ETV Bharat / state

Kharagpur Foot Over Bridge : খড়্গপুর স্টেশনে ফুট ওভারব্রিজের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

খড়্গপুর স্টেশনে নতুন একটি ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছে ৷ বৃহস্পতিবার নতুন ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন সাংসদ দিলীপ ঘোষ ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা ৷

medinipur mp dilip ghosh inaugurates new foot over bridge at kharagpur railway station
Kharagpur Foot Over Bridge : খড়্গপুর স্টেশনে ফুট ওভারব্রিজের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ
author img

By

Published : Sep 30, 2021, 8:04 PM IST

খড়্গপুর, 30 সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল স্টেশনে দ্বিতীয় ফুট ওভারব্রিজের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ রেল সূত্রে জানা গিয়েছে, 15 কোটি টাকা খরচ করে এই ফুট ওভারব্রিজটি তৈরি করা হয়েছে ৷ বৃহস্পতিবার ফুট ওভারব্রিজের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ সেখানে রেলের সাধারণ কর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : Farmers Special Train: কৃষক স্পেশাল ট্রেন চালু পূর্বরেলের, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার

রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দুর্গাপুজোর আগেই খড়্গপুর স্টেশনে আরও একটি ফুট ওভারব্রিজ চালু হয়ে যাবে ৷ কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি এলাকার আমআদমি ৷ এতে আগামী দিনে স্টেশনে ট্রেন ধরার সময় এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্য়াটফর্মে যাতায়াত করতে যাত্রীদের আরও সুবিধা হবে ৷ এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি, খড়্গপুরের (সদর) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার এম. প্রধান-সহ রেলের অন্য আধিকারিকরা ৷

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে খড়্গপুরে দ্বিতীয় ফুট ওভারব্রিজ চালু করল রেল ৷

প্রসঙ্গত, বহু বছর ধরেই খড়্গপুরে আরও একটি ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ বছর তিনেক আগে রেলের তরফে নতুন ওভারব্রিজ তৈরির অনুমোদন দেওয়া হয় ৷ অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ৷ এর জন্য খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা ৷ উল্লেখ্য, এত দিন একটিই ফুট ওভারব্রিজ ছিল এই রেল স্টেশনে ৷ সেটি অত্যন্ত সঙ্কীর্ণ এবং কালের নিয়মে তার অবস্থাও জরাজীর্ণ ৷ তাই দ্বিতীয় একটি ফুট ওভারব্রিজ খুবই জরুরি ছিল ৷

আরও পড়ুন : Ryde online cab service : ‘রাইড অনলাইন’ নামে কলকাতায় আরও এক অ্যাপ ক্যাব চালু

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, অতিমারি আবহেও রেল যেভাবে প্রকল্পের কাজ শেষ করেছে, তা প্রশংসনীয় ৷ তিনি জানান, আগামী দিনে স্টেশন চত্বরে নতুন টিকিট কাউন্টারও তৈরি করা হবে ৷ বসবে চলমান সিঁড়ি বা এসক্যালেটর ৷

খড়্গপুর, 30 সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল স্টেশনে দ্বিতীয় ফুট ওভারব্রিজের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ রেল সূত্রে জানা গিয়েছে, 15 কোটি টাকা খরচ করে এই ফুট ওভারব্রিজটি তৈরি করা হয়েছে ৷ বৃহস্পতিবার ফুট ওভারব্রিজের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ সেখানে রেলের সাধারণ কর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : Farmers Special Train: কৃষক স্পেশাল ট্রেন চালু পূর্বরেলের, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার

রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দুর্গাপুজোর আগেই খড়্গপুর স্টেশনে আরও একটি ফুট ওভারব্রিজ চালু হয়ে যাবে ৷ কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি এলাকার আমআদমি ৷ এতে আগামী দিনে স্টেশনে ট্রেন ধরার সময় এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্য়াটফর্মে যাতায়াত করতে যাত্রীদের আরও সুবিধা হবে ৷ এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি, খড়্গপুরের (সদর) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার এম. প্রধান-সহ রেলের অন্য আধিকারিকরা ৷

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে খড়্গপুরে দ্বিতীয় ফুট ওভারব্রিজ চালু করল রেল ৷

প্রসঙ্গত, বহু বছর ধরেই খড়্গপুরে আরও একটি ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ বছর তিনেক আগে রেলের তরফে নতুন ওভারব্রিজ তৈরির অনুমোদন দেওয়া হয় ৷ অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ৷ এর জন্য খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা ৷ উল্লেখ্য, এত দিন একটিই ফুট ওভারব্রিজ ছিল এই রেল স্টেশনে ৷ সেটি অত্যন্ত সঙ্কীর্ণ এবং কালের নিয়মে তার অবস্থাও জরাজীর্ণ ৷ তাই দ্বিতীয় একটি ফুট ওভারব্রিজ খুবই জরুরি ছিল ৷

আরও পড়ুন : Ryde online cab service : ‘রাইড অনলাইন’ নামে কলকাতায় আরও এক অ্যাপ ক্যাব চালু

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, অতিমারি আবহেও রেল যেভাবে প্রকল্পের কাজ শেষ করেছে, তা প্রশংসনীয় ৷ তিনি জানান, আগামী দিনে স্টেশন চত্বরে নতুন টিকিট কাউন্টারও তৈরি করা হবে ৷ বসবে চলমান সিঁড়ি বা এসক্যালেটর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.