ETV Bharat / state

কটূক্তি, অভব্য আচরণ করায় যুবককে পুলিশের হতে তুলে দিলেন দাসপুরের মহিলারা - যুবক

রাস্তায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ ও কটুক্তির জেরে এক যুবককে খুঁটিতে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মহিলারা । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকায় ।

যুবককে পুলিশের হতে তুলে দিলেন দাসপুরের মহিলারা
যুবককে পুলিশের হতে তুলে দিলেন দাসপুরের মহিলারা
author img

By

Published : Apr 22, 2021, 7:20 PM IST

দাসপুর, 22 এপ্রিল : মাসের পর মাস ধরে মহিলাদের প্রতি কটূক্তি, অভব্য আচরণ ৷ আর তাতেই ক্ষিপ্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মহিলারা ৷ যুবকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন সেই মহিলারা ৷ দাবি করলেন ধৃতের কঠোর শাস্তির ।

রাস্তায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ ও কটুক্তির জেরে এক যুবককে খুঁটিতে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মহিলারা । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকায় । জানা গিয়েছে, এদিন সকালে সোনামুই এলাকার মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন মহিলা ৷ তাদের উদ্দেশ্য কটুক্তি ও অভব্য আচরণ করে এক যুবক ।এই ঘটনায় ওই মহিলারা প্রতিবাদ করে যুবক ধরে এলাকার একটি মন্দিরের খুঁটিতে বেঁধে রাখে । খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

যুবককে পুলিশের হতে তুলে দিলেন দাসপুরের মহিলারা

পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি দাসপুর থানার রাধাকান্তপুরে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এলাকার মহিলাদের অভিযোগ, ধৃত যুবক মাসখানেক ধরেই সোনামুই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা মহিলাদের উদ্দেশ্য কটুক্তি ও অশ্লীল আচরণ করে চলছিল । আজকেও তেমনই আচরণ করায় মহিলারা হাতেনাতে ধরে ফেলে । সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয় ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দা টুম্পা দিন্দা বলেন, "কয়েক মাস ধরেই এই যুবক এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে । রাস্তা দিয়ে যাতায়াত করাই আমাদের চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে । ছোট থেকে বড় যারাই যায়, ওই যুবক তাদেরকে অশ্লীল মন্তব্য করে ৷ খারাপ আচার-আচরণ এবং কটুক্তি করে তাঁকে অনুসরণ করে । আমরা বহুবার চেষ্টা করেছি সাবধান করার ৷ কিন্তু ওই যুবক দিনের পর দিন একই কাজ করতে থাকে । আজ সকালে একটি মেয়েকে কটুক্তি করার সময় সে আমাদের জানালে আমরা বাধ্য হয়ে ওই যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দিই । আমরা চাই ওই যুবকের যেন কঠোরতম শাস্তি হয় ।"

আরও পড়ুন : মেদিনীপুর শহরে বিনামূল্যে অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু

দাসপুর, 22 এপ্রিল : মাসের পর মাস ধরে মহিলাদের প্রতি কটূক্তি, অভব্য আচরণ ৷ আর তাতেই ক্ষিপ্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মহিলারা ৷ যুবকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন সেই মহিলারা ৷ দাবি করলেন ধৃতের কঠোর শাস্তির ।

রাস্তায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ ও কটুক্তির জেরে এক যুবককে খুঁটিতে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মহিলারা । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকায় । জানা গিয়েছে, এদিন সকালে সোনামুই এলাকার মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন মহিলা ৷ তাদের উদ্দেশ্য কটুক্তি ও অভব্য আচরণ করে এক যুবক ।এই ঘটনায় ওই মহিলারা প্রতিবাদ করে যুবক ধরে এলাকার একটি মন্দিরের খুঁটিতে বেঁধে রাখে । খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

যুবককে পুলিশের হতে তুলে দিলেন দাসপুরের মহিলারা

পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি দাসপুর থানার রাধাকান্তপুরে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এলাকার মহিলাদের অভিযোগ, ধৃত যুবক মাসখানেক ধরেই সোনামুই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা মহিলাদের উদ্দেশ্য কটুক্তি ও অশ্লীল আচরণ করে চলছিল । আজকেও তেমনই আচরণ করায় মহিলারা হাতেনাতে ধরে ফেলে । সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয় ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দা টুম্পা দিন্দা বলেন, "কয়েক মাস ধরেই এই যুবক এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে । রাস্তা দিয়ে যাতায়াত করাই আমাদের চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে । ছোট থেকে বড় যারাই যায়, ওই যুবক তাদেরকে অশ্লীল মন্তব্য করে ৷ খারাপ আচার-আচরণ এবং কটুক্তি করে তাঁকে অনুসরণ করে । আমরা বহুবার চেষ্টা করেছি সাবধান করার ৷ কিন্তু ওই যুবক দিনের পর দিন একই কাজ করতে থাকে । আজ সকালে একটি মেয়েকে কটুক্তি করার সময় সে আমাদের জানালে আমরা বাধ্য হয়ে ওই যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দিই । আমরা চাই ওই যুবকের যেন কঠোরতম শাস্তি হয় ।"

আরও পড়ুন : মেদিনীপুর শহরে বিনামূল্যে অত্যাধুনিক অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.