চন্দ্রকোনা, 21 অগস্ট: কুসংস্কারের বলি হলেন খোদ ওঝা (Victim of Superstition) ৷ বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে না গিয়ে, নিজেই চিকিৎসা করছিলেন ৷ আর তাতেই বিপদ বাড়ে ৷ সাপের বিষ রক্তে ছড়িয়ে গিয়ে মৃত্যু হল ওঝার (Snake Bite Death) ৷ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রামে ৷ মৃতের নাম গণেশ বাগাল ৷ মাছ ধরার জালে সাপটি আটকে যায় ৷ উদ্ধার করতে গেলে ছোবল মারে সাপটি ৷
স্থানীয়রা জানিয়েছে, নিজেই গাছগাছরা দিয়ে ওষুধ বানিয়ে চিকিৎসা করেছিলেন গণেশ বাগাল (Old Man Victims of Superstition) ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ পরে তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ কিন্তু, মাঝপথেই নাকি তাঁর মৃত্যু হয় ৷ এরপর গণেশ বাগালকে ফের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷
আরও পড়ুন: সাপের কামড়ে বালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
এই ঘটনায় পুলিশ গণেশ বাগালের দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ স্থানীয়দের দাবি, সাপ কামড়ানোর পর হাসপাতালে যেতে রাজি হননি গণেশ বাগাল ৷ নিজেই চিকিৎসা করেন ৷ আর সেই কারণেই মৃত্যু হয়েছে ৷ সময়ে হাসপাতালে গেলে এমনটা হতো না বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ ৷