ডুঁয়া (পশ্চিম মেদিনীপুর), 3 এপ্রিল : সকাল সকাল ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল পাঁশকুড়া-ডুঁয়া রেললাইনে ৷ লাইনে কাজ করার সময় স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন গাংম্যানের ৷ গুরুতর জখম হলেন আরও এক রেলকর্মী ৷ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷
রেল সূত্রে খবর, শনিবার সকাল 10টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডুঁয়া ও বালিচক স্টেশনের মাঝামাঝি এলাকায় ৷ সেখানে লাইন সারাইয়ের কাজ করছিলেন গ্য়াংম্য়ান ও রেলকর্মীরা ৷ তখনই হঠাৎ সেই লাইনে চলে আসে হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন ৷ ধাক্কা মারে কর্মরত গ্য়াংম্য়ান ও রেলকর্মীদের ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের ৷
দুর্ঘটনার খবর পেয়ে বালিচক স্টেশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের দেহ উদ্ধার করেন ৷ আহত রেলকর্মীকে ভর্তি করা হয় খড়্গপুর রেল হাসপাতালে ৷
আরও পড়ুন : ক্রসিংয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনা এড়াল এক্সপ্রেস ট্রেন চালক
এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এদিনের দুর্ঘটনায় তিনজন গ্যাংম্যানের মৃত্যু হয়েছে ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনায় কেউ দোষী প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷
যদিও প্রশ্ন উঠছে, যে লাইনে কাজ চলছিল, সেই লাইনেই ট্রেন ঢুকল কীভাবে ? আর রেলকর্মীরাই বা ট্রেন যে আসছে, তা বুঝতে পারলেন না কেন ? তবে কি সিগনালিংয়ের কোনও সমস্য়া ছিল ? সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ঘোষ ৷