটের সঙ্গে তাঁদের টান এই কেক কেনার কারণে । আবার কেউ এসেছেন ছেলের জন্মদিন ও বড়দিন কেক কিনতে ৷ দুটোই একসঙ্গেই পালন হবে পছন্দের দোকানের থেকে মনের মতো স্বাদের কেকটি কেটে ।

New Market Cake Shops
কেকের দোকানে লম্বালাইন (নিজস্ব ছবি)

এক খ্যাতনামা কেক প্রস্তুতকারক সংস্থার কর্ণধার শেখ পারভেজ রহমান বলেন, "এই সময় খুব চাপ থাকে । এবার দু-একটি নতুন ধরনের কেক তৈরি করেছি । আটার ফ্রুট কেক রয়েছে । সেইগুলির চাহিদা বিরাট ৷ শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি । রিচ ফ্রুট, রিচ প্লাম, চকলেট ওয়ালনাট, আমন্ড কেক, চিজ কেক, ডিম ছাড়া কেক হয় আমাদের দোকানে । নলেন গুড়ের কেক, কলার কেকও রয়েছে । কেকের সঙ্গে রয়েছে চিকেন প্যাটিস থেকে ভেজ প্যাটিস-সহ নানা ধরনের সুস্বাদু স্ন্যাকস ।"

New Market Cake Shops
নিউমার্কেটে কেক কিনতে ব্যস্ত শহরবাসী (নিজস্ব ছবি)

লোকজন প্রতিদিন ভালো সংখ্যায় আসছেন নিউমার্কেটের দোকানগুলিতে । জমিয়ে কেনাকাটা করছেন বড়দিনের জন্য । ক্রেতা ঝুমা পাল ও স্বপ্নালি পালের কথায়, "কেক কিনতেই বেহালা থেকে এসেছি । বড়দিন মানেই ফ্রুট কেক । নিউমার্কেট মাঝে মধ্যে আসা হয় । এখানে বেশ কয়েকটি ঐতিহ্যশালী দোকান রয়েছে । সেসব আমাদের ইমোশান ।"

New Market Cake Shops
কেনার মাঝেই চলছে কেক খাওয়ার পর্ব (নিজস্ব ছবি)

আর এক ক্রেতা সোমনাথ সিংহ রায় বলেন, "বড়দিন উপলক্ষে প্রতি বছর নিউমার্কেটে কেক কিনতে আসি । নতুন বছরের শুরু পর্যন্ত আরও কয়েক বার আসব। নিউমার্কেট আর শীতের সময় এলেই কেক খেতে ইচ্ছে জাগে। তাই লাইন দিয়ে কিনে ফেললাম কেক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.