ETV Bharat / state

সবুজের ঘেরাটোপে বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হচ্ছে মেদিনীপুরে - রাজা নরেন্দ্র লাল খান কলেজ

গাছপালায় ঢাকা এই পার্কে পশু, পাখির থাকার জন্য পরিবেশ তৈরি হবে ৷ শুধু পড়ুয়ারাই নয়, এই পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ ৷

Raja Narendra Lal Khan Women's College
ছবি
author img

By

Published : Apr 9, 2021, 10:52 PM IST

মেদিনীপুর, 9 এপ্রিল : মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান কলেজে গড়ে উঠতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক । সেই পার্ক গড়ে ওঠার জন্য সরেজমিনে খতিয়ে দেখে গেলেন কলকাতা থেকে আসা একটি প্রতিনিধি দল । এই শিক্ষামূলক পার্কে পড়ুয়ারা হাতে-কলমে শিক্ষা নিতে পারবেন ।

ভূগোল, প্রাণীবিদ্যা এবং অন্যান্য বিভাগের পড়ুয়াদের জন্য রাজা নরেন্দ্র লাল খান কলেজ নিজেদের পড়ে থাকা জমিতে বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে তুলতে চলেছে । এখন চলছে তার সরজমিনে খতিয়ে দেখার কাজ । রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয় বহু পুরানো কলেজ যা গোপ কলেজ বা রাজা নরেন্দ্র লাল খান নামে পরিচিত । একসময় রাজা নরেন্দ্র লাল খানের এই জমিতে গড়ে ওঠে কলেজ ।

Raja Narendra Lal Khan Women's College
চলছে পার্কের জন্য নির্ধারিত জায়গা খতিয়ে দেখার কাজ

দীর্ঘদিন ধরে কলেজের পিছনে পড়ে থাকা গাছপালা আবৃত জায়গায় এবার পার্ক করতে উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ । বিগত দিনের আবেদনের ভিত্তিতে এইদিন রাজ্যের একটি দল আসে এই পড়ে থাকা জায়গা সরেজমিনে খতিয়ে দেখতে । সবকিছু ঠিক থাকলে গাছপালায় ঢাকা এই পার্কে পশু, পাখির থাকার জন্য পরিবেশ তৈরি হবে ৷

শুধু পড়ুয়ারাই নয়, এই পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : টায়ার পার্ক, শহরবাসীকে নতুন উপহার ডাব্লুবিটিসির

বায়োডাইভার্সিটি রিসার্চ বোর্ডের সদস্য অনির্বাণ রায় বলেন, এই রাজা নরেন্দ্র লাল খান কলেজ পুরো অংশটাই হেরিটেজ হিসেবে ঘোষিত । এখানে বহু পুরানো দিনের গাছপালা সঙ্গে বিভিন্ন জীবজন্তু অস্তিত্ব রয়েছে । সেটিকে কাজে লাগিয়ে মূলত এই প্রথম বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে উঠতে চলেছে কলেজে । বেশ কিছু গাছপালা চিহ্নিত করা হয়েছে, যা পুরানো দিনের । যা এই কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ শিক্ষণীয় বিষয় হয়ে উঠবে ।

পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ
অন্যদিকে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা রেশমি মুখোপাধ্যায় বলেন প্রায় দুই থেকে তিন একর জুড়ে এই পার্ক তৈরি করে তোলা হচ্ছে ছাত্রীদের শিক্ষা মূলক কাজের জন্য । যাতে কলেজে পড়তে আসা ছাত্রীরা হাতে-কলমে শিক্ষা পায় ৷ এটা বহুদিনের আবেদন-নিবেদনের পর গড়ে উঠতে চলেছে ।

মেদিনীপুর, 9 এপ্রিল : মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান কলেজে গড়ে উঠতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক । সেই পার্ক গড়ে ওঠার জন্য সরেজমিনে খতিয়ে দেখে গেলেন কলকাতা থেকে আসা একটি প্রতিনিধি দল । এই শিক্ষামূলক পার্কে পড়ুয়ারা হাতে-কলমে শিক্ষা নিতে পারবেন ।

ভূগোল, প্রাণীবিদ্যা এবং অন্যান্য বিভাগের পড়ুয়াদের জন্য রাজা নরেন্দ্র লাল খান কলেজ নিজেদের পড়ে থাকা জমিতে বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে তুলতে চলেছে । এখন চলছে তার সরজমিনে খতিয়ে দেখার কাজ । রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয় বহু পুরানো কলেজ যা গোপ কলেজ বা রাজা নরেন্দ্র লাল খান নামে পরিচিত । একসময় রাজা নরেন্দ্র লাল খানের এই জমিতে গড়ে ওঠে কলেজ ।

Raja Narendra Lal Khan Women's College
চলছে পার্কের জন্য নির্ধারিত জায়গা খতিয়ে দেখার কাজ

দীর্ঘদিন ধরে কলেজের পিছনে পড়ে থাকা গাছপালা আবৃত জায়গায় এবার পার্ক করতে উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ । বিগত দিনের আবেদনের ভিত্তিতে এইদিন রাজ্যের একটি দল আসে এই পড়ে থাকা জায়গা সরেজমিনে খতিয়ে দেখতে । সবকিছু ঠিক থাকলে গাছপালায় ঢাকা এই পার্কে পশু, পাখির থাকার জন্য পরিবেশ তৈরি হবে ৷

শুধু পড়ুয়ারাই নয়, এই পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : টায়ার পার্ক, শহরবাসীকে নতুন উপহার ডাব্লুবিটিসির

বায়োডাইভার্সিটি রিসার্চ বোর্ডের সদস্য অনির্বাণ রায় বলেন, এই রাজা নরেন্দ্র লাল খান কলেজ পুরো অংশটাই হেরিটেজ হিসেবে ঘোষিত । এখানে বহু পুরানো দিনের গাছপালা সঙ্গে বিভিন্ন জীবজন্তু অস্তিত্ব রয়েছে । সেটিকে কাজে লাগিয়ে মূলত এই প্রথম বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে উঠতে চলেছে কলেজে । বেশ কিছু গাছপালা চিহ্নিত করা হয়েছে, যা পুরানো দিনের । যা এই কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ শিক্ষণীয় বিষয় হয়ে উঠবে ।

পার্কটি একবার তৈরি হয়ে গেলে তা জনসাধারণের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ
অন্যদিকে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা রেশমি মুখোপাধ্যায় বলেন প্রায় দুই থেকে তিন একর জুড়ে এই পার্ক তৈরি করে তোলা হচ্ছে ছাত্রীদের শিক্ষা মূলক কাজের জন্য । যাতে কলেজে পড়তে আসা ছাত্রীরা হাতে-কলমে শিক্ষা পায় ৷ এটা বহুদিনের আবেদন-নিবেদনের পর গড়ে উঠতে চলেছে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.