ETV Bharat / state

KK Poster in Daspur Mela: মেলা মাতাচ্ছে কেকে'র 70 ফুটের পোস্টার

author img

By

Published : Feb 6, 2023, 8:42 PM IST

70 লিটার রং দিয়ে আঁকা হল প্রয়াত সংগীত শিল্পী কেকে'র (KK Poster in Daspur Mela) 70 ফুটের পোস্টার ৷ যা নজর কাড়ছে দাসপুরের মেলায় ৷

KK Poster
সঙ্গীত শিল্পী কেকে
কেকে'র 70 ফুটের পোস্টার

দাসপুর, 6 ফেব্রুয়ারি: কেটে গিয়েছে আট মাস ৷ আগের বছর মে মাসে কলকাতায় এক অনুষ্ঠান শেষে হার্ট-অ্যাটাকে মারা যান বিশিষ্ট সংগীত শিল্পী কেকে ৷ সকলকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছেন চিরঘুমের দেশে ৷ তবে এখনও কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নথ'কে মনে রেখেছে বাংলা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মেলায় এই বিশিষ্ট সংগীত শিল্পীকে সম্মান জানিয়ে তৈরি করা হল পোস্টার ৷ যার দৈর্ঘ্য প্রায় সাত তলা বাড়ির সমান ৷

এটি সবচেয়ে বৃহৎ সংগীত শিল্পীর পোস্টার বলে দাবি মেলা কর্তৃপক্ষের । 70 লিটার রং দিয়ে আঁকা হয়েছে 70 ফুট দৈর্ঘ্যের কেকের এই পোস্টার ৷ যা নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুরবাসীর । কুড়ি দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে রঙ তুলিতে এই পোস্টার তৈরি করেছেন শিল্পী বিমান আদক ও তাঁর ছাত্রছাত্রীরা । এই পোস্টার দেখে খুশি কেকে'র ভক্ত থেকে মেলা প্রেমীরা । যা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন নাড়াজোল মেলায় (People gathering to see KK Poster in Daspur Mela ) ।

গত বছর 31 মে কলকাতায় একটি অনুষ্ঠানের পর হোটেল রুমে গিয়ে হার্ট-অ্যাটাক হয় কেকে'র ৷ হাসপাতালে নিয়ে গেলে এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে মৃত ঘোষণা করা হয় । ভারতীয় সংগীত শিল্পী হিসেবে কেকে-র নাম জগৎ বিখ্যাত । তিনি তেলগু, তামিল, কন্নড়, বাংলা, হিন্দি, ওড়িশা-সহ বিভিন্ন ভাষায় ছবিতে গানে গেয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন । কিন্তু এই শিল্পীর অকাল প্রয়াণে তাঁর অনুরাগীরা ব্যাথিত ৷ একের পর এক পোস্টে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছিলেন ভক্তরা । ভারাকান্ত মন নিয়ে বিশিষ্ট এই সংগীত শিল্পীকে বিদায় জানিয়েছিলেন ভক্তকূল, অনুরাগী, আত্মীয় স্বজন ও পরিবার পরিজনেরা ।

তারপর দীর্ঘদিন কেটে গেলেও সেই শিল্পীকে ভুলতে পারেনি এখনও পশ্চিম মেদিনীপুর । তাই দাসপুর নাড়াজোলের বছর 30-এর চিত্রশিল্পী বিমান আদক এক নিখুঁত প্রচেষ্টায় তুলে ধরেছেন কেকে-র এই বৃহৎ পোস্টার। এই পোস্টার রাখা হয়েছে দাসপুরে অজিত ভুঁইয়া স্মৃতি মেলা 2023-এর প্রাঙ্গণে । মেলা দেখতে হাজির লোকজন শিল্পীকে দেখে মুগ্ধ হচ্ছেন । আর এই প্রচেষ্টায় সফল হতে পেরে খুশি চিত্রশিল্পীও ।

বিমান আদক বলেন, "বহুদিনের প্রচেষ্টা ছিল এবং কেক'র প্রতি কষ্ট ছিল মনে । তাই শিল্পীকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা মাত্র । আমার সঙ্গে আমার এই ছাত্রছাত্রীরা হাত মিলিয়েছে ৷ দীর্ঘ পরিশ্রম প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা আমাদের হারিয়ে যাওয়া সংগীত শিল্পীকে তুলে ধরতে পেরেছি । যা এই মেলায় মানুষজনের কাছে দর্শনের জন্য রাখা হয়েছে ।" এই মেলা চলবে প্রায় 8 দিন। এই পোস্টারটি সংরক্ষণ করার আবেদন করছেন শিল্পী বিমান আদক ।

আরও পড়ুন: ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল... ভক্তদের কাঁদিয়ে তিলোত্তমা ছাড়ল কেকে'র নিথর দেহ

কেকে'র 70 ফুটের পোস্টার

দাসপুর, 6 ফেব্রুয়ারি: কেটে গিয়েছে আট মাস ৷ আগের বছর মে মাসে কলকাতায় এক অনুষ্ঠান শেষে হার্ট-অ্যাটাকে মারা যান বিশিষ্ট সংগীত শিল্পী কেকে ৷ সকলকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছেন চিরঘুমের দেশে ৷ তবে এখনও কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নথ'কে মনে রেখেছে বাংলা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মেলায় এই বিশিষ্ট সংগীত শিল্পীকে সম্মান জানিয়ে তৈরি করা হল পোস্টার ৷ যার দৈর্ঘ্য প্রায় সাত তলা বাড়ির সমান ৷

এটি সবচেয়ে বৃহৎ সংগীত শিল্পীর পোস্টার বলে দাবি মেলা কর্তৃপক্ষের । 70 লিটার রং দিয়ে আঁকা হয়েছে 70 ফুট দৈর্ঘ্যের কেকের এই পোস্টার ৷ যা নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুরবাসীর । কুড়ি দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে রঙ তুলিতে এই পোস্টার তৈরি করেছেন শিল্পী বিমান আদক ও তাঁর ছাত্রছাত্রীরা । এই পোস্টার দেখে খুশি কেকে'র ভক্ত থেকে মেলা প্রেমীরা । যা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন নাড়াজোল মেলায় (People gathering to see KK Poster in Daspur Mela ) ।

গত বছর 31 মে কলকাতায় একটি অনুষ্ঠানের পর হোটেল রুমে গিয়ে হার্ট-অ্যাটাক হয় কেকে'র ৷ হাসপাতালে নিয়ে গেলে এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে মৃত ঘোষণা করা হয় । ভারতীয় সংগীত শিল্পী হিসেবে কেকে-র নাম জগৎ বিখ্যাত । তিনি তেলগু, তামিল, কন্নড়, বাংলা, হিন্দি, ওড়িশা-সহ বিভিন্ন ভাষায় ছবিতে গানে গেয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন । কিন্তু এই শিল্পীর অকাল প্রয়াণে তাঁর অনুরাগীরা ব্যাথিত ৷ একের পর এক পোস্টে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছিলেন ভক্তরা । ভারাকান্ত মন নিয়ে বিশিষ্ট এই সংগীত শিল্পীকে বিদায় জানিয়েছিলেন ভক্তকূল, অনুরাগী, আত্মীয় স্বজন ও পরিবার পরিজনেরা ।

তারপর দীর্ঘদিন কেটে গেলেও সেই শিল্পীকে ভুলতে পারেনি এখনও পশ্চিম মেদিনীপুর । তাই দাসপুর নাড়াজোলের বছর 30-এর চিত্রশিল্পী বিমান আদক এক নিখুঁত প্রচেষ্টায় তুলে ধরেছেন কেকে-র এই বৃহৎ পোস্টার। এই পোস্টার রাখা হয়েছে দাসপুরে অজিত ভুঁইয়া স্মৃতি মেলা 2023-এর প্রাঙ্গণে । মেলা দেখতে হাজির লোকজন শিল্পীকে দেখে মুগ্ধ হচ্ছেন । আর এই প্রচেষ্টায় সফল হতে পেরে খুশি চিত্রশিল্পীও ।

বিমান আদক বলেন, "বহুদিনের প্রচেষ্টা ছিল এবং কেক'র প্রতি কষ্ট ছিল মনে । তাই শিল্পীকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা মাত্র । আমার সঙ্গে আমার এই ছাত্রছাত্রীরা হাত মিলিয়েছে ৷ দীর্ঘ পরিশ্রম প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা আমাদের হারিয়ে যাওয়া সংগীত শিল্পীকে তুলে ধরতে পেরেছি । যা এই মেলায় মানুষজনের কাছে দর্শনের জন্য রাখা হয়েছে ।" এই মেলা চলবে প্রায় 8 দিন। এই পোস্টারটি সংরক্ষণ করার আবেদন করছেন শিল্পী বিমান আদক ।

আরও পড়ুন: ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল... ভক্তদের কাঁদিয়ে তিলোত্তমা ছাড়ল কেকে'র নিথর দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.