ETV Bharat / state

কমিশনের নির্দেশে উপনির্বাচনের প্রচারে বন্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার

খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে পারবে না ৷ ব্যবহার করতে হবে কাগজ ও কাপড়ের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ৷

Khargpur
author img

By

Published : Oct 26, 2019, 8:25 PM IST

Updated : Oct 26, 2019, 10:14 PM IST

খড়্গপুর, 26 অক্টোবর : আসন্ন খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ৷ ব্যবহার করতে হবে কাগজ ও কাপড়ের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ৷ সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রেশমি কোমল ৷ সেই সঙ্গে আজ খড়গপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করন তিনি ৷

গত বুধবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়৷ এর মধ্যে রয়েছে খড়গপুর সদর ৷ খড়গপুর সদর আসনের বিধায়ক ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়ে তিনি সাংসদ হয়েছেন ৷ তাই ওই কেন্দ্রে এবার উপনির্বাচন হবে৷

আজ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ৷ তারপর
উপনির্বাচনের নির্ঘণ্ট সরকারিভাবে ঘোষণা করেন তিনি ৷ বলেন, " এবারের উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলই প্লাস্টিকের ফ্লেক্স, ফেস্টুন ,ব্যানার ব্যবহার করতে পারবে না ৷ বিকল্প হিসেবে কাগজ অথবা কাপড়ের ফ্লেক্স ,ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা যাবে৷ জাতীয় নির্বাচন কমিশন প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিশেষ নজর দিচ্ছে ৷ দিল্লি থেকেই এই নির্দেশ এসেছে ৷ "

রাজ্যের বাকি দুই কেন্দ্রের সঙ্গে খড়গপুর সদর আসনটিতে উপনির্বাচন আগামী 25 নভেম্বর এবং গণনা 28 নভেম্বর৷ গণনা হবে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ খড়গপুর সদর আসনে মোট ভোটার 2 লাখ 25 হাজার 263 জন ৷ এর মধ্যে মহিলা ভোটার 1 লাখ 11 হাজার 197 জন , পুরুষ ভোটার 1 লাখ 14 হাজার 59 জন এবং থার্ড জেন্ডার ভোটার 7 জন ৷ এই আসনে সেক্টর 16 টি ও পোলিং বুথ 270 টি ৷

নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি ৷

খড়্গপুর, 26 অক্টোবর : আসন্ন খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ৷ ব্যবহার করতে হবে কাগজ ও কাপড়ের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ৷ সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রেশমি কোমল ৷ সেই সঙ্গে আজ খড়গপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করন তিনি ৷

গত বুধবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়৷ এর মধ্যে রয়েছে খড়গপুর সদর ৷ খড়গপুর সদর আসনের বিধায়ক ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়ে তিনি সাংসদ হয়েছেন ৷ তাই ওই কেন্দ্রে এবার উপনির্বাচন হবে৷

আজ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ৷ তারপর
উপনির্বাচনের নির্ঘণ্ট সরকারিভাবে ঘোষণা করেন তিনি ৷ বলেন, " এবারের উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলই প্লাস্টিকের ফ্লেক্স, ফেস্টুন ,ব্যানার ব্যবহার করতে পারবে না ৷ বিকল্প হিসেবে কাগজ অথবা কাপড়ের ফ্লেক্স ,ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা যাবে৷ জাতীয় নির্বাচন কমিশন প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিশেষ নজর দিচ্ছে ৷ দিল্লি থেকেই এই নির্দেশ এসেছে ৷ "

রাজ্যের বাকি দুই কেন্দ্রের সঙ্গে খড়গপুর সদর আসনটিতে উপনির্বাচন আগামী 25 নভেম্বর এবং গণনা 28 নভেম্বর৷ গণনা হবে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ খড়গপুর সদর আসনে মোট ভোটার 2 লাখ 25 হাজার 263 জন ৷ এর মধ্যে মহিলা ভোটার 1 লাখ 11 হাজার 197 জন , পুরুষ ভোটার 1 লাখ 14 হাজার 59 জন এবং থার্ড জেন্ডার ভোটার 7 জন ৷ এই আসনে সেক্টর 16 টি ও পোলিং বুথ 270 টি ৷

নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি ৷

Intro:এবারের খড়গপুর উপনির্বাচনে কোন ও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ,তাদেরকে কাগজের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করতে হবে, যেগুলো নষ্ট হয়ে যাবে ,এই ধরনের সতর্কবার্তা দিয়ে সাংবাদিক বৈঠক করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলাশাসক ডঃরেশমি কোমল, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার l


Body:এবারের খড়গপুর উপনির্বাচনে কোন ও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ,তাদেরকে কাগজের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করতে হবে, যেগুলো নষ্ট হয়ে যাবে ,এই ধরনের সতর্কবার্তা দিয়ে সাংবাদিক বৈঠক করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলাশাসক ডঃরেশমি কোমল, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার l

গত বুধবার সারা রাজ্যে জারি হয়েছে উপনির্বাচনের দিনক্ষণ ,সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন মারফত l পশ্চিম মেদিনীপুর জেলার উপনির্বাচন হবে 224 খড়্গপুর সদরের l কেননা এই খড়গপুর সদরের বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হওয়ায় সেই পদ তাকে ছাড়তে হয়েছে l তাই খড়গপুর বিধানসভার উপনির্বাচন হবে l সেই উপ নির্বাচনের দিনক্ষণ সরকারিভাবে সংবাদমাধ্যমের কাছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নির্বাচনী নিয়ম-কানুন জারি করলেন নির্বাচন আধিকারিক তথা জেলার জেলাশাসক রেশমি কোমল l এবারের উপনির্বাচনে কোনো রাজনৈতিক দলই প্লাস্টিক সহকারে কোন রকম ফ্লেক্স, ফেস্টুন ,ব্যানার এসব ব্যবহার করতে পারবে না l তাদেরকে ফ্লেক্স ,ব্যানার ও ফেস্টুন কাগজ অথবা কাপড়ের ব্যবহার করতে হবে, যাতে সহজে এগুলো নষ্ট হয় l এরকমই নির্দেশাবলি দিয়ে জারি হল নির্বাচনের দিনক্ষণ l উপনির্বাচন হবে মূলত আগামী 25 শে নভেম্বর এবং এর গণনা হবে 28 শে নভেম্বর খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে l উল্লেখ করা যায় খড়গপুর সদরের এবারে মোট ভোটার রয়েছে দু লক্ষ 25 হাজার 263 জন ,তার মধ্যে মহিলা ভোটার রয়েছে 111197 জন ,পুরুষ ভোটার রয়েছে 114059 জন ,থার্ড জেন্ডার রয়েছে 7 জন l এই খড়গপুর বিধানসভার ক্ষেত্রে সেক্টর রাখা হয়েছে 16 টি, টোটাল পোলিং স্টেশন রয়েছে 270 টি, মূলত দুটি পুলিশ স্টেশন রয়েছে খড়গপুর টাউন ও খড়গপুর লোকাল l জেন্ডার রেটিও 1026 l

রাজনীতি মহলের বক্তব্য যেহেতু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৎকালীন সময়ে তৃণমূলের দখলে থাকা জেলার সমস্ত বিধানসভার মধ্যে একমাত্র খড়গপুর বিধানসভার টি নিজের ক্যাপচার করেছিলেন সেহেতু এবারেও বিজেপির দিকে বেশি ঝুঁকে রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা l যদিও এদিন দিনক্ষণ ঘোষণা হওয়ার ফলে পশ্চিম মেদিনীপুরের পুরো জেলা জুড়ে জারি হয়ে গেল নির্বাচনী সর্তকতা l যার ফলে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কোনভাবে সরকারি প্রোগ্রামে এবং রাজনৈতিক কাজকর্মে সরাসরি লিপ্ত হতে পারবেন না l তাছাড়াও জারি হয়েছে বিভিন্ন ধরনের নির্বাচনী নিয়ম কানুন l এদিন নির্বাচনী ইশতেহার প্রকাশের আগে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন জেলার নির্বাচনী আধিকারিক ডঃ রেশমি কোমল l


Conclusion:এবারের খড়গপুর উপনির্বাচনে কোন ও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ,তাদেরকে কাগজের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করতে হবে, যেগুলো নষ্ট হয়ে যাবে ,এই ধরনের সতর্কবার্তা দিয়ে সাংবাদিক বৈঠক করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলাশাসক ডঃরেশমি কোমল, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার l
Last Updated : Oct 26, 2019, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.