ETV Bharat / state

হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 6 দিনেও মিলল না খোঁজ

হাসপাতাল থেকে ছ'দিন ধরে নিখোঁজ রোগী । কড়া নিরাপত্তা ও CCTV থাকা সত্ত্বেও কী করে একজন নিঁখোজ হয়ে গেল তাই নিয়ে উঠছে প্রশ্ন । নিখোঁজ ব্যক্তির নাম কমল ভুঁইঞা । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । রোগীর আত্মীয়রা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ।

নিখোঁজ রোগীর পরিজনরা
author img

By

Published : Sep 10, 2019, 11:13 AM IST

Updated : Sep 10, 2019, 1:21 PM IST

মেদিনীপুর, 10 সেপ্টেম্বর : হাসপাতাল থেকে ছ'দিন ধরে নিখোঁজ রোগী । কড়া নিরাপত্তা ও CCTV থাকা সত্ত্বেও কী করে একজন নিঁখোজ হয়ে গেল তাই নিয়ে উঠছে প্রশ্ন । নিখোঁজ ব্যক্তির নাম কমল ভুঁইঞা । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । রোগীর আত্মীয়রা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ।

নিখোঁজ রোগীর আত্মীয়র বক্তব্য

4 সেপ্টেম্বর বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্যাসের সমস্যা নিয়ে ভরতি হন দাসপুর থানার রায়কুণ্ডু গ্রামের বাসিন্দা কমল ভুঁইঞা । এরপর 5 তারিখ রাত 9টা নাগাদ কমলকে দেখতে যান তাঁর বাড়ির লোকজন । সেই সময় তাঁরা দেখতে পান কমল বিছানায় নেই । এমন কী হাসপাতালের অন্যান্য ঘরেও নেই । গোটা রাত খোঁজাখুঁজি চলে ৷ রোগীর আত্মীয়স্বজনরা কমলকে না পেয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আশপাশে খোঁজ করেন । এরপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান ৷ পাশাপাশি থানায় অভিযোগ করতে যান । সেই সময় থানা থেকে তাঁদের বলা হয় 24 ঘণ্টা না গেলে অভিযোগ নেওয়া যাবে না । পরের দিন পুনরায় তাঁরা হাসপাতালে দেখা করেন এবং থানায় অভিযোগ করেন । অভিযোগ দায়ের করার পরও কমলকে পাওয়া না গেলে রোগীর আত্মীয়পরিজনরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । পরের দিন বাড়ির লোকজন পুনরায় হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান । তার পাশাপাশি CCTV চেক করার আবেদন জানান ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পুলিশের দ্বারস্থ হতে বলে ।

কমলের বাড়ির লোকের অভিযোগ, "4 তারিখ ভরতি করার পর আমরা 5 তারিখ রাতে যখন খাবার দিতে যাই রোগীর কাছে তখন থেকেই রোগীকে পাওয়া যাচ্ছে না । এত নিরাপত্তা এবং CCTV থাকা সত্ত্বেও কী ভাবে একজন ছ'দিন ধরে নিখোঁজ হয়ে গেল সে বিষয়ে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না । ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসনও ।"

ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার তন্ময়কান্তি পাঁজার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখছে । তাঁদের কিছু করণীয় নেই । তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের এখানে এত স্টাফ নেই প্রতিটা রোগীকে আলাদা আলাদাভাবে দেখভাল করার জন্য । তাই তাঁরা রোগীর বাড়ির একজনকে রোগীর কাছে রেখে দেন । তিনি কমলের পরিবারকে পুলিশের দ্বারস্থ হতে বলেছেন ।

মেদিনীপুর, 10 সেপ্টেম্বর : হাসপাতাল থেকে ছ'দিন ধরে নিখোঁজ রোগী । কড়া নিরাপত্তা ও CCTV থাকা সত্ত্বেও কী করে একজন নিঁখোজ হয়ে গেল তাই নিয়ে উঠছে প্রশ্ন । নিখোঁজ ব্যক্তির নাম কমল ভুঁইঞা । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । রোগীর আত্মীয়রা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ।

নিখোঁজ রোগীর আত্মীয়র বক্তব্য

4 সেপ্টেম্বর বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্যাসের সমস্যা নিয়ে ভরতি হন দাসপুর থানার রায়কুণ্ডু গ্রামের বাসিন্দা কমল ভুঁইঞা । এরপর 5 তারিখ রাত 9টা নাগাদ কমলকে দেখতে যান তাঁর বাড়ির লোকজন । সেই সময় তাঁরা দেখতে পান কমল বিছানায় নেই । এমন কী হাসপাতালের অন্যান্য ঘরেও নেই । গোটা রাত খোঁজাখুঁজি চলে ৷ রোগীর আত্মীয়স্বজনরা কমলকে না পেয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আশপাশে খোঁজ করেন । এরপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান ৷ পাশাপাশি থানায় অভিযোগ করতে যান । সেই সময় থানা থেকে তাঁদের বলা হয় 24 ঘণ্টা না গেলে অভিযোগ নেওয়া যাবে না । পরের দিন পুনরায় তাঁরা হাসপাতালে দেখা করেন এবং থানায় অভিযোগ করেন । অভিযোগ দায়ের করার পরও কমলকে পাওয়া না গেলে রোগীর আত্মীয়পরিজনরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । পরের দিন বাড়ির লোকজন পুনরায় হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান । তার পাশাপাশি CCTV চেক করার আবেদন জানান ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পুলিশের দ্বারস্থ হতে বলে ।

কমলের বাড়ির লোকের অভিযোগ, "4 তারিখ ভরতি করার পর আমরা 5 তারিখ রাতে যখন খাবার দিতে যাই রোগীর কাছে তখন থেকেই রোগীকে পাওয়া যাচ্ছে না । এত নিরাপত্তা এবং CCTV থাকা সত্ত্বেও কী ভাবে একজন ছ'দিন ধরে নিখোঁজ হয়ে গেল সে বিষয়ে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না । ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসনও ।"

ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার তন্ময়কান্তি পাঁজার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখছে । তাঁদের কিছু করণীয় নেই । তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের এখানে এত স্টাফ নেই প্রতিটা রোগীকে আলাদা আলাদাভাবে দেখভাল করার জন্য । তাই তাঁরা রোগীর বাড়ির একজনকে রোগীর কাছে রেখে দেন । তিনি কমলের পরিবারকে পুলিশের দ্বারস্থ হতে বলেছেন ।

Intro:কড়া নিরাপত্তা ও সিসি টিভি ক্যামেরা থাকা সত্ত্বেও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে মড়া অদলা-বদলির পর এবার পাঁচ দিন ধরে নিখোঁজ দাসপুর থানার বাসিন্দা কমল ভূঁইয়া, রোগীর আত্মীয় স্বজন পুলিশ সুপারের অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের চরম গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন l Body:কড়া নিরাপত্তা ও সিসি টিভি ক্যামেরা থাকা সত্ত্বেও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে মড়া অদলা-বদলির পর এবার পাঁচ দিন ধরে নিখোঁজ দাসপুর থানার বাসিন্দা কমল ভূঁইয়া, রোগীর আত্মীয় স্বজন পুলিশ সুপারের অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের চরম গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন l

ঘটনা সূত্রে জানা যায় গত 4/9/ 2019 মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্যাসের সমস্যা নিয়ে ভর্তি হন দাসপুর থানার রায়কুন্ডু গ্রামের বাসিন্দা কমল ভুঁইয়া l এরপর 5 তারিখ রাত্রি নটা নাগাদ কমল ভূঁইয়াকে দেখতে যান বাড়ির লোকজন l সেই সময় দেখতে পান কমল ভূঁইয়া তাঁর বেড়ে নেই , তাছাড়া অন্য কোনো বেড়ে ও নেই l গোটা রাত খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু রোগীর আত্মীয় স্বজন কমল ভূঁইয়াকে না পেয়ে অবশেষে হাসপাতালে বাইরে বেরিয়ে এসে গোটা শহর খোঁজাখুঁজি করেন l এরপর তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয় টি জানান পাশাপাশি কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে তাদেরকে বলা হয় 24 ঘন্টা না গেলে আমরা অভিযোগ নিতে পারবো না l এরপর তারা পরের দিন এসে পুনরায় হাসপাতলে দেখা করেন এবং থানায় অভিযোগ করেন l থানায় অভিযোগ করার পর ও কমল ভূঁইয়াকে না পাওয়া গেলে রোগীর আত্মীয় স্বজন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন l পরের দিন্ বাড়ির লোকজন পুনরায় হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে চান , অভিযোগের পাশাপাশি সিসিটিভি চেক করার আবেদন জানান কিন্তু এতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কে পুলিশের দ্বারস্থ হতে বলে l

রোগীর বাড়ির আত্মীয়-স্বজনের অভিযোগ গত 4 তারিখ ভর্তি করার পর আমরা 5 তারিখ রাতের বেলায় যখন খাবার খেয়ে দেখা করতে যায় রোগীর কাছে তখন থেকেই রোগীকে পাওয়া যাচ্ছেনা l এত নিরাপত্তা এবং সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে রোগী আজ পাঁচদিন ধরে গায়েব হয়ে গেল সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না ,ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন l এই বিষয়ে এই দিন্ মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার তন্ময় কান্তি পাঁজা এর কাছে বিষয় টি জানতে চাওয়া হলে তিনি বক্তব্য দিতে রাজি হন নি তাঁকে ফোন ধরা হলে তিনি জানান বিষয়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসন দেখছে , আমাদের কিছু করণীয় নেই ,আমাদের এত স্টাফ নেই যে প্রতিটা রোগীকে পদে পদে স্টাফ দেওয়া সম্ভব l তাই আমরা রোগীর বাড়ির একজন আত্মীয় স্বজনকে রোগীর কাছে রেখে দিই l ওরা আমাদের জানিয়েছে আমরা ওদেরকে পুলিশের দ্বারস্থ হতে বলেছি l Conclusion:কড়া নিরাপত্তা ও সিসি টিভি ক্যামেরা থাকা সত্ত্বেও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে মড়া অদলা-বদলির পর এবার পাঁচ দিন ধরে নিখোঁজ দাসপুর থানার বাসিন্দা কমল ভূঁইয়া, রোগীর আত্মীয় স্বজন পুলিশ সুপারের অভিযোগ জানানোর পাশাপাশি হাসপাতালের চরম গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন l
Last Updated : Sep 10, 2019, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.