ETV Bharat / state

Snake Bite Death কুসংস্কারের বলি খোদ ওঝা, সাপের কামড়ে সময়ে হাসপাতালে না যাওয়ায় মৃত্যু

সাপে কামড়ানোর পরেও হাসপাতালে না গিয়ে, গাছগাছড়া দিয়েই নিজের চিকিৎসা করেছিলেন এক ওঝা (Old Man Victims of Superstition) ৷ আর তার জেরে প্রাণ খোয়ালেন গণেশ বাগাল নামে ওই ব্যক্তি (Snake Bite Death) ৷

Old Man Victims of Superstition
Old Man Victims of Superstition
author img

By

Published : Aug 21, 2022, 9:46 PM IST

চন্দ্রকোনা, 21 অগস্ট: কুসংস্কারের বলি হলেন খোদ ওঝা (Victim of Superstition) ৷ বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে না গিয়ে, নিজেই চিকিৎসা করছিলেন ৷ আর তাতেই বিপদ বাড়ে ৷ সাপের বিষ রক্তে ছড়িয়ে গিয়ে মৃত্যু হল ওঝার (Snake Bite Death) ৷ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রামে ৷ মৃতের নাম গণেশ বাগাল ৷ মাছ ধরার জালে সাপটি আটকে যায় ৷ উদ্ধার করতে গেলে ছোবল মারে সাপটি ৷

স্থানীয়রা জানিয়েছে, নিজেই গাছগাছরা দিয়ে ওষুধ বানিয়ে চিকিৎসা করেছিলেন গণেশ বাগাল (Old Man Victims of Superstition) ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ পরে তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ কিন্তু, মাঝপথেই নাকি তাঁর মৃত্যু হয় ৷ এরপর গণেশ বাগালকে ফের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

কুসংস্কারের বলি হলেন খোদ ওঝা

আরও পড়ুন: সাপের কামড়ে বালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

এই ঘটনায় পুলিশ গণেশ বাগালের দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ স্থানীয়দের দাবি, সাপ কামড়ানোর পর হাসপাতালে যেতে রাজি হননি গণেশ বাগাল ৷ নিজেই চিকিৎসা করেন ৷ আর সেই কারণেই মৃত্যু হয়েছে ৷ সময়ে হাসপাতালে গেলে এমনটা হতো না বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ ৷

চন্দ্রকোনা, 21 অগস্ট: কুসংস্কারের বলি হলেন খোদ ওঝা (Victim of Superstition) ৷ বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে না গিয়ে, নিজেই চিকিৎসা করছিলেন ৷ আর তাতেই বিপদ বাড়ে ৷ সাপের বিষ রক্তে ছড়িয়ে গিয়ে মৃত্যু হল ওঝার (Snake Bite Death) ৷ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রামে ৷ মৃতের নাম গণেশ বাগাল ৷ মাছ ধরার জালে সাপটি আটকে যায় ৷ উদ্ধার করতে গেলে ছোবল মারে সাপটি ৷

স্থানীয়রা জানিয়েছে, নিজেই গাছগাছরা দিয়ে ওষুধ বানিয়ে চিকিৎসা করেছিলেন গণেশ বাগাল (Old Man Victims of Superstition) ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ পরে তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ কিন্তু, মাঝপথেই নাকি তাঁর মৃত্যু হয় ৷ এরপর গণেশ বাগালকে ফের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

কুসংস্কারের বলি হলেন খোদ ওঝা

আরও পড়ুন: সাপের কামড়ে বালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

এই ঘটনায় পুলিশ গণেশ বাগালের দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ স্থানীয়দের দাবি, সাপ কামড়ানোর পর হাসপাতালে যেতে রাজি হননি গণেশ বাগাল ৷ নিজেই চিকিৎসা করেন ৷ আর সেই কারণেই মৃত্যু হয়েছে ৷ সময়ে হাসপাতালে গেলে এমনটা হতো না বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.