ETV Bharat / state

হেঁটে বাড়ি ফেরার চেষ্টা, পথেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের - death

যেভাবেই হোক বড় ইদের আগে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন দাসপুরের শেখ রাজু আলি । ছেলেমেয়েদের জামাকাপড়ও কিনে দিতে বলেছিলেন । কিন্তু, হেঁটে বাড়ি ফেরার সময় রাস্তাতেই মৃত্যু হয় তাঁর ।

দাসপুর
দাসপুর
author img

By

Published : May 25, 2020, 9:02 PM IST

Updated : May 25, 2020, 10:38 PM IST

দাসপুর, 25 মে : লকডাউনের জেরে কাজ বন্ধ প্রায় দুই মাস । ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার সমস্ত রাস্তাও বন্ধ । তাই বাধ্য হয়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন দাসপুর থানার সেকেন্দারি এলাকার চকপ্রসাদ গ্রামের বাসিন্দা শেখ রাজু আলি । কিন্তু, খাবারের অভাবে শক্তি হারাতে থাকে রাজুর । চলার ক্ষমতাও ছিল না । শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি রাজুর । মহারাষ্ট্রের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

মুম্বইয়ে কাজ করতেন রাজু । লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি । পরিবার সূত্রে খবর, টাকাকড়ি সব শেষ হয়ে গিয়েছিল । খাবারও জুটছিল না ঠিক মতো । হেঁটেই বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন রাজু । তারপর আর কথা হয়নি । 20 মে পুলিশ সূত্রে খবর আসে, ভুসাওল রেল স্টেশনের কাছ থেকে তাঁকে উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ । স্থানীয় এক হাসপাতালেও ভরতি করা হয় । কিন্তু, পরের দিনই মারা যান রাজু ।

খবর পেয়ে রাজুর পরিবারের সঙ্গে দেখা করতে যান দাসপুরের প্রাক্তন বিধায়ক CPI(M) নেতা সুনীল অধিকারী । রাজুর বিবি শেখ হাসিনা বলেন, "শেষের দিকে মানুষটা খেতে পাচ্ছিলেন না । যা সঞ্চয়ের টাকা সব শেষ হয়ে গিয়েছিল । তবু আমাকে ফোনে বলেছিলেন বড় ইদে ফিরবেন । বাচ্চাদের জামাকাপড় কিনে রাখতে বলেছিলেন । কিন্তু, এখনও মৃতদেহটা পেলাম না ।"

দাসপুর, 25 মে : লকডাউনের জেরে কাজ বন্ধ প্রায় দুই মাস । ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার সমস্ত রাস্তাও বন্ধ । তাই বাধ্য হয়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন দাসপুর থানার সেকেন্দারি এলাকার চকপ্রসাদ গ্রামের বাসিন্দা শেখ রাজু আলি । কিন্তু, খাবারের অভাবে শক্তি হারাতে থাকে রাজুর । চলার ক্ষমতাও ছিল না । শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি রাজুর । মহারাষ্ট্রের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

মুম্বইয়ে কাজ করতেন রাজু । লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি । পরিবার সূত্রে খবর, টাকাকড়ি সব শেষ হয়ে গিয়েছিল । খাবারও জুটছিল না ঠিক মতো । হেঁটেই বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন রাজু । তারপর আর কথা হয়নি । 20 মে পুলিশ সূত্রে খবর আসে, ভুসাওল রেল স্টেশনের কাছ থেকে তাঁকে উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ । স্থানীয় এক হাসপাতালেও ভরতি করা হয় । কিন্তু, পরের দিনই মারা যান রাজু ।

খবর পেয়ে রাজুর পরিবারের সঙ্গে দেখা করতে যান দাসপুরের প্রাক্তন বিধায়ক CPI(M) নেতা সুনীল অধিকারী । রাজুর বিবি শেখ হাসিনা বলেন, "শেষের দিকে মানুষটা খেতে পাচ্ছিলেন না । যা সঞ্চয়ের টাকা সব শেষ হয়ে গিয়েছিল । তবু আমাকে ফোনে বলেছিলেন বড় ইদে ফিরবেন । বাচ্চাদের জামাকাপড় কিনে রাখতে বলেছিলেন । কিন্তু, এখনও মৃতদেহটা পেলাম না ।"

Last Updated : May 25, 2020, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.