ETV Bharat / state

বেলদার স্কুলের লক্ষাধিক টাকা চুরি, CCTV ফুটেজে ধরা পড়ল চোর - বেলদার স্কুলের লক্ষাধিক টাকা চুরি

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা । এই স্কুলে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ।

thief caught on CCTV footage
বেলদা
author img

By

Published : Aug 6, 2020, 9:22 PM IST

বেলদা, 6 অগাস্ট : প্রধান শিক্ষকের ব্যাগে রাখা ছিল স্কুলের টাকা ৷ তিনি নিজেও সে সময় উপস্থিত ছিলেন স্কুলে ৷ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সেই টাকা বের করতে গিয়ে দেখেন চুরি হয়ে গেছে লক্ষাধিক টাকা ৷ বেলদা থানার পুলিশ তদন্তে CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘণ্টা তিনেকের মধ্যে আটক করল স্কুলের গ্রুপ ডি মহিলা কর্মীকে ৷ উদ্ধার হল টাকা ৷

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা । বড়মোহনপুর উচ্চবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নতুন বছরে ভরতির জন্য যে ফি নেওয়া হয়েছিল, অভিযোগ সেই টাকাই ব্যাঙ্কে জমা দেওয়ার আগেই উধাও হয় ৷ টাকা রাখা ছিল প্রধান শিক্ষকের রুমে একটি ব্যাগে ৷ টাকা চুরি হয়েছে বুঝতে পেরেই খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে । এদিকে, স্কুলের টাকা চুরি যাওয়ার ঘটনা জানাজানি হতেই স্কুলের গেটে ভিড় জমান এলাকাবাসী ।

বেলদার স্কুলে প্রধান শিক্ষকের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা চুরি ৷

জানা গিয়েছে, এই স্কুলে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে । একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাঁটাইও করা হয় । যদিও তিনি নির্দোষ বলে দাবি অভিভাবক ও এলাকাবাসীরা ৷ তারা আজকের ঘটনার খবর পেয়ে প্রথমে স্কুলের গেটে পরে প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখান । এরপর ঘটনাস্থানে হাজির হয় বেলদা থানার পুলিশ ৷ CCTV ফুটেজ ধরে তদন্ত করে ঘণ্টা তিনেকের মধ্যে টাকা সমেত বিদ্যালয়ের এক গ্রুপ ডি কর্মীকে আটক করে পুলিশ ৷

স্কুলের প্রধান শিক্ষক অতনু দাস বলেন, "স্কুলে আসার পর রুমে ব্যাগ রেখে বাইরে কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলতে যাই । সোম ও মঙ্গলবারের ছাত্রছাত্রীদের ভরতির টাকা আমার ব্যাগে ছিল । সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য স্কুলের এক কর্মীকে ডাকি । ঘরে ফিরে ব্যাগ খুলে দেখি টাকা নেই ।"

বেলদা, 6 অগাস্ট : প্রধান শিক্ষকের ব্যাগে রাখা ছিল স্কুলের টাকা ৷ তিনি নিজেও সে সময় উপস্থিত ছিলেন স্কুলে ৷ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সেই টাকা বের করতে গিয়ে দেখেন চুরি হয়ে গেছে লক্ষাধিক টাকা ৷ বেলদা থানার পুলিশ তদন্তে CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘণ্টা তিনেকের মধ্যে আটক করল স্কুলের গ্রুপ ডি মহিলা কর্মীকে ৷ উদ্ধার হল টাকা ৷

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা । বড়মোহনপুর উচ্চবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নতুন বছরে ভরতির জন্য যে ফি নেওয়া হয়েছিল, অভিযোগ সেই টাকাই ব্যাঙ্কে জমা দেওয়ার আগেই উধাও হয় ৷ টাকা রাখা ছিল প্রধান শিক্ষকের রুমে একটি ব্যাগে ৷ টাকা চুরি হয়েছে বুঝতে পেরেই খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে । এদিকে, স্কুলের টাকা চুরি যাওয়ার ঘটনা জানাজানি হতেই স্কুলের গেটে ভিড় জমান এলাকাবাসী ।

বেলদার স্কুলে প্রধান শিক্ষকের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা চুরি ৷

জানা গিয়েছে, এই স্কুলে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে । একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাঁটাইও করা হয় । যদিও তিনি নির্দোষ বলে দাবি অভিভাবক ও এলাকাবাসীরা ৷ তারা আজকের ঘটনার খবর পেয়ে প্রথমে স্কুলের গেটে পরে প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখান । এরপর ঘটনাস্থানে হাজির হয় বেলদা থানার পুলিশ ৷ CCTV ফুটেজ ধরে তদন্ত করে ঘণ্টা তিনেকের মধ্যে টাকা সমেত বিদ্যালয়ের এক গ্রুপ ডি কর্মীকে আটক করে পুলিশ ৷

স্কুলের প্রধান শিক্ষক অতনু দাস বলেন, "স্কুলে আসার পর রুমে ব্যাগ রেখে বাইরে কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলতে যাই । সোম ও মঙ্গলবারের ছাত্রছাত্রীদের ভরতির টাকা আমার ব্যাগে ছিল । সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য স্কুলের এক কর্মীকে ডাকি । ঘরে ফিরে ব্যাগ খুলে দেখি টাকা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.