ETV Bharat / state

পথ চলতি গাড়ি থেকে আর্থিক সাহায্যের আবেদন - west midnapore

আর্থিক সাহায্যের আবেদন নিয়ে পথে নামলেন বেসরকারি বাস চালকরা । পথ চলতি গাড়িগুলির থেকে 10-20টাকা সাহায্যের আবেদন জানান যাঁরা । বেশিরভাগ জনই সাহায্য়ের হাত বাড়িয়েছেন ।

aa
গাড়ি ড্রাইভার
author img

By

Published : Jun 11, 2020, 9:29 PM IST

ঝাড়গ্রাম, 11 জুন : লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল বাস পরিষেবা । কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছিল বেসরকারি বাসের কর্মচারীদের । সংসার চালানোর তাগিদে বহু বাস চালকই পণ্যবাহী গাড়ি চালাচ্ছেন । কেউ রাজমিস্ত্রি কেউ বা কাঠের মিস্ত্রির কাজ করছেন । চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে ঝাড়গ্রাম জেলার বাস কর্মচারীদের । বাধ্য হয়েই আজ আর্থিক সাহায্যের আবেদন নিয়ে পথে নামলেন বেসরকারি বাস চালকরা । ঝাড়গ্রাম-বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের জামদা এলাকায় পথচলতি গাড়িগুলির থেকে 10-20 টাকা করে সাহায্যের আবেদন জানান তাঁরা।

বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি-বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে। কিন্তু কম সংখ্যক যাত্রী থাকায় বাসের খরচ উঠছে না । সেই কারণে ঝাড়গ্রামে বর্তমান পরিস্থিতিতে দু'একটি বাস ছাড়া প্রায় সমস্ত বেসরকারি বাস বন্ধ রয়েছে । ফলে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে বেসরকারি বাসের কর্মচারীদের । সংসার চালানোর তাগিদে বহু বাসের চালক পণ্যবাহী গাড়ি চালাচ্ছেন । অনেক হেল্পারই রাজমিস্ত্রি আবার কেউ বা কাঠের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন । জেলা সম্মেলন করার জন্য আর্থিক সংকট মেটানোর তাগিদে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিকবৃন্দ একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করেছে । আজ পথচলতি গাড়িগুলির কাছে 10-20 টাকা করে সাহায্য প্রার্থনা করেন বাস চালকরা । পথ চলতি গাড়ির চালকদেরও তাঁদের হাতে টাকা তুলে সাহায্য করতে দেখা গেছে ।

ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিকবৃন্দের তরফে গতকাল ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে 50% মজুরি চেয়ে এবং 100 দিনের আওতায় কাজ দেওয়ার আর্জি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় । সুশান্ত সৎপতি নামে এক বেসরকারি বাস কর্মচারী জানান, "50% দেড় মাসের বেতন এবং বাস যদি বন্ধ থাকে তাহলে 100 দিনের কাজ দেওয়ায় দাবিতে জেলাশাসককে ডেপুটেশনে দেওয়া হয়েছে গতকাল । আমাদের প্রায় দুই মাস হয়ে গেল কাজ নেই । অনেকের সংসার চলছে না । কেউ রাজমিস্ত্রির, কেউ আবার কাঠের কাজ করছেন, কেউ আবার বাড়িতেই বসে রয়েছেন । এই সকল বাসের কর্মচারীদের সাহায্য করতে এবং জেলা সম্মেলন করার জন্য পথ চলতি গাড়ির কাছ থেকে সাহায্য চাইছি । সকলেই খুশি মনে 10-20 টাকা সাহায্য করছেন ।"

স্বরূপানন্দ রানা নামের এক বাস কর্মচারী বলেন , "আমাদের জেলা সম্মেলন রয়েছে । এই জেলা সম্মেলনে প্রচুর টাকা খরচ হবে । আমাদের কারও কাজ নেই । টাকার জন্য আজ আমরা পথ চলতি গাড়ি চালকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি । সকলেই আমাদের পাশে দাঁড়িয়েছেন । স্বেচ্ছায় আমাদের হাতে সাহায্য তুলে দিচ্ছেন । হলদিয়া-খাতড়া রুটের গীতাঞ্জলি নামের দূরপাল্লার বেসরকারি বাস বন্ধ । সংসার চালানোর তাগিদে বর্তমানে বালি গাড়ি চালাচ্ছেন সেই বাসের চালক বাপি বেরা । বলেন ,"বাস বন্ধ রয়েছে কাজ নেই । বাধ্য হয়েই লরি চালাতে হচ্ছে সংসারের চালানোর জন্য ।" বাসের এক হেল্পার বিশু মাঝি বর্তমানে কাঠমিস্ত্রির হেল্পারির করে দিন যাপন করছেন । বিশু বলেন, "বাস চলেছে না । তাই সংসার চালানোর তাগিদে অন্য কাজ করতে বাধ্য হচ্ছি । তাও রোজ কাজ জুটছে না ।"

পথ চলতি গাড়ি থেকে আর্থিক সাহায্যের আবেদন

ঝাড়গ্রাম, 11 জুন : লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল বাস পরিষেবা । কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছিল বেসরকারি বাসের কর্মচারীদের । সংসার চালানোর তাগিদে বহু বাস চালকই পণ্যবাহী গাড়ি চালাচ্ছেন । কেউ রাজমিস্ত্রি কেউ বা কাঠের মিস্ত্রির কাজ করছেন । চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে ঝাড়গ্রাম জেলার বাস কর্মচারীদের । বাধ্য হয়েই আজ আর্থিক সাহায্যের আবেদন নিয়ে পথে নামলেন বেসরকারি বাস চালকরা । ঝাড়গ্রাম-বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের জামদা এলাকায় পথচলতি গাড়িগুলির থেকে 10-20 টাকা করে সাহায্যের আবেদন জানান তাঁরা।

বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি-বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে। কিন্তু কম সংখ্যক যাত্রী থাকায় বাসের খরচ উঠছে না । সেই কারণে ঝাড়গ্রামে বর্তমান পরিস্থিতিতে দু'একটি বাস ছাড়া প্রায় সমস্ত বেসরকারি বাস বন্ধ রয়েছে । ফলে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে বেসরকারি বাসের কর্মচারীদের । সংসার চালানোর তাগিদে বহু বাসের চালক পণ্যবাহী গাড়ি চালাচ্ছেন । অনেক হেল্পারই রাজমিস্ত্রি আবার কেউ বা কাঠের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন । জেলা সম্মেলন করার জন্য আর্থিক সংকট মেটানোর তাগিদে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিকবৃন্দ একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করেছে । আজ পথচলতি গাড়িগুলির কাছে 10-20 টাকা করে সাহায্য প্রার্থনা করেন বাস চালকরা । পথ চলতি গাড়ির চালকদেরও তাঁদের হাতে টাকা তুলে সাহায্য করতে দেখা গেছে ।

ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন শ্রমিকবৃন্দের তরফে গতকাল ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে 50% মজুরি চেয়ে এবং 100 দিনের আওতায় কাজ দেওয়ার আর্জি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় । সুশান্ত সৎপতি নামে এক বেসরকারি বাস কর্মচারী জানান, "50% দেড় মাসের বেতন এবং বাস যদি বন্ধ থাকে তাহলে 100 দিনের কাজ দেওয়ায় দাবিতে জেলাশাসককে ডেপুটেশনে দেওয়া হয়েছে গতকাল । আমাদের প্রায় দুই মাস হয়ে গেল কাজ নেই । অনেকের সংসার চলছে না । কেউ রাজমিস্ত্রির, কেউ আবার কাঠের কাজ করছেন, কেউ আবার বাড়িতেই বসে রয়েছেন । এই সকল বাসের কর্মচারীদের সাহায্য করতে এবং জেলা সম্মেলন করার জন্য পথ চলতি গাড়ির কাছ থেকে সাহায্য চাইছি । সকলেই খুশি মনে 10-20 টাকা সাহায্য করছেন ।"

স্বরূপানন্দ রানা নামের এক বাস কর্মচারী বলেন , "আমাদের জেলা সম্মেলন রয়েছে । এই জেলা সম্মেলনে প্রচুর টাকা খরচ হবে । আমাদের কারও কাজ নেই । টাকার জন্য আজ আমরা পথ চলতি গাড়ি চালকের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি । সকলেই আমাদের পাশে দাঁড়িয়েছেন । স্বেচ্ছায় আমাদের হাতে সাহায্য তুলে দিচ্ছেন । হলদিয়া-খাতড়া রুটের গীতাঞ্জলি নামের দূরপাল্লার বেসরকারি বাস বন্ধ । সংসার চালানোর তাগিদে বর্তমানে বালি গাড়ি চালাচ্ছেন সেই বাসের চালক বাপি বেরা । বলেন ,"বাস বন্ধ রয়েছে কাজ নেই । বাধ্য হয়েই লরি চালাতে হচ্ছে সংসারের চালানোর জন্য ।" বাসের এক হেল্পার বিশু মাঝি বর্তমানে কাঠমিস্ত্রির হেল্পারির করে দিন যাপন করছেন । বিশু বলেন, "বাস চলেছে না । তাই সংসার চালানোর তাগিদে অন্য কাজ করতে বাধ্য হচ্ছি । তাও রোজ কাজ জুটছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.