কেশপুর , 24 এপ্রিল : কয়েক দিনে বাজেয়াপ্ত হওয়া কৌটো বোমা নিষ্ক্রিয় করা হল কেশপুরে ৷ আজ সকালে কেশপুর থানার পক্ষ থেকে কয়েকটি কৌটো বোমা চরকা গ্রামের জঙ্গলে নিষ্ক্রিয় করা হয় l হুগলির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থানে ছিলেন বম্ব স্কোয়াড ও দমকলের আধিকারিকরা ৷ তবে এটি রুটিন প্রক্রিয়া বলে দাবি জেলার পুলিশ কর্তাদের l
কোরোনার সংক্রমণের ভয়ে প্রায় সকলেই গৃহবন্দী ৷ জরুরি কাজ ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না ৷ এর মাঝেও আজ বোমা নিষ্ক্রিয় করা হয় কেশপুরে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা এলাকার চড়কা ,পঞ্চমী , দোগাছিয়া সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল বিভিন্ন ধরনের কৌটাবোমা সহ গাছ বোমা l এতদিন ধরে সেই বোমাগুলি পড়ে থাকায় এবার সেগুলি নিষ্ক্রিয় করল কেশপুর থানা ৷ আজ চড়কার জঙ্গলে এই বোমা নিষ্ক্রিয় করার কাজ করে পুলিশ ৷ বোমা নিষ্ক্রিয় করার সময় সেখানে ছিল বম্ব স্কোয়াড ও দমকল ৷
উল্লেখ্য , এর আগে হুগলিতে বোমা নিষ্ক্রিয় করার সময় যে বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে সেদিকে নজর রাখা হয়েছিল ।