ETV Bharat / state

হাতজোড় করে মানুষজনকে বাড়িতে ঢোকার আবেদন জানাচ্ছে পুলিশ

লাঠিচার্জ বা কড়া পদক্ষেপ নয় । এবার অন্য ভূমিকায় পুলিশ । পশ্চিম মেদিনীপুরে হাতজোড় করে মানুষজনকে বাড়িতে থাকার আবেদন জানাচ্ছে পুলিশকর্মীরা ।

author img

By

Published : Mar 28, 2020, 4:44 PM IST

police
গান্ধীগিরি পুলিশের

মেদিনীপুর, 28 মার্চ : লকডাউন চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষজনকে ঘরমুখী করতে নানাভাবে পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন । মাইকিং থেকে শুরু করে লাঠিচার্জ বাদ যায়নি কিছুই । ইতিমধ্যেই অনেককে আটক করা হয়েছে । গ্রেপ্তার হয়েছে অনেকে । এরই মাঝে সমাজের একাংশে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের প্রশংসার পাশাপাশি কেউ কেউ অভিযোগ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও অতিরিক্ত কঠোর হচ্ছে পুলিশ । কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ছবিটা একটু অন্যরকম । এখানে পুলিশ কর্মীরা মানুষজনকে হাতজোড় করছেন । বলছেন, রাস্তায় না বেরিয়ে তাঁরা যেন ঘরে যান । ঘরের মধ্যে থাকেন ।

ক্রমশ বাড়ছে কোরোনার সংক্রমণ । গত 18 মার্চ আক্রান্তের সংখ্যা যেখানে 117 জন ছিল সেখানে 28 মার্চ দাঁড়িয়েছে 873 জন l প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, ভিড় এড়িয়ে যেতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে । পথে নেমেছে পুলিশ । কিন্তু তবুও কোথাও যেন অসচেতন মানুষজন । এখনও অযথা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা ।

পশ্চিম মেদিনীপুরের ছবিটাও একইরকম । গত কয়েকদিন ধরে এলাকায় এলাকায় আড্ডা মারতে দেখা যাচ্ছে যুবকদের । প্রথমে বোঝানো হয়। পরিস্থিতি বেসামাল হওয়ায় লাঠিচার্জও করা হয় । ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । কেউ কেউ এই পুলিশি পদক্ষেপের নিন্দাও করেছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসে । মুখ্যমন্ত্রীর কাছেও খবর পৌঁছেছে বলে, স্থানীয় প্রশাসন সূত্রে খবর । এবার সাধারণ মানুষদের ঘরমুখী করতে কোথাও যেন একটু অন্যভাবে চেষ্টা করছে পুলিশ প্রশাসন ।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মানুষজনকে হাতজোড় করে আবেদন করেন, তাঁরা যেন বাড়ি থেকে না বেরোন । তবে এতকিছুর মাঝেও কোথাও যেন প্রশ্ন থেকে যাচ্ছে মানুষজনের সচেতনতা নিয়ে ।

মেদিনীপুর, 28 মার্চ : লকডাউন চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষজনকে ঘরমুখী করতে নানাভাবে পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন । মাইকিং থেকে শুরু করে লাঠিচার্জ বাদ যায়নি কিছুই । ইতিমধ্যেই অনেককে আটক করা হয়েছে । গ্রেপ্তার হয়েছে অনেকে । এরই মাঝে সমাজের একাংশে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের প্রশংসার পাশাপাশি কেউ কেউ অভিযোগ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও কোথাও অতিরিক্ত কঠোর হচ্ছে পুলিশ । কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ছবিটা একটু অন্যরকম । এখানে পুলিশ কর্মীরা মানুষজনকে হাতজোড় করছেন । বলছেন, রাস্তায় না বেরিয়ে তাঁরা যেন ঘরে যান । ঘরের মধ্যে থাকেন ।

ক্রমশ বাড়ছে কোরোনার সংক্রমণ । গত 18 মার্চ আক্রান্তের সংখ্যা যেখানে 117 জন ছিল সেখানে 28 মার্চ দাঁড়িয়েছে 873 জন l প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, ভিড় এড়িয়ে যেতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে । পথে নেমেছে পুলিশ । কিন্তু তবুও কোথাও যেন অসচেতন মানুষজন । এখনও অযথা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা ।

পশ্চিম মেদিনীপুরের ছবিটাও একইরকম । গত কয়েকদিন ধরে এলাকায় এলাকায় আড্ডা মারতে দেখা যাচ্ছে যুবকদের । প্রথমে বোঝানো হয়। পরিস্থিতি বেসামাল হওয়ায় লাঠিচার্জও করা হয় । ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । কেউ কেউ এই পুলিশি পদক্ষেপের নিন্দাও করেছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসে । মুখ্যমন্ত্রীর কাছেও খবর পৌঁছেছে বলে, স্থানীয় প্রশাসন সূত্রে খবর । এবার সাধারণ মানুষদের ঘরমুখী করতে কোথাও যেন একটু অন্যভাবে চেষ্টা করছে পুলিশ প্রশাসন ।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মানুষজনকে হাতজোড় করে আবেদন করেন, তাঁরা যেন বাড়ি থেকে না বেরোন । তবে এতকিছুর মাঝেও কোথাও যেন প্রশ্ন থেকে যাচ্ছে মানুষজনের সচেতনতা নিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.