ETV Bharat / state

পঞ্চায়েতের কাজে দলবাজির অভিযোগ প্রধানের বিরুদ্ধে - তৃণমূল পঞ্চায়েত

পঞ্চায়েতের কাজে দলবাজির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । ঘটনাটি চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 1নম্বর গ্রাম পঞ্চায়েতের ।

ছবি
ছবি
author img

By

Published : May 3, 2020, 5:13 PM IST

চন্দ্রকোনা, 3 মে : পঞ্চায়েতের কাজে দলবাজির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । ঘটনাটি চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 1নম্বর গ্রাম পঞ্চায়েতের । পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বেইজের বিরুদ্ধে দলবাজি করার অভিযোগ তুললেন ওই পঞ্চায়েতের BJP-র সদস্যরা ।

চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 1নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছেন BJP-র 2 সদস্য । একজন হলেন রাণু ঘোষ , অপরজন দীপক সিং । তাঁরা অভিযোগ করে বলেন, " এলাকায় পঞ্চায়েতের কোনও কাজ হলে আমাদের কোনও দাবি-দাওয়া মানা হয় না । না জানিয়েই সমস্ত কাজ করা হয় । আমরা বারবার বলেছি যে আমাদের এগুলো জানতে হবে । কিন্তু ওরা জানায় না । উলটে হুমকি আসে । মাঝে মাঝে মারধরও করা হয় । এলাকায় কী কী কাজ হচ্ছে তা জানতে চেয়ে যখন কৃষ্ণা বেইজকে ফোন করা হয় তখন তিনি বলেন কাজ করতে হলে তৃণমূলে যোগ দিতে হবে । না হলে কোনও কাজের জবাব দেওয়া হবে না ।"

এদিকে, তৃণমূলের অঞ্চল সভাপতি সুকুমার চক্রবর্তী বলেন, " BJP পঞ্চায়েত সদস্যদের করা অভিযোগ ভিত্তিহীন । ওঁদের কথামতো কাজের জন্য সুপার নিয়োগ করা হয়েছে । কিন্তু ওঁদের সুপার পছন্দ হয়নি । তাই আবার নতুন করে সুপার নিয়োগ করে কাজ করাতে চাইছে । যেটা সম্ভব নয় এই মুহূর্তে ।"

চন্দ্রকোনা, 3 মে : পঞ্চায়েতের কাজে দলবাজির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । ঘটনাটি চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 1নম্বর গ্রাম পঞ্চায়েতের । পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বেইজের বিরুদ্ধে দলবাজি করার অভিযোগ তুললেন ওই পঞ্চায়েতের BJP-র সদস্যরা ।

চন্দ্রকোনা 1 নং ব্লকের মনোহরপুর 1নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছেন BJP-র 2 সদস্য । একজন হলেন রাণু ঘোষ , অপরজন দীপক সিং । তাঁরা অভিযোগ করে বলেন, " এলাকায় পঞ্চায়েতের কোনও কাজ হলে আমাদের কোনও দাবি-দাওয়া মানা হয় না । না জানিয়েই সমস্ত কাজ করা হয় । আমরা বারবার বলেছি যে আমাদের এগুলো জানতে হবে । কিন্তু ওরা জানায় না । উলটে হুমকি আসে । মাঝে মাঝে মারধরও করা হয় । এলাকায় কী কী কাজ হচ্ছে তা জানতে চেয়ে যখন কৃষ্ণা বেইজকে ফোন করা হয় তখন তিনি বলেন কাজ করতে হলে তৃণমূলে যোগ দিতে হবে । না হলে কোনও কাজের জবাব দেওয়া হবে না ।"

এদিকে, তৃণমূলের অঞ্চল সভাপতি সুকুমার চক্রবর্তী বলেন, " BJP পঞ্চায়েত সদস্যদের করা অভিযোগ ভিত্তিহীন । ওঁদের কথামতো কাজের জন্য সুপার নিয়োগ করা হয়েছে । কিন্তু ওঁদের সুপার পছন্দ হয়নি । তাই আবার নতুন করে সুপার নিয়োগ করে কাজ করাতে চাইছে । যেটা সম্ভব নয় এই মুহূর্তে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.