ঘাটাল, 11 জানুয়ারি : এমএ পাস চোর (MA Pass Thief) ! মাসকয়েক আগে পুলিশের হাতে ধরা পড়ার পর চুরিতে অভিযুক্তকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল ৷ সেই সৌমাল্য চৌধুরী আবারও গ্রেফতার হলেন চুরির অভিযোগে (Ghatal Police Arrest an MA Pass Thief) ৷ এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ৷
সেখানকার 16 নম্বর ওয়ার্ডের কোন্নগরে মহাশ্বেতা দে নামে বিদ্যুৎ দফতরের এক কর্মী বাড়ি ভাড়া নিয়েছিলেন ৷ সম্প্রতি অফিস থেকে ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা ৷ খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার গয়না ৷
তিনি ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্ত শুরু করে ৷ ঘটনাস্থলে যান ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরীও ৷ পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হদিশ মেলে অভিযুক্তের ৷ তারপর পূর্ব মেদিনীপুরের মেচগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷
পুলিশের দাবি, জেরায় জানা যায় যে ধৃতের নাম সৌমাল্য চৌধুরী ৷ তারপর জেরা যত এগিয়েছে, ততই সামনে এসেছে সৌমাল্যের বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো অভিযোগের খতিয়ান ৷ মাস কয়েক আগেই পাঁশকুড়া থেকে একবার পুলিশের জালে ধরা পড়েছিলেন সৌমাল্য ৷ তখন তাঁর বিরুদ্ধে হাওড়ার আন্দুলের একটি ফ্ল্যাট থেকে 10 লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠেছিল ৷
সেই সময় জানা গিয়েছিল সৌমাল্য অভাবে নয়, স্বভাবে চুরি করেন ৷ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেছেন ৷ খড়গপুরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের একজন অস্থায়ী কর্মী হিসেবে কাজও করেছেন । পরিবারের আর্থিক অবস্থা মন্দ নয় সৌমাল্যর ৷ তাঁর বাবা পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত কর্মী । আসানসোলে বাড়ি ৷ কিন্তু রেলের কাজ ভাল না লাগায়, তিনি চুরিতে হাত পাকান বলে অভিযোগ ৷
পুলিশের দাবি, জেরায় সৌমাল্য জানিয়েছেন যে তিনি এখনও পর্যন্ত 170টি চুরির ঘটনার সঙ্গে যুক্ত থেকেছেন ৷ কিন্তু সেই ঘটনাগুলিতে কী আরও কেউ যুক্ত ? চুরির সামগ্রী কোথায় বিক্রি করতেন তিনি ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ সৌমাল্য আপাতত ঘাটাল আদালতের নির্দেশে পাঁচদিনের পুলিশি হেফাজতে রয়েছে ৷ সেখানেই তাঁকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন : অভ্যেস বেশি বয়সের যৌন কর্মীর সান্নিধ্য! এতেই গ্রেপ্তার কুখ্যাত চোর
আগেরবার পুলিশের জালে ধরা পড়ার পর ব্যাপক হইচই পড়েছিল ৷ তারপর তিনি জামিনে ছাড়া পান ৷ ছাড়া পেয়েই দ্বিতীয়বার চুরি করলেন সৌমাল্য ৷ এখন প্রশ্ন, আগামিদিনে জামিন পেলে কি তিনি আবারও একই কাজ করবেন !