খড়গপুর, 21 মার্চ : খড়গপুরে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলাকালীন উদ্ধার হল বিশ্বকবির হাতে লেখা চিঠি, জার্মান ভাষায় বেশ কয়েকটি বই ও পত্রিকা, এবং তৎকালীন সময়ের কয়েকটি মুদ্রা । রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর করা চিঠি উদ্ধার নিয়ে ইতিমধ্যেই সরকারি দপ্তরে শুরু হয়েছে চাপানউতোর ।
মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে খরিদা মন্দিরতলা এলাকায় রয়েছে পাঁচিল ঘেরা একটি পুরনো মাটির বাড়ি । বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে । চারদিক ভেঙে পড়েছে । দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে থাকা বাড়িটি ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করে নতুন বাড়ি তৈরি করবেন বলে ঠিক করেন ওই বাড়ির মালিক রাজা সরকার । সেই মতোই বাড়ি ভাঙার কাজও শুরু হয় ।
বাড়িটি ভাঙতে গিয়ে উদ্ধার হয় একটি পুরনো জং-ধরা টিনের বাক্স । বাক্সটি থেকেই উদ্ধার হয় রবীন্দ্রনাথের সই করা একটি চিঠি, পুরনো কয়েকটি মুদ্রা । কয়েকটি পুরানো খাতা-বই ও পত্রিকা । জার্মান ভাষায় লেখা বই, পত্রিকা ও উত্তরীয় সহ রবীন্দ্রনাথের গানের কয়েকটি খাতাও উদ্ধার হয় । এই মুদ্রাগুলি আনুমানিক আশির দশকের । বইগুলি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের, তৎকালীন খবরে সমৃদ্ধ ।
বাক্সটি পাওয়া মাত্রই বিষয়টি পুলিশকে জানান রাজা সরকার নামে ওই ব্যক্তি । কিন্তু এরপরই কোন দপ্তর উদ্ধার করবে, কোন দপ্তরে সংরক্ষণ করে রাখা হবে তা নিয়ে শুরু হয় চাপানউতোর ।
খড়গপুর সদর মহকুমা শাসক বলেন, "বিষয়টি আমি জানি না ।" জেলা পুলিশের দাবি, বাক্সের ভিতরের ওই জিনিসগুলি উদ্ধার করবে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ । মেদিনীপুর জেলাশাসক ড. রেশমি কোমল বলেন, "বিষয়টি জানি না, খোঁজখবর নেব ।" পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বিষয়টি জানি না । আমি কিছু করতে পারব না । সমস্ত সামগ্রী উদ্ধার করে পাঠানোর দায়িত্ব জেলা গ্রন্থাগারের ।" জেলা গ্রন্থাগার আবার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ।