ঘাটাল, 17 জুলাই: বিজয় মিছিল থেকে একটি ক্লাবে হামলার অভিযোগ । কাঠগড়ায় তৃণমূল ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের কুঠিঘাট এলাকায় । অভিযোগ, ভাঙচুর করা হয় ক্লাবের ভেতরে থাকা ট্রফি থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম । ওই ক্লাবটির সদস্যরা বিজেপিকে সমর্থন করেন বলে দাবি গেরুয়া শিবিরের ৷ এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটালের জেলা পরিষদে জয়ী প্রার্থী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই ৷
ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি ৷ এই ধরনের ঘটনা যাতে আর না হয় তা দেখার আশ্বাসও দেন । এলাকার প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই জানান, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, "আমরা প্রশাসনে আছি । আমাদের দায়িত্ব শান্তি বজায় রাখা । এই ঘটনা আর কোনওদিন ঘটবে না ।"
এই ঘটনা প্রকাশ্য আসতেই তৃণমুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি । এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, বিজেপি সমর্থকরা ওই ক্লাবে থাকত বলেই সেখানে হামলা চালিয়েছে তৃণমূল । জেলা পরিষদে জিতে শঙ্কর দোলই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন এই বিজেপি বিধায়ক ।
জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ কুঠিঘাট এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল ছিল । তৃণমূলের নেতা কর্মী-সহ কয়েকশো লোকজন নিয়ে এই মিছিল হয় ৷ মিছিলের শেষ পর্বে য়েটি এই কুঠিঘাট এলাকায় পৌঁছয় । আর সেই মিছিল থেকেই হামলা চালানো হয় বলে অভিযোগ । এই হামলায় ক্লাবের বাইরে ও ভিতরের সবকিছু তছনছ করা হয় বলেও অভিযোগ ৷ এমনকী বাদ যায়নি ভিতরে থাকা একাধিক ট্রফিও।
এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় আসেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই । তিনি এলাকায় পৌঁছলে তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন ক্লাবের সদস্য থেকে স্থানীয়রা । যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাদের দল থেকে বহিঃষ্কারের দাবি জানায় এলাকাবাসীরা । উল্লেখ্য, গতকাল রাতের পর এ দিনে সকাল থেকে নিজে দাঁড়িয়ে থেকে ওই ক্লাব মেরামতি করান শঙ্কর দোলই । এরই সঙ্গে তিনি ক্লাবের ভেঙে ফেলা ট্রফি সরিয়ে নতুন ট্রফি এবং সাজ সরঞ্জাম কিনে দেন ।
আরও পড়ুন: বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে