মেদিনীপুর, 9 এপ্রিল : মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান কলেজে গড়ে উঠতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক । সেই পার্ক গড়ে ওঠার জন্য সরেজমিনে খতিয়ে দেখে গেলেন কলকাতা থেকে আসা একটি প্রতিনিধি দল । এই শিক্ষামূলক পার্কে পড়ুয়ারা হাতে-কলমে শিক্ষা নিতে পারবেন ।
ভূগোল, প্রাণীবিদ্যা এবং অন্যান্য বিভাগের পড়ুয়াদের জন্য রাজা নরেন্দ্র লাল খান কলেজ নিজেদের পড়ে থাকা জমিতে বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে তুলতে চলেছে । এখন চলছে তার সরজমিনে খতিয়ে দেখার কাজ । রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয় বহু পুরানো কলেজ যা গোপ কলেজ বা রাজা নরেন্দ্র লাল খান নামে পরিচিত । একসময় রাজা নরেন্দ্র লাল খানের এই জমিতে গড়ে ওঠে কলেজ ।
দীর্ঘদিন ধরে কলেজের পিছনে পড়ে থাকা গাছপালা আবৃত জায়গায় এবার পার্ক করতে উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ । বিগত দিনের আবেদনের ভিত্তিতে এইদিন রাজ্যের একটি দল আসে এই পড়ে থাকা জায়গা সরেজমিনে খতিয়ে দেখতে । সবকিছু ঠিক থাকলে গাছপালায় ঢাকা এই পার্কে পশু, পাখির থাকার জন্য পরিবেশ তৈরি হবে ৷
শুধু পড়ুয়ারাই নয়, এই পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : টায়ার পার্ক, শহরবাসীকে নতুন উপহার ডাব্লুবিটিসির
বায়োডাইভার্সিটি রিসার্চ বোর্ডের সদস্য অনির্বাণ রায় বলেন, এই রাজা নরেন্দ্র লাল খান কলেজ পুরো অংশটাই হেরিটেজ হিসেবে ঘোষিত । এখানে বহু পুরানো দিনের গাছপালা সঙ্গে বিভিন্ন জীবজন্তু অস্তিত্ব রয়েছে । সেটিকে কাজে লাগিয়ে মূলত এই প্রথম বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে উঠতে চলেছে কলেজে । বেশ কিছু গাছপালা চিহ্নিত করা হয়েছে, যা পুরানো দিনের । যা এই কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ শিক্ষণীয় বিষয় হয়ে উঠবে ।