ETV Bharat / state

Money Theft : সাইকেলে রাখা ব্যাগ থেকে চোখের পলকে 2 লক্ষ টাকা ছিনতাই

অভিনব কায়দায় ছিনতাই! এই ঘটনায় দু'লক্ষ টাকা ছিনতাই হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ওই এলাকার এক বৃদ্ধের কাছ থেকে চুরি হয়েছে টাকা (Theft money from bag in daspur) ৷ ইতিমধ্যেই তিনি আতঙ্কিত অবস্থায় থানায় পৌঁছেছেন। তিনি ওই ছিনতাই হওয়া টাকা ফিরে পাওয়ার আর্জি জানিয়েছেন পুলিশের কাছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

author img

By

Published : Jun 8, 2022, 10:26 PM IST

Daspur Theft
ইকেল আরোহী বৃদ্ধ দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে

দাসপুর, 8 জুন : সাইকেলে চাকায় দড়ি আটকে যাওয়ায় তা খোলার বাহানায় দু'লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা! ওই সাইকেল আরোহী বৃদ্ধ দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে (money theft from the bag) ৷

বুধবার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ছিল একটি ব্যাগ ৷ সেই ব্যাগ থেকে প্রায় দু'লক্ষ টাকা চুরি করে পালিয়েছে ছিনতাইকারীরা ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃদ্ধের নাম প্রফুল্ল মাজি, বাড়ি দাসপুর থানার আরিট এলাকায়। এইদিন তিনি ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তার মাঝে তাঁর সাইকেলে একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ যখন সাইকেল থেকে দড়ি খুলতে ব্যস্ত ছিলেন সেই সময় বাইকে করে 3 জন ব্যক্তি তাঁর কাছে আসে ৷

আরও পড়ুন : ভোটে হেরেও জনতার পাশে থেকে জন্মদিন পালন নির্দল প্রার্থীর

এরপর সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায় সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর আতঙ্কিত বৃদ্ধ দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। দাসপুর পুলিশ সুত্রে খবর, তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ধরনের ছিনতাইয়ের ঘটনা দাসপুরে এই প্রথম ৷ তাই আতঙ্কে দাসপুরবাসী।

দাসপুর, 8 জুন : সাইকেলে চাকায় দড়ি আটকে যাওয়ায় তা খোলার বাহানায় দু'লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা! ওই সাইকেল আরোহী বৃদ্ধ দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে (money theft from the bag) ৷

বুধবার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ছিল একটি ব্যাগ ৷ সেই ব্যাগ থেকে প্রায় দু'লক্ষ টাকা চুরি করে পালিয়েছে ছিনতাইকারীরা ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃদ্ধের নাম প্রফুল্ল মাজি, বাড়ি দাসপুর থানার আরিট এলাকায়। এইদিন তিনি ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তার মাঝে তাঁর সাইকেলে একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ যখন সাইকেল থেকে দড়ি খুলতে ব্যস্ত ছিলেন সেই সময় বাইকে করে 3 জন ব্যক্তি তাঁর কাছে আসে ৷

আরও পড়ুন : ভোটে হেরেও জনতার পাশে থেকে জন্মদিন পালন নির্দল প্রার্থীর

এরপর সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায় সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর আতঙ্কিত বৃদ্ধ দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। দাসপুর পুলিশ সুত্রে খবর, তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ধরনের ছিনতাইয়ের ঘটনা দাসপুরে এই প্রথম ৷ তাই আতঙ্কে দাসপুরবাসী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.