ETV Bharat / state

ভারতী ঘোষের বিরুদ্ধে যুব মোর্চার নাম করে পোস্টার ঘাটালে - bjp yuva morcha

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে অসন্তোষ। ভারতী বিরোধী পোস্টার দেখা গেল ঘাটালের জলসরা ও সিংডাঙ্গা এলাকায়।

d
author img

By

Published : Mar 29, 2019, 7:04 AM IST

ঘাটাল, ২৯ মার্চ : প্রার্থীকে নিয়ে ফের BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ্যে এল। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে অসন্তোষ। ভারতী বিরোধী পোস্টার দেখা গেল ঘাটালের জলসরা ও সিংডাঙ্গা এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, "ঘাটালের BJP প্রার্থী গোরু চুরি, সোনা চুরি এবং বালি পাচারে অভিযুক্ত। তৃণমূলের দালাল ভারতী ঘোষকে আমরা মানছি না, মানব না। পোস্টারে আরও লেখা হয়েছে,"হয় প্রার্থী বদল চাই, নয়তো ভোট NOTA-য় চাই।" BJP যুব মোর্চার নামেই সবকটি পোস্টার দেওয়া হয়েছে ঘাটালের ওইসব এলাকায়।

bjp
ভারতী বিরোধী পোস্টার দেখা গেল ঘাটালে

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন এই ভারতী ঘোষের বিরুদ্ধেই বিরোধীরা অভিযোগ করত তৃণমূলের হয়ে কাজ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ প্রাক্তন IPS ভারতী ঘোষ মুখ্যমন্ত্রীর কোপে পড়ায় জেলা থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। চাকরি থেকে ইস্তফা দেন ভারতী। তারপর তাঁর নাম জড়ায় সোনা পাচার মামলায়। CID তদন্ত করছে ভারতী ঘোষ ও তাঁর স্বামীর বিরুদ্ধে। তারই মধ্যে BJP-তে যোগ দিয়েই এবার নির্বাচনে টিকিট পান ঘাটাল লোকসভা আসনে।

প্রার্থী ঘোষণার পরই তাঁর লোকসভা আসনে প্রচার শুরু করে দেন ভারতী ঘোষ। দাসপুর, ঘাটাল, ডেবরা সহ বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার ও কর্মিসভাও সারেন। তারই মাঝে ভারতী বিরোধী পোস্টার দেখা যাওয়ায় জল্পনা ঘাটালে। দলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার এবং তা যুব মোর্চার নাম করেই। এই বিষয়ে BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পোস্টারকে নকল এবং চক্রান্ত বলে তৃণমূলের দিকেই আঙুল তুলছেন।

BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রাজু আড়ির বলেন, "তৃণমূলের চক্রান্ত এটা। প্রার্থী নিয়ে দলের কর্মী, সমর্থক এবং নেতৃত্বের কোনও ক্ষোভ বা অসন্তোষ নেই। ঘাটাল লোকসভা কেন্দ্রে ভারতী ঘোষকে দলের প্রার্থী হিসাবে পেয়ে আমরা খুশি। উনি জেলায় প্রশাসনিক পদে থাকাকালীন বন্যার সময় ঘাটালবাসীর জন্য অনেক করেছেন যা তৃণমূল করেনি। ঘাটালবাসী তা ভোলেনি। এসব থেকে ভয় পেয়েই তৃণমূল এখন ঘৃণ্য রাজনীতিতে নেমেছে। ওই পোস্টার দেখলেই তা বোঝা যায়। ভারতীদি ঘাটাল লোকসভা আসনে জিতছেন এই বিষয়ে আমরা আশাবাদী।

অপরদিকে BJP-র এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বলেন, "এই পোস্টার পড়াটা অস্বাভাবিক কিছু না। BJP যাকে প্রার্থী করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। পদে থেকে জেলায় কী কী করতেন, ঘাটাল কেন জেলাবাসীও জানেন সব। আর সোনা চুরি, বালি পাচারকারী মহিলাকে প্রার্থী করলে BJP কেন কেউই মেনে নিতে পারবে না। এতে তৃণমূলের কোনও হাত নেই। শুধু ঘাটাল কেন, ওদের প্রার্থী নিয়ে তো রাজ্যে এবং ভারতের বিভিন্ন রাজ্যেও ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এটাও তার মধ্যে একটা।"

ঘাটাল, ২৯ মার্চ : প্রার্থীকে নিয়ে ফের BJP-র অন্দরে অসন্তোষ প্রকাশ্যে এল। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে অসন্তোষ। ভারতী বিরোধী পোস্টার দেখা গেল ঘাটালের জলসরা ও সিংডাঙ্গা এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, "ঘাটালের BJP প্রার্থী গোরু চুরি, সোনা চুরি এবং বালি পাচারে অভিযুক্ত। তৃণমূলের দালাল ভারতী ঘোষকে আমরা মানছি না, মানব না। পোস্টারে আরও লেখা হয়েছে,"হয় প্রার্থী বদল চাই, নয়তো ভোট NOTA-য় চাই।" BJP যুব মোর্চার নামেই সবকটি পোস্টার দেওয়া হয়েছে ঘাটালের ওইসব এলাকায়।

bjp
ভারতী বিরোধী পোস্টার দেখা গেল ঘাটালে

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন এই ভারতী ঘোষের বিরুদ্ধেই বিরোধীরা অভিযোগ করত তৃণমূলের হয়ে কাজ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ প্রাক্তন IPS ভারতী ঘোষ মুখ্যমন্ত্রীর কোপে পড়ায় জেলা থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। চাকরি থেকে ইস্তফা দেন ভারতী। তারপর তাঁর নাম জড়ায় সোনা পাচার মামলায়। CID তদন্ত করছে ভারতী ঘোষ ও তাঁর স্বামীর বিরুদ্ধে। তারই মধ্যে BJP-তে যোগ দিয়েই এবার নির্বাচনে টিকিট পান ঘাটাল লোকসভা আসনে।

প্রার্থী ঘোষণার পরই তাঁর লোকসভা আসনে প্রচার শুরু করে দেন ভারতী ঘোষ। দাসপুর, ঘাটাল, ডেবরা সহ বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার ও কর্মিসভাও সারেন। তারই মাঝে ভারতী বিরোধী পোস্টার দেখা যাওয়ায় জল্পনা ঘাটালে। দলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার এবং তা যুব মোর্চার নাম করেই। এই বিষয়ে BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পোস্টারকে নকল এবং চক্রান্ত বলে তৃণমূলের দিকেই আঙুল তুলছেন।

BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রাজু আড়ির বলেন, "তৃণমূলের চক্রান্ত এটা। প্রার্থী নিয়ে দলের কর্মী, সমর্থক এবং নেতৃত্বের কোনও ক্ষোভ বা অসন্তোষ নেই। ঘাটাল লোকসভা কেন্দ্রে ভারতী ঘোষকে দলের প্রার্থী হিসাবে পেয়ে আমরা খুশি। উনি জেলায় প্রশাসনিক পদে থাকাকালীন বন্যার সময় ঘাটালবাসীর জন্য অনেক করেছেন যা তৃণমূল করেনি। ঘাটালবাসী তা ভোলেনি। এসব থেকে ভয় পেয়েই তৃণমূল এখন ঘৃণ্য রাজনীতিতে নেমেছে। ওই পোস্টার দেখলেই তা বোঝা যায়। ভারতীদি ঘাটাল লোকসভা আসনে জিতছেন এই বিষয়ে আমরা আশাবাদী।

অপরদিকে BJP-র এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বলেন, "এই পোস্টার পড়াটা অস্বাভাবিক কিছু না। BJP যাকে প্রার্থী করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। পদে থেকে জেলায় কী কী করতেন, ঘাটাল কেন জেলাবাসীও জানেন সব। আর সোনা চুরি, বালি পাচারকারী মহিলাকে প্রার্থী করলে BJP কেন কেউই মেনে নিতে পারবে না। এতে তৃণমূলের কোনও হাত নেই। শুধু ঘাটাল কেন, ওদের প্রার্থী নিয়ে তো রাজ্যে এবং ভারতের বিভিন্ন রাজ্যেও ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এটাও তার মধ্যে একটা।"

RESTRICTION SUMMARY:  AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Caracas – 27 March 2019
1. Smoke from nearby electric substation that is on fire as seen through the trees on a hill
2. An ambulance and firetruck parked on a street near the burning substation
3. The door of the firetruck with lettering that reads (Spanish) "Firefighters of the capital District, Government of the Capital District"
4. Smoke from the electric substation through the trees on a hill
5. Various of the substation with men seen working on it
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Caracas – 28 March 2019
6. Various of Winston Cabas, President of AVIEM, the Venezuelan Association of Mechanic and Electric Engineering, speaking at a public event to describe why the power
7.  SOUNDBITE (Spanish) Winston Cabas, President of AVIEM, the Venezuelan Association of Mechanic and Electric Engineering:
"How have the breakdowns occurred? Due to fires in the transmission substations. The undergrowth has grown a lot, there is a spark that causes a fire, the lines are overheated thermally, the protections in the hydroelectric plant are triggered. Those turbines are taken out of service, the other transmission line gets overheated and all the hydroelectric generation goes out of service."
VTV GOVERNMENT TV - AP CLIENTS ONLY
Bolivar Province - 26 March 2019
++4:3++
8. Image of a firefighter putting out a blaze at the Guri hydroelectric plant
9. Various still photos of the damage caused by the fire at the Guri hydroelectical plant
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Caracas - 28 March 2019
10. SOUNDBITE (Spanish) Winston Cabas,  President of AVIEM, the Venezuelan Association of Mechanic and Electric Engineering:
"They are not the main reason, the sanctions. They aggravate the crisis. If PDVSA (Petroleos de Venezuela S.A.) was working perfectly and this government was not doing the things it's doing there would be no sanctions and PDVSA's fuel production wouldn't be in danger. They have not produced (oil) for a long time. Before the sanctions, for two years. Why has the oil production in the country been declining? Because of the sanctions? No. We produced almost four million barrels of oil per day 8-10 years ago. Today we are producing between eight hundred thousand and one million and the sanctions were made eight months ago."
VALIDATED UGC - AP CLIENTS ONLY
++USER GENERATED CONTENT: This video has been authenticated by AP based on the following validation checks:           
++VIDEO checked against known locations and events by regional experts                 
++VIDEO is consistent with independent AP reporting               
++VIDEO cleared for use by all AP clients by content creator Francisco Triana
++Archive: Caracas – March 11, 2019
++NIGHT SHOTS++
++MOBILE PHONE FOOTAGE++
11. Mobile phone footage of fire from explosion at an electric substation from state-owned electric industry CORPOELEC which affected most of southeastern Caracas that now remains without electric service
VALIDATED UGC - AP CLIENTS ONLY
++USER GENERATED CONTENT: This video has been authenticated by AP based on the following validation checks:           
++VIDEO checked against known locations and events by regional experts                 
++VIDEO is consistent with independent AP reporting               
++VIDEO cleared for use by all AP clients by content creator @Consequat2177
++Archive: Caracas – March 11, 2019
++NIGHT SHOTS++
12. Sky being lit up from explosion, two columns of smoke can be seen in horizon
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
++Archive: Caracas – 11 March 2019
13. Top shot of electric substation
14. Various of the aftermath of the burnt substation
15. Top shot of Venezuelan National Guard guarding electric station, others gathering around to watch
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
++Archive: Caracas - 14 March 2019
16. Time lapse of Caracas slum view from afternoon until nightfall
STORYLINE:
Power outages in Venezuela appear to be a daily occurrence forcing people to follow now-familiar routines: scour neighborhoods for food in the few shops that were open or seek out the few spots where they could find a signal on their mobile phones and get in touch with family and friends.
The collapse of the power grid was yet another setback for a country whose oil reserves made it one of Latin America's wealthiest decades ago.
Various video images confirm the partial destruction of the Simon Bolivar Hydroelectric plant, also known as the Guri dam, due to fire at the facility, which provides most of the country's electricity.
There have also been numerous fires and explosions at various substations throughout the capital.
"How have the breakdowns occurred? Due to fires in the transmission substations," explained Winston Cabas,  President of AVIEM, the Venezuelan Association of Mechanic and Electric Engineering.  
"The undergrowth has grown a lot, there is a spark that causes a fire, the lines are overheated thermally, the protections in the hydroelectric plant are triggered. Those turbines are taken out of service, the other transmission line gets overheated and all the hydroelectric generation goes out of service."
Venezuela's power grid first crashed on March 7, throwing almost all of the oil-rich nation's 30 million residents into chaos.
The new outages paralyzed the nation again just as it was recovering from the first crash.
President Maduro is blaming the blackouts on a U.S.-led cyberattack targeting the Guri Dam, the main engine of Venezuela's power grid.
Experts on the Venezuelan electrical grid said images of the blaze shared by the government as well as information from engineers on the ground indicate the fire began inside one of three critical transformers near the Guri dam because equipment that facilitates an electrical current's passage was not regularly maintained.
"If PDVSA (Petroleos de Venezuela S.A.) was working perfectly and this government was not doing the things it's doing there would be no sanctions and PDVSA's fuel production wouldn't be in danger," said Cabas.
The new outage appeared to have affected the majority of the 23 states in Venezuela, whose steep economic decline contributed to the flight of more than 3 million people, or one-tenth of the population, to other countries as the crisis escalated.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.