ঝাড়গ্রাম, 9 জানুয়ারি : "জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বলে শুধু মাথা ফাটিয়েছে ৷ ঝাড়গ্রাম হলে তো গাছে বেঁধে রেখে দিত ৷ ভারত তেরে হাজ়ার টুকরে হোঙ্গে, যারা এই সমস্ত স্লোগান দেবে, সেই সমস্ত শহুরে নকশালদের ঝাড়গ্রামে গাছে বেঁধে রেখে আমাদের খবর দিন ৷ তারপর কী করতে হবে আমরা বলে দেব ৷" ঝাড়গ্রামে BJP-র সভা থেকে JNU-র ইশুতে বললেন সায়ন্তন বসু ৷
নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে আজ ঝাড়গ্রামে অভিনন্দন যাত্রা করে BJP ৷ সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু হয় অভিনন্দন যাত্রা ৷ শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে ৷ অভিনন্দন যাত্রা শেষে সুভাষ পার্কের মোড়ে সভা করেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু ৷ সেই সভা থেকে সায়ন্তন বসু বলেন, "যারা ভারতের বিভাজন করার চেষ্টা করবে তাদের হাত কেটে নেব ৷ যারা ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখব ৷"
পাশাপাশি সভা থেকে মমতাকে আক্রমণ করে সায়ন্তন বলেন, "বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিচ্ছে মোদি সরকার ৷ দিদিমণির মনে দুঃখ ৷ দিদিমণি বলেছেন, আমার মৃতদেহের উপর দিয়ে পশ্চিমবঙ্গে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হবে ৷ এখানে হিন্দু বাঙালিকে BJP নাগরিকত্ব দিতে পারবে ৷ তৃণমূলের ছোটো, বড়, মেজো, সেজো নেতারা ডাইরিতে লিখে রেখে দিন, আজ বলে যাচ্ছি দিদিমণি ভালো থাকবেন, বেঁচে থাকবেন, খেলা দেখবেন, মেলা দেখবেন, দিদিমণি উৎসবে থাকবেন ৷ কিন্তু হিন্দু বাঙালিদের আমরা নাগরিকত্ব দেব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷"