নারায়ণগড়, 16ফেব্রুয়ারি : তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে BJP যুব মহিলা মোর্চার নারায়ণগড় থানা অভিযানে ধুন্ধুমার । অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আহত BJP-র 30-35 জন মহিলা কর্মী । শান্তিপূর্ণ আন্দোলনে বিনা প্ররোচনায় পুলিশ মারধর করেছে বলে অভিযোগ ।
শনিবার নারায়ণগড় থানা ঘেরাও অভিযানে নামে BJP-র মহিলা মোর্চা । এই অভিযানে অংশ নিয়েছিল হাজার দুয়েক মহিলা নেতৃত্ব ও কর্মী । রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস ও তৃণমূলের নৈরাজ্যের প্রতিবাদে এই মহিলা মোর্চার থানা ঘেরাও অভিযান । দোষী তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় নারায়ণগড় থানার অভিযানের ডাক দেয় BJP-র মহিলা মোর্চা । এই দিনের এই মহিলা মোর্চার আন্দোলন ঘিরে ঘটে গেল ধুন্ধুমার । মহিলা মোর্চার মিছিল যখন নারায়ণগড় থানার সামনে আসে, আগে থেকে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল । সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের । পুলিশের লাঠিচার্জে মহিলা কর্মীরা আহত হন বলে অভিযোগ । আহতের সংখ্যা দাঁড়িয়েছে 35 জন । আহতদের বেলদা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ।
নারায়ণগড়ের BJP মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা উমা বিশ্বাস বলেন, "আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল । মূলত এই আন্দোলন ছিল তৃণমূলের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এই আন্দোলন । কিন্তু হঠাৎ কিছু পুলিশ ভেতর থেকে ঢুকে গিয়ে আমাদের উপর লাঠিচার্জ শুরু করে । এই লাঠিচার্জের ঘটনায় আমাদের দুজন সেন্সলেস হয়ে যায়, 30 থেকে 35 জন আহত হয়েছে । আমরা আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও বেলদা হাসপাতালে নিয়ে এসেছি । আমরা এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামব ।"