ETV Bharat / state

Subhendu Adhikari: দুয়ারে গর্ত, গণেশ পুজোর উদ্বোধনে সরকারকে বিঁধলেন শুভেন্দু - শুভেন্দু অধিকারী

এখন দুয়ারে গর্ত চলছে ৷ পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটালে গণেশ পুজোর (Ganesh Puja) উদ্বোধনে গিয়ে বেহাল রাস্তা নিয়ে রাজ্য সরকারকে এ ভাবেই বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)৷

subhendu adhikari attacks tmc at ghatal in ganesh puja inauguration
দুয়ারে গর্ত, গণেশ পুজোর উদ্বোধনে সরকারকে বিঁধলেন শুভেন্দু
author img

By

Published : Sep 10, 2021, 9:20 PM IST

ঘাটাল, 10 সেপ্টেম্বর: এখন শাসক দলের ভয়ে আমাদের ডাকতে ভয় পায় পুজো উদ্যোক্তারা ৷ ঘাটালে গণেশ পুজো (Ganesh Puja) উদ্বোধনে গিয়ে এমনই কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)৷ পাশাপাশি তিনি বলেন, উদ্বোধনে যেতে এত দেরি হওয়ার কারণ, এখন দুয়ারে গর্ত চলছে ৷ রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ তার জন্য এত দেরি হল ।

আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার ঘাটালের বিদ্যাসাগর স্কুল ময়দানে 'আমরা রে' পুজো কমিটির পরিচালনায় এই গণেশ পুজোর আয়োজন করা হয় । তৃতীয় বর্ষে পড়ল এই পুজো । পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ছাড়াও ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট-সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা ।

আরও পড়ুন: Madan mitra : দলনেত্রীকে গুরুদক্ষিণায় মদন গাইলেন ‘ওনলি ফর মমতা’

এ দিন উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু । তিনি বলেন, "এ রাজ্যে বিরোধী দলনেতাকে বা বিরোধী দলের বিধায়কদের ডাকতে অনেকে ভয় পায়, কারণ ডাকলে তারা এই সরকারের রোষে পড়ে যাবে । দেশের আর কোনও রাজ্যে এটা হয় না ।" নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "নন্দীগ্রামে আমাকে যাঁরা ভোট দিয়ে জিতিয়েছেন, আমি তাঁদেরও বিধায়ক আবার যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তাঁদেরও আমি বিধায়ক ৷"

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

এ ছাড়াও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, তালিবান অপেক্ষা করছিল, কবে আমেরিকার সৈন্য চলে যাবে ৷ আর ভারতকে যারা ধ্বংস করতে চায়, ভারতের বুকে যারা পাকিস্তানের পতাকা তুলতে চায়, তারা অপেক্ষা করে বসে আছে মোদিজি কবে যাবে ৷ সে রকমটা হলে এই দেশটা আর একটা তালিবানের হাতে চলে যাবে ।

আরও পড়ুন: Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেহাল দশা নিয়েও শাসক দলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ সাহস নিয়ে তাঁকে পুজো উদ্বোধনে ডাকার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও জানান তিনি ৷

আরও পড়ুন, Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

ঘাটাল, 10 সেপ্টেম্বর: এখন শাসক দলের ভয়ে আমাদের ডাকতে ভয় পায় পুজো উদ্যোক্তারা ৷ ঘাটালে গণেশ পুজো (Ganesh Puja) উদ্বোধনে গিয়ে এমনই কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)৷ পাশাপাশি তিনি বলেন, উদ্বোধনে যেতে এত দেরি হওয়ার কারণ, এখন দুয়ারে গর্ত চলছে ৷ রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ তার জন্য এত দেরি হল ।

আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার ঘাটালের বিদ্যাসাগর স্কুল ময়দানে 'আমরা রে' পুজো কমিটির পরিচালনায় এই গণেশ পুজোর আয়োজন করা হয় । তৃতীয় বর্ষে পড়ল এই পুজো । পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ছাড়াও ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট-সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা ।

আরও পড়ুন: Madan mitra : দলনেত্রীকে গুরুদক্ষিণায় মদন গাইলেন ‘ওনলি ফর মমতা’

এ দিন উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু । তিনি বলেন, "এ রাজ্যে বিরোধী দলনেতাকে বা বিরোধী দলের বিধায়কদের ডাকতে অনেকে ভয় পায়, কারণ ডাকলে তারা এই সরকারের রোষে পড়ে যাবে । দেশের আর কোনও রাজ্যে এটা হয় না ।" নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "নন্দীগ্রামে আমাকে যাঁরা ভোট দিয়ে জিতিয়েছেন, আমি তাঁদেরও বিধায়ক আবার যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তাঁদেরও আমি বিধায়ক ৷"

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

এ ছাড়াও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, তালিবান অপেক্ষা করছিল, কবে আমেরিকার সৈন্য চলে যাবে ৷ আর ভারতকে যারা ধ্বংস করতে চায়, ভারতের বুকে যারা পাকিস্তানের পতাকা তুলতে চায়, তারা অপেক্ষা করে বসে আছে মোদিজি কবে যাবে ৷ সে রকমটা হলে এই দেশটা আর একটা তালিবানের হাতে চলে যাবে ।

আরও পড়ুন: Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেহাল দশা নিয়েও শাসক দলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ সাহস নিয়ে তাঁকে পুজো উদ্বোধনে ডাকার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও জানান তিনি ৷

আরও পড়ুন, Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.