ETV Bharat / state

দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

নাগরিকত্ব আইনের  প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ । আজ চতুর্থ দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । 6 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের জেরে বাস, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে ।

দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
author img

By

Published : Dec 16, 2019, 4:29 PM IST

দাসপুর, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে । অফিস টাইমে রাজ্য সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট হয় বকুলতলা থেকে দাসপুরের মধ্যে । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে রয়েছে দাসপুর থানার পুলিশ l

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ । আজ চতুর্থ দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । 6 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের জেরে বাস, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে । আজ বীরভূম, হলদিয়ার পাশাপাশি বিক্ষোভ হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে । রাস্তা আটকে বিক্ষোভের জেরে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ । পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের ব্যবস্থা নিতে বলে আটকে পড়া যাত্রীরা ।

গতকাল মেদিনীপুরের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, "যারা (বিক্ষোভকারী) ভাঙচুর করে, মারপিট করে বিক্ষোভ করছে, তারা সমাজবিরোধী । এদের বরদাস্ত করা হবে না । আমাদের নেত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে ।" আজ সকালে দাসপুরের বিক্ষোভের পর আটকে পড়া সাধারণ মানুষের প্রশ্ন - আদৌ কি শুভেন্দু অধিকারীর কথায় কোনও কাজ হল ? এভাবে বিক্ষোভের মানে কী ?

দাসপুর, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে । অফিস টাইমে রাজ্য সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট হয় বকুলতলা থেকে দাসপুরের মধ্যে । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে রয়েছে দাসপুর থানার পুলিশ l

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ । আজ চতুর্থ দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । 6 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের জেরে বাস, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে । আজ বীরভূম, হলদিয়ার পাশাপাশি বিক্ষোভ হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে । রাস্তা আটকে বিক্ষোভের জেরে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ । পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের ব্যবস্থা নিতে বলে আটকে পড়া যাত্রীরা ।

গতকাল মেদিনীপুরের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, "যারা (বিক্ষোভকারী) ভাঙচুর করে, মারপিট করে বিক্ষোভ করছে, তারা সমাজবিরোধী । এদের বরদাস্ত করা হবে না । আমাদের নেত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে ।" আজ সকালে দাসপুরের বিক্ষোভের পর আটকে পড়া সাধারণ মানুষের প্রশ্ন - আদৌ কি শুভেন্দু অধিকারীর কথায় কোনও কাজ হল ? এভাবে বিক্ষোভের মানে কী ?

Intro:এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা রাজ্য সড়ক l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল এনআরসি বিরোধীরা l রাস্তা অবরোধ করে বিক্ষোভ এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বকুলতলা থেকে দাসপুর যাওয়ার রাজ্য সড়ক l পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী l Body:এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা রাজ্য সড়ক l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল এনআরসি বিরোধীরা l রাস্তা অবরোধ করে বিক্ষোভ এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বকুলতলা থেকে দাসপুর যাওয়ার রাজ্য সড়ক l পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী l


পশ্চিম মেদিনীপুর জেলার বিক্ষোভ অব্যাহত l নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দাসপুরের বকুলতলা রাজ্য সড়কে l গত 13তারিখ থেকে গোটা রাজ্য অশান্ত হয়ে উঠেছে l সবচেয়ে ভয়াবহ রূপ দেখা দিয়েছে 14 তারিখ নাগাদ l সেই আগুনের আঁচ শুধু রাজ্য সড়ক নয় তা ছড়িয়ে পড়েছে রেল-পথে l বহু ট্রেন ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে প্লাটফর্ম l রেল ও রাজ্য সড়কে বিক্ষোভ অব্যাহত, সেই রেশ এখনো চলছে দাসপুর এলাকায় l এইদিন দাসপুরের বেশ কিছু মানুষ এই বিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে l তারা রাস্তার মধ্যিখানে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় l এই বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় l আটকা পড়ে যায় দূর-দূরান্তের বহু বাস-ট্রাক ও ছোটখাট যানবাহন l ঘন্টার পর ঘন্টা এই বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে l দাসপুর এলাকায় পুলিশ মজুদ থাকলেও কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গাড়ি চালক দের মধ্যে l শুধু গাড়ি আটকে যায় তা নয় এই ঘটনার জেরে সমস্যা এবং চরম হয়রানির শিকার সাধারণ মানুষ l যারা বিভিন্ন কাজে বিশেষ করে পড়াশুনা এবং হাসপাতালে চিকিৎসা করতে যাওয়ার সময় তারা চরম হয়রানির শিকার হয় l বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন l হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে তার মধ্যে খানে বিক্ষোভকারীরা প্রদর্শন করে বিক্ষোভ l যদি ও গতকাল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে গেছিলেন রাজ্যে কোন অশান্তি বরদাস্ত করা হবে না এবং যারা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার করা হবে কিন্তু এই দিন সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ সাধারন মানুষের l


Conclusion:এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা রাজ্য সড়ক l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল এনআরসি বিরোধীরা l রাস্তা অবরোধ করে বিক্ষোভ এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বকুলতলা থেকে দাসপুর যাওয়ার রাজ্য সড়ক l পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.