ETV Bharat / state

Death in Accident: চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় মৃত 1

সোমবার সন্ধেয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর (one died in Chandrakona road accident) ৷ আহত হয়েছেন আরও এক যুবক ৷

ETV Bharat
চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, আহত আরও 1
author img

By

Published : Dec 19, 2022, 10:49 PM IST

চন্দ্রকোনা, 19 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও এক যুবক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাড়ুল এলাকায় । দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেড়াতে বেরিয়ে পথ দুর্ঘটনায় শিকার হয় (one died in Chandrakona road accident) ।

জানা গিয়েছে, চন্দ্রকোনার গোপীনাথপুর এলাকার দুই যুবক সাহেব পাত্র ও দ্বীপ পাত্র এদিন বিকেলে একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল ৷ সন্ধে নাগাদ বাড়িতে খবর আসে কালিকাপুর-ঝাঁকরা রাজ্যসড়কের উপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয় ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বীপ পাত্র (১৯) নামে যুবকের । বাইকে থাকা সাহেব পাত্রর অপর আরোহী অবস্থা আশঙ্কাজনক (Chandrakona road accident)।

আরও পড়ুন: প্রণয়ঘটিত বিবাদের জেরে তিন ভাইয়ের হাতে খুন যুবক, গ্রেফতার অভিযুক্তরা

এই ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত ছুটে আসেন ৷ তারা দুই যুবককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে দীপ পাত্রকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর চিকিৎসা চলছে । ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷ ঘাতক ট্রাকটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে ৷

চন্দ্রকোনা, 19 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও এক যুবক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাড়ুল এলাকায় । দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেড়াতে বেরিয়ে পথ দুর্ঘটনায় শিকার হয় (one died in Chandrakona road accident) ।

জানা গিয়েছে, চন্দ্রকোনার গোপীনাথপুর এলাকার দুই যুবক সাহেব পাত্র ও দ্বীপ পাত্র এদিন বিকেলে একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল ৷ সন্ধে নাগাদ বাড়িতে খবর আসে কালিকাপুর-ঝাঁকরা রাজ্যসড়কের উপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয় ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বীপ পাত্র (১৯) নামে যুবকের । বাইকে থাকা সাহেব পাত্রর অপর আরোহী অবস্থা আশঙ্কাজনক (Chandrakona road accident)।

আরও পড়ুন: প্রণয়ঘটিত বিবাদের জেরে তিন ভাইয়ের হাতে খুন যুবক, গ্রেফতার অভিযুক্তরা

এই ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত ছুটে আসেন ৷ তারা দুই যুবককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে দীপ পাত্রকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর চিকিৎসা চলছে । ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷ ঘাতক ট্রাকটিকে আটক করে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.