ETV Bharat / state

যারা ভারত বিভাজনের চেষ্টা করবে তাদের হাত কেটে নেব : সায়ন্তন

"তৃণমূলের ছোটো, বড়, মেজো, সেজো নেতারা ডাইরিতে লিখে রেখেদিন, আজ বলে যাচ্ছি দিদিমণি ভালো থাকবেন, বেঁচে থাকবেন, খেলা দেখবেন, মেলা দেখবেন, দিদিমণি উৎসবে থাকবেন ৷ কিন্তু হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷" ঝাড়গ্রামে সভা থেকে বললেন সায়ন্তন বসু ৷

BJP Jhargram meeting
সায়ন্তন বসু
author img

By

Published : Jan 9, 2020, 11:28 PM IST

ঝাড়গ্রাম, 9 জানুয়ারি : "জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বলে শুধু মাথা ফাটিয়েছে ৷ ঝাড়গ্রাম হলে তো গাছে বেঁধে রেখে দিত ৷ ভারত তেরে হাজ়ার টুকরে হোঙ্গে, যারা এই সমস্ত স্লোগান দেবে, সেই সমস্ত শহুরে নকশালদের ঝাড়গ্রামে গাছে বেঁধে রেখে আমাদের খবর দিন ৷ তারপর কী করতে হবে আমরা বলে দেব ৷" ঝাড়গ্রামে BJP-র সভা থেকে JNU-র ইশুতে বললেন সায়ন্তন বসু ৷


নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে আজ ঝাড়গ্রামে অভিনন্দন যাত্রা করে BJP ৷ সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু হয় অভিনন্দন যাত্রা ৷ শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে ৷ অভিনন্দন যাত্রা শেষে সুভাষ পার্কের মোড়ে সভা করেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু ৷ সেই সভা থেকে সায়ন্তন বসু বলেন, "যারা ভারতের বিভাজন করার চেষ্টা করবে তাদের হাত কেটে নেব ৷ যারা ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখব ৷"

পাশাপাশি সভা থেকে মমতাকে আক্রমণ করে সায়ন্তন বলেন, "বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিচ্ছে মোদি সরকার ৷ দিদিমণির মনে দুঃখ ৷ দিদিমণি বলেছেন, আমার মৃতদেহের উপর দিয়ে পশ্চিমবঙ্গে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হবে ৷ এখানে হিন্দু বাঙালিকে BJP নাগরিকত্ব দিতে পারবে ৷ তৃণমূলের ছোটো, বড়, মেজো, সেজো নেতারা ডাইরিতে লিখে রেখে দিন, আজ বলে যাচ্ছি দিদিমণি ভালো থাকবেন, বেঁচে থাকবেন, খেলা দেখবেন, মেলা দেখবেন, দিদিমণি উৎসবে থাকবেন ৷ কিন্তু হিন্দু বাঙালিদের আমরা নাগরিকত্ব দেব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷"

ঝাড়গ্রাম, 9 জানুয়ারি : "জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বলে শুধু মাথা ফাটিয়েছে ৷ ঝাড়গ্রাম হলে তো গাছে বেঁধে রেখে দিত ৷ ভারত তেরে হাজ়ার টুকরে হোঙ্গে, যারা এই সমস্ত স্লোগান দেবে, সেই সমস্ত শহুরে নকশালদের ঝাড়গ্রামে গাছে বেঁধে রেখে আমাদের খবর দিন ৷ তারপর কী করতে হবে আমরা বলে দেব ৷" ঝাড়গ্রামে BJP-র সভা থেকে JNU-র ইশুতে বললেন সায়ন্তন বসু ৷


নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে আজ ঝাড়গ্রামে অভিনন্দন যাত্রা করে BJP ৷ সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু হয় অভিনন্দন যাত্রা ৷ শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে ৷ অভিনন্দন যাত্রা শেষে সুভাষ পার্কের মোড়ে সভা করেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু ৷ সেই সভা থেকে সায়ন্তন বসু বলেন, "যারা ভারতের বিভাজন করার চেষ্টা করবে তাদের হাত কেটে নেব ৷ যারা ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখব ৷"

পাশাপাশি সভা থেকে মমতাকে আক্রমণ করে সায়ন্তন বলেন, "বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিচ্ছে মোদি সরকার ৷ দিদিমণির মনে দুঃখ ৷ দিদিমণি বলেছেন, আমার মৃতদেহের উপর দিয়ে পশ্চিমবঙ্গে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হবে ৷ এখানে হিন্দু বাঙালিকে BJP নাগরিকত্ব দিতে পারবে ৷ তৃণমূলের ছোটো, বড়, মেজো, সেজো নেতারা ডাইরিতে লিখে রেখে দিন, আজ বলে যাচ্ছি দিদিমণি ভালো থাকবেন, বেঁচে থাকবেন, খেলা দেখবেন, মেলা দেখবেন, দিদিমণি উৎসবে থাকবেন ৷ কিন্তু হিন্দু বাঙালিদের আমরা নাগরিকত্ব দেব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷"

Intro:ইনশাহআল্লাহ ,ভারতের টুকরো করার যারা স্লোগান দেবে , সেই সব শহুরে নকশাল দুটো চারটে ,10 টাকে গাছে বেঁধে আমায় খবর দিও, দাদা বেঁধে রেখে দিয়েছি ! বক্তা সায়ন্তন বসু পাশাপাশি তিনি জে এন ইউ কাণ্ডে বলেন ওখানে তো শুধু মাথা ফেটেছে ,এখানে হলে গাছে বেঁধে দিতাম l
Body:ইনশাহআল্লাহ ,ভারতের টুকরো করার যারা স্লোগান দেবে , তাদেরকে দুটো চারটে ,10 টাকে গাছে বেঁধে আমায় খবর দিও, দাদা বেঁধে রেখে দিয়েছি ! বক্তা সায়ন্তন বসু পাশাপাশি তিনি জে এন ইউ কাণ্ডে বলেন ওখানে তো শুধু মাথা ফেটেছে ,এখানে হলে গাছে বেঁধে দিতাম l


তৃণমূল , সিপিএম , কংগ্রেস সহ অন্যান্য সব রাজনৈতিক বৃহস্পতিবার  নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা হয় ঝাড়গ্রামে l এদিন ঝাড়গ্রাম শহরের সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু হয় বিজেপির অভিনন্দন যাত্রা , শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে l অভিনন্দন যাত্রা শেষে সুভাষ পার্কের মোড়ে সভা করেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু l এদিনের অভিনন্দন যাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল l অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু , বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার , ঝাড়গ্রামে বিজেপি সাংসদ কুণার হেমব্রাম এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন l

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই চাঁছাছোলা ভাষায় বক্তব্য রাখেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু l তিনি বলেন জহরলাল নেহরু ইউনিভার্সিটি বলে কেবলমাত্র মাথা ফাটিয়ে ছেড়ে দিয়েছে,ঝাড়গ্রামে এই ধরনের বক্তব্য দিলে গাছে বেঁধে রেখে দিত l 'ইনশাআল্লাহ ,ইনশাআল্লাহ ভারত তেরি হাজার টুকরে হোঙ্গে' যারা এই ধরনের স্লোগান দেবে ,সেই সব শহুরে নকশাল দের দুটো ,চারটে দশটা কে গাছে বেঁধে রেখে দিন, দিয়ে আমায় খবর দিন আমি বিষয়টা বুঝে নেব l
যারা ভারতের বিভাজন করার চেষ্টা করবে তাদের হাত কেটে দেব ,যারা ভারত বর্ষ কে ধ্বংস করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখবো l সি এ এ নিয়ে সায়ন্তন বসু বলেন এখন ভোট নেই ,তাই মোদি নতুন আইন এনে হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে l মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সি এ এ রাজ্যে কিছুতেই ইমপ্লিমেন্ট হতে দেবেন না, যদি সি এ এ করতে হয় তাহলে তার লাশের উপর দিয়ে করতে হবে l আমি দিদিমণি এবং দিদিমনির সেই সব ভাইদের বলতে চাই তারা যেন ডায়েরিতে লিখে রাখে ,এই রাজ্যে সি এ এ হবে ,তাতে দিদিমনি সুস্থ থাকবেন ,সুন্দর থাকবেন, ভালো থাকবেন ,খেলা মেলা করবেন আর আমরা সি এ এ করে আমাদের হিন্দু ভাইদের নাগরিকত্ব দিয়ে যাব l

এদিনের সভায় দিলীপ ঘোষ বলেন , এখানকার জঙ্গলমহলের সাঁওতাল, ভূমিজ ,  আদিবাসী, কুড়মি এদেরকে ভয় বোঝানো হচ্ছে l বলা হচ্ছে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে l আমি দিলীপ ঘোষ বলছি, আমি জঙ্গলমহলের ছেলে যতদিন বিজেপি আছে মোদি আছে ততদিন কারো বাপের সাধ্য নেই তোমাদের গায়ে হাত দেয়ার মত l সারা ভারতবর্ষের দলিত সমাজ উপজাতি সমাজ ভারতীয় জনতা পার্টি কে জিতিয়েছে l আমাদের পশ্চিমবাংলায় দুটো আদিবাসী রিজাভ সিট আছে ঝাড়গ্রাম আর আলিপুরদুয়ার l এছাড়াও আরো একজন আদিবাসী নেতা রয়েছেন খগেন মুর্মু তিনি মালদা জেনারেল সিট থেকে জিতেছেন l তিনজন আদিবাসী নেতা কে আমরা পশ্চিমবাংলা থেকে দিল্লি পাঠিয়েছি l কারণ আদিবাসী সমাজ থেকে শুরু করে সারা পশ্চিমবাংলার সমাজ আমাদের বিশ্বাস করে l Conclusion:ইনশাহআল্লাহ ,ভারতের টুকরো করার যারা স্লোগান দেবে , সেই সব শহুরে নকশাল দুটো চারটে ,10 টাকে গাছে বেঁধে আমায় খবর দিও, দাদা বেঁধে রেখে দিয়েছি ! বক্তা সায়ন্তন বসু পাশাপাশি তিনি জে এন ইউ কাণ্ডে বলেন ওখানে তো শুধু মাথা ফেটেছে ,এখানে হলে গাছে বেঁধে দিতাম l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.