ETV Bharat / state

School Dropouts: মাঠে কাজ করছে কেউ, কারও বিয়ে হয়ে গিয়েছে, করোনায় বেড়েছে স্কুলছুটের সংখ্যা - পশ্চিম মেদিনীপুরের ভীমপুর

স্কুল খুলেছে, কিন্তু দেখা নেই পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে (Bhimpur in Paschim Medinipur) ৷ তার জন্য এবার শুরু হল পড়ুয়া ফেরাও অভিযান (Duare Teachers in Paschim Medinipur), যাতে বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফিরতে (School Dropouts) উৎসাহিত করা যায় ৷

Number of School Dropouts increasing in Bhimpur after Novel Coronavirus Lockdown got withdrawn
ত্রিপুরায় বিজেপিই সুফল পেল ।
author img

By

Published : Nov 28, 2021, 10:14 PM IST

Updated : Nov 30, 2021, 2:34 PM IST

ভীমপুর, 28 নভেম্বর : করোনা কালে স্কুল বন্ধ ছিল প্রায় দু’বছর ৷ তাতে ক্লাসরুম উঠে এসেছিল মোবাইলের স্ক্রিনে ৷ কিন্তু এখনও অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে ওঠেনি পড়ুয়ারা ৷ তাই স্কুল খোলার জন্য কাতর আবেদন জানাতে হচ্ছিল ৷ তাতে যা-ও বা স্কুল খুলেছে, কিন্তু দেখা নেই পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে (Bhimpur in Paschim Medinipur) ৷ তার জন্য এ বার শুরু হল পড়ুয়া ফেরাও অভিযান (Duare Teachers in Paschim Medinipur), যাতে বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফিরতে (School Dropouts) উৎসাহিত করা যায় ৷

স্কুল বন্ধ হওয়ার পর (Novel Coronavirus Lockdown) এলাকার আদিবাসী অধ্যুষিত লোধা শবর পরিবারের ছেলেমেয়েরাও কাজে লেগে পড়েছিল ৷ এখন স্কুল খুললেও, কাজ ছেড়ে পড়াশোনার জগতে ফিরতে অনীহা তাদের ৷ এমন পরিস্থিতিতে এগিয়ে আসতে হল ভীমপুর সাঁওতাল হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই ৷ মাইকে প্রচার চালানোর পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ ছেলেমেয়েকে স্কুলে ফেরানোর প্রয়োজনীতা বোঝাচ্ছেন ৷

তবে তাতেও নানা সমস্যা উঠে আসছে ৷ যেমন, অনেক শবর পরিবারই ছেলেমেয়েকে কাজে লাগিয়ে দিয়েছে ৷ ছেলেরা মূলত ধান মাড়াইয়ের কাজে নেমেছে ৷ কমবয়সি অনেক মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে এই দু’বছরে ৷ তাতে স্কুলছুটের সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ৷ তা আটকাতেই এবার রাস্তায় নামতে হল শিক্ষক-শিক্ষিকাদের ৷

লকডাউন শেষেও পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে স্কুলছুটের সংখ্যা বাড়ছে

আরও পড়ুন: Model School in Gaighata : সীমান্তে মডেল স্কুল, একটাও স্কুলছুট নেই, বললেন প্রধান শিক্ষক

ভীমপুর সাঁওতাল হাইস্কুলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা সোনালী সিট বলেন, ‘‘অভিভাবকদের আবেদন-নিবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছেন নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খোলার । আমরা স্কুল খুলে দিয়েছি কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যন্ত কম । এক দিকে চাষের কাজ, অন্য দিকে দীর্ঘ বিরতিতে অনেকে ঘরমুখো হয়ে গিয়েছে । ফলে স্কুলে আসছে না । সেই কারণে হার অত্যন্ত কম ।’’

সোনালীদেবী আরও বলেন, ‘‘এই স্কুলের ছেলেমেয়েরা অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ৷ তাই তাদের অভিভাবকদের বুঝিয়ে স্কুলে পড়ানো খুবই কঠিন কাজ । তবে আমরা হাল ছাড়ছি না । নবম-দশম শ্রেণিতে ছাত্র-ছাত্রীর উপস্থিতির সংখ্যা কম হলেও, একাদশ-দ্বাদশে উপস্থিতি প্রায় 50 শতাংশ ৷ সেটাকে 100% করার চেষ্টা করছি ।’’

তবে অভিভাবকদের একাংশের যুক্তি, এখন চাষের সময় ৷ এই সময় অনেক কাজ থাকেক ৷ তার জন্যই অনেকে স্কুলে যাচ্ছে না ৷ করোনা এমনিতেই অনেক ক্ষতি করে দিয়েছে ৷ তাই চাষের কাজও জরুরি ৷ সে সব মিটে গেলেই ফের ছেলেমেয়েকে স্কুলে পাঠাবেন তাঁরা ৷ আবার স্কুল যে খুলে গিয়েছে, তা জানতেনও বলে দাবি করেছেন অনেকে ৷

আরও পড়ুন: School Girls Smoking in the Class: স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের, ভাইরাল ভিডিও

তবে দীর্ঘ দিন স্কুল ববন্ধ থাকায়, অনেক মেয়ের বিয়েও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে ৷ এক ছাত্রীর কথায়, ‘‘স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই ছিল আমার বন্ধু ৷ এত দিন বাড়িতে আছে দেখে ওর বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছে ৷ সহপাঠীদের অনেকে চাষের কাজও করছে ৷’’

এলাকার শিক্ষক-শিক্ষিকাদের আক্ষেপ, শহরাঞ্চলে যেভাবে ছাত্রছাত্রীরা স্কুলে ফিরতে শুরু করেছে, গ্রামে তেমনটা ঘটেনি ৷ লোধা শবর অধ্যুষিত গ্রামের ছেলেমেয়েরা স্কুলে ফিরবে কি না, সে ব্যাপারেও সন্দিহান তাঁরা ৷

ভীমপুর, 28 নভেম্বর : করোনা কালে স্কুল বন্ধ ছিল প্রায় দু’বছর ৷ তাতে ক্লাসরুম উঠে এসেছিল মোবাইলের স্ক্রিনে ৷ কিন্তু এখনও অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে ওঠেনি পড়ুয়ারা ৷ তাই স্কুল খোলার জন্য কাতর আবেদন জানাতে হচ্ছিল ৷ তাতে যা-ও বা স্কুল খুলেছে, কিন্তু দেখা নেই পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে (Bhimpur in Paschim Medinipur) ৷ তার জন্য এ বার শুরু হল পড়ুয়া ফেরাও অভিযান (Duare Teachers in Paschim Medinipur), যাতে বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফিরতে (School Dropouts) উৎসাহিত করা যায় ৷

স্কুল বন্ধ হওয়ার পর (Novel Coronavirus Lockdown) এলাকার আদিবাসী অধ্যুষিত লোধা শবর পরিবারের ছেলেমেয়েরাও কাজে লেগে পড়েছিল ৷ এখন স্কুল খুললেও, কাজ ছেড়ে পড়াশোনার জগতে ফিরতে অনীহা তাদের ৷ এমন পরিস্থিতিতে এগিয়ে আসতে হল ভীমপুর সাঁওতাল হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই ৷ মাইকে প্রচার চালানোর পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ ছেলেমেয়েকে স্কুলে ফেরানোর প্রয়োজনীতা বোঝাচ্ছেন ৷

তবে তাতেও নানা সমস্যা উঠে আসছে ৷ যেমন, অনেক শবর পরিবারই ছেলেমেয়েকে কাজে লাগিয়ে দিয়েছে ৷ ছেলেরা মূলত ধান মাড়াইয়ের কাজে নেমেছে ৷ কমবয়সি অনেক মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে এই দু’বছরে ৷ তাতে স্কুলছুটের সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ৷ তা আটকাতেই এবার রাস্তায় নামতে হল শিক্ষক-শিক্ষিকাদের ৷

লকডাউন শেষেও পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে স্কুলছুটের সংখ্যা বাড়ছে

আরও পড়ুন: Model School in Gaighata : সীমান্তে মডেল স্কুল, একটাও স্কুলছুট নেই, বললেন প্রধান শিক্ষক

ভীমপুর সাঁওতাল হাইস্কুলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা সোনালী সিট বলেন, ‘‘অভিভাবকদের আবেদন-নিবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছেন নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খোলার । আমরা স্কুল খুলে দিয়েছি কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যন্ত কম । এক দিকে চাষের কাজ, অন্য দিকে দীর্ঘ বিরতিতে অনেকে ঘরমুখো হয়ে গিয়েছে । ফলে স্কুলে আসছে না । সেই কারণে হার অত্যন্ত কম ।’’

সোনালীদেবী আরও বলেন, ‘‘এই স্কুলের ছেলেমেয়েরা অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ৷ তাই তাদের অভিভাবকদের বুঝিয়ে স্কুলে পড়ানো খুবই কঠিন কাজ । তবে আমরা হাল ছাড়ছি না । নবম-দশম শ্রেণিতে ছাত্র-ছাত্রীর উপস্থিতির সংখ্যা কম হলেও, একাদশ-দ্বাদশে উপস্থিতি প্রায় 50 শতাংশ ৷ সেটাকে 100% করার চেষ্টা করছি ।’’

তবে অভিভাবকদের একাংশের যুক্তি, এখন চাষের সময় ৷ এই সময় অনেক কাজ থাকেক ৷ তার জন্যই অনেকে স্কুলে যাচ্ছে না ৷ করোনা এমনিতেই অনেক ক্ষতি করে দিয়েছে ৷ তাই চাষের কাজও জরুরি ৷ সে সব মিটে গেলেই ফের ছেলেমেয়েকে স্কুলে পাঠাবেন তাঁরা ৷ আবার স্কুল যে খুলে গিয়েছে, তা জানতেনও বলে দাবি করেছেন অনেকে ৷

আরও পড়ুন: School Girls Smoking in the Class: স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের, ভাইরাল ভিডিও

তবে দীর্ঘ দিন স্কুল ববন্ধ থাকায়, অনেক মেয়ের বিয়েও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে ৷ এক ছাত্রীর কথায়, ‘‘স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই ছিল আমার বন্ধু ৷ এত দিন বাড়িতে আছে দেখে ওর বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছে ৷ সহপাঠীদের অনেকে চাষের কাজও করছে ৷’’

এলাকার শিক্ষক-শিক্ষিকাদের আক্ষেপ, শহরাঞ্চলে যেভাবে ছাত্রছাত্রীরা স্কুলে ফিরতে শুরু করেছে, গ্রামে তেমনটা ঘটেনি ৷ লোধা শবর অধ্যুষিত গ্রামের ছেলেমেয়েরা স্কুলে ফিরবে কি না, সে ব্যাপারেও সন্দিহান তাঁরা ৷

Last Updated : Nov 30, 2021, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.