ETV Bharat / state

Suvendu Adhikari: মমতার শাসনে বাংলায় আধা জরুরি অবস্থা চলছে, অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government: পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক গ্রেফতার হয়েছেন ৷ মেদিনীপুর সংশোধনাগারে ওই সাংবাদিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি ৷ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় সরব হন তিনি ৷

Suvendu Mamata
শুভেন্দু মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 1:29 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: সেমি ইমার্জেন্সি বা আধা জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে চলছে বলে সোমবার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক সাংবাদিকের গ্রেফতারির ঘটনার প্রেক্ষিতেই এই অভিযোগ করেছেন তিনি ৷ এ দিন এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই অভিযোগ তুলে তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে ৷ লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ববাদী শাসনের অধীনে পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে ।’’

এ দিন বেলা 11টা 58 মিনিটে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ সেখানে একটি চিঠির ছবি পোস্ট করেছেন তিনি ৷ যে চিঠি লেখা হয়েছে মেদিনীপুর সংশোধনাগারের সুপারকে ৷ গ্রেফতার হওয়া সাংবাদিকের সঙ্গে দেখা করার জন্য চিঠি লেখা হয় শুভেন্দু অধিকারীর তরফে ৷ কিন্তু ওই সাংবাদিকের সঙ্গে দেখা করার অনুমতি জেল কর্তৃপক্ষ দেয়নি ৷ আর তার পরই এই নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু ৷

Suvendu Adhikari Tweet
শুভেন্দু অধিকারীর টুইট

তাঁর দাবি, বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে ৷ তাই তিনি আগেই এই নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন ৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির সভা থেকেও তিনি এই প্রতিবাদ করেন ৷ সেই কারণে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও জেল কর্তৃপক্ষ’ ওই সাংবাদিকের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না ৷ এমনকী, তাঁকেও দেখা করার অনুমতি দেয়নি ৷

সোশাল মিডিয়ায় করা পোস্টে সরাসরি জেল সুপারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ জানতে চেয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান কেন ?’’ তার পরই তিনি লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমণ অবনতি হচ্ছে ৷ সেই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে জেলবন্দি করা হয়েছে, সেই কারণে বিরোধী দলনেতা হিসেবে ওই সাংবাদিকের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন ৷

আরও পড়ুন: 'মাকু-সেকু থেকে দূরে থাকুন'; ঘাটাল থেকে সিপিএম-তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, সাময়িকভাবে হয়তো ওই সাংবাদিকের কাজে বাধা দিতে পেরেছে পুলিশ ও প্রশাসন ৷ কিন্তু শাসকের এই কর্তৃত্ববাদী শাসন চিরকাল স্থায়ী হয় না ৷ আর সাংবাদিকের কলমের জোর শাসকের স্বৈরতন্ত্রের চেয়ে অনেক বেশি ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: সেমি ইমার্জেন্সি বা আধা জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে চলছে বলে সোমবার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক সাংবাদিকের গ্রেফতারির ঘটনার প্রেক্ষিতেই এই অভিযোগ করেছেন তিনি ৷ এ দিন এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই অভিযোগ তুলে তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে ৷ লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ববাদী শাসনের অধীনে পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে ।’’

এ দিন বেলা 11টা 58 মিনিটে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ সেখানে একটি চিঠির ছবি পোস্ট করেছেন তিনি ৷ যে চিঠি লেখা হয়েছে মেদিনীপুর সংশোধনাগারের সুপারকে ৷ গ্রেফতার হওয়া সাংবাদিকের সঙ্গে দেখা করার জন্য চিঠি লেখা হয় শুভেন্দু অধিকারীর তরফে ৷ কিন্তু ওই সাংবাদিকের সঙ্গে দেখা করার অনুমতি জেল কর্তৃপক্ষ দেয়নি ৷ আর তার পরই এই নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু ৷

Suvendu Adhikari Tweet
শুভেন্দু অধিকারীর টুইট

তাঁর দাবি, বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে ৷ তাই তিনি আগেই এই নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন ৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির সভা থেকেও তিনি এই প্রতিবাদ করেন ৷ সেই কারণে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও জেল কর্তৃপক্ষ’ ওই সাংবাদিকের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না ৷ এমনকী, তাঁকেও দেখা করার অনুমতি দেয়নি ৷

সোশাল মিডিয়ায় করা পোস্টে সরাসরি জেল সুপারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ জানতে চেয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান কেন ?’’ তার পরই তিনি লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমণ অবনতি হচ্ছে ৷ সেই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে জেলবন্দি করা হয়েছে, সেই কারণে বিরোধী দলনেতা হিসেবে ওই সাংবাদিকের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন ৷

আরও পড়ুন: 'মাকু-সেকু থেকে দূরে থাকুন'; ঘাটাল থেকে সিপিএম-তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, সাময়িকভাবে হয়তো ওই সাংবাদিকের কাজে বাধা দিতে পেরেছে পুলিশ ও প্রশাসন ৷ কিন্তু শাসকের এই কর্তৃত্ববাদী শাসন চিরকাল স্থায়ী হয় না ৷ আর সাংবাদিকের কলমের জোর শাসকের স্বৈরতন্ত্রের চেয়ে অনেক বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.