ETV Bharat / state

Train Derailed in Kharagpur: ফের লাইনচ্যুত ট্রেন! খড়্গপুরের কাছে খুঁটিতে ধাক্কা মারল লোকাল - Train derail Latest News

ট্রেন দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ৷ 2 জুন ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় ট্রেন দুর্ঘটনা হয়েই চলেছে ৷ শনিবার রাতে হাওড়াগামী হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় ৷ তবে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি বা কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

ETV Bharat
লাইনচ্যুত লোকাল ট্রেন
author img

By

Published : Jun 11, 2023, 7:23 AM IST

Updated : Jun 11, 2023, 9:44 AM IST

খড়্গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন

খড়্গপুর, 11 জুন: ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে খড়্গপুর ডিভিশনে ফের ট্রেন দুর্ঘটনা ৷ ঘটনাস্থল খড়্গপুর স্টেশনে ৷ ঘটনায় জেরে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ রেল প্রশাসনের পাশাপাশি মেদিনীপুরের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ৷

সূত্রে জানা গিয়েছে, শনিবার নির্ধারতি সময় মেনে মেদিনীপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন ৷ মেদিনীপুর স্টেশন ছাড়ার পরে ট্রেনটি খড়্গপুর ঢোকে ৷ রাত পৌনে দশটা নাগাদ গিরি ময়দান সংলগ্ন পটারপুর এলাকায় একটি খুঁটিকে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় এই হাওড়াগামী লোকাল ট্রেন ৷ স্বাভাবিকভাবে, এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তবে ট্রেনের গতিবেগ বেশি না-থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি ৷ ট্রেনের ঝাঁকুনিতে যাত্রীরা ভয় পেয়ে যান ৷ তাড়াহুড়ো করে ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন যাত্রীরা। আর তাতেই অল্প বিস্তর আহত হয়েছেন কেউ কেউ ৷

আরও পড়ুন: রেললাইনে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই করমণ্ডলের 40 যাত্রীর মৃত্যু, দাবি রেল পুলিশের

দুর্ঘটনার পরেই খড়্গপুর রেল দফতরে সাইরেন বেজে ওঠে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেল কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকরা ৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে হেঁঠে খড়্গপুর স্টেশনে পৌঁছন ৷ এমনিতেই করমণ্ডল দুর্ঘটনার পর থেকে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে চলছে ৷ কখনও মালবাহী ট্রেন তো কখনো যাত্রীবাহী ট্রেন ৷ লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ট্রেনে আগুন ধরার ঘটনাও ঘটছে ৷

এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, ছোট একটি দুর্ঘটনা ঘটেছে ৷ তাঁর কথায়, "আমরা জ্যাক দিয়ে ট্রেনটিকে লাইনে তুলে দিয়েছি ৷ ট্রেনটিকে খড়্গপুর নিয়ে যাওয়া হয়েছে ৷ রাত সাড়ে 11টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।" এই ঘটনার খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে টিম পাঠানো হয় ।

উল্লেখ্য, 2 জুন, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দেশের অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি ঘটে ৷ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় ৷ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ছিটকে পড়ে ৷ ওই ট্র্যাক দিয়ে আসা যশবন্তপুর এক্সপ্রেস বগিগুলিকে ধাক্কা মারে ৷ এতে যশবন্তপুরের কয়েকটি বগিও লাইনচ্যুত হয় ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীরা ৷ এই এক্সপ্রেসের 21টি বগি লাইনচ্যুত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ মৃতের সংখ্যা সরকারি হিসেবে 288 ৷ আহত 1 হাজার 200 ছাড়িয়ে গিয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা তা জানতে সিবিআই তদন্ত করছে ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার পর স্কুলঘরে রাখা থরে থরে দেহ, টিভিতে দেখে ক্লাসে যাচ্ছে না ভীত পড়ুয়ারা

খড়্গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন

খড়্গপুর, 11 জুন: ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে খড়্গপুর ডিভিশনে ফের ট্রেন দুর্ঘটনা ৷ ঘটনাস্থল খড়্গপুর স্টেশনে ৷ ঘটনায় জেরে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ রেল প্রশাসনের পাশাপাশি মেদিনীপুরের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ৷

সূত্রে জানা গিয়েছে, শনিবার নির্ধারতি সময় মেনে মেদিনীপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন ৷ মেদিনীপুর স্টেশন ছাড়ার পরে ট্রেনটি খড়্গপুর ঢোকে ৷ রাত পৌনে দশটা নাগাদ গিরি ময়দান সংলগ্ন পটারপুর এলাকায় একটি খুঁটিকে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় এই হাওড়াগামী লোকাল ট্রেন ৷ স্বাভাবিকভাবে, এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তবে ট্রেনের গতিবেগ বেশি না-থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি ৷ ট্রেনের ঝাঁকুনিতে যাত্রীরা ভয় পেয়ে যান ৷ তাড়াহুড়ো করে ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন যাত্রীরা। আর তাতেই অল্প বিস্তর আহত হয়েছেন কেউ কেউ ৷

আরও পড়ুন: রেললাইনে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই করমণ্ডলের 40 যাত্রীর মৃত্যু, দাবি রেল পুলিশের

দুর্ঘটনার পরেই খড়্গপুর রেল দফতরে সাইরেন বেজে ওঠে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেল কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকরা ৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে হেঁঠে খড়্গপুর স্টেশনে পৌঁছন ৷ এমনিতেই করমণ্ডল দুর্ঘটনার পর থেকে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে চলছে ৷ কখনও মালবাহী ট্রেন তো কখনো যাত্রীবাহী ট্রেন ৷ লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ট্রেনে আগুন ধরার ঘটনাও ঘটছে ৷

এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, ছোট একটি দুর্ঘটনা ঘটেছে ৷ তাঁর কথায়, "আমরা জ্যাক দিয়ে ট্রেনটিকে লাইনে তুলে দিয়েছি ৷ ট্রেনটিকে খড়্গপুর নিয়ে যাওয়া হয়েছে ৷ রাত সাড়ে 11টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।" এই ঘটনার খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে টিম পাঠানো হয় ।

উল্লেখ্য, 2 জুন, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দেশের অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি ঘটে ৷ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় ৷ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ছিটকে পড়ে ৷ ওই ট্র্যাক দিয়ে আসা যশবন্তপুর এক্সপ্রেস বগিগুলিকে ধাক্কা মারে ৷ এতে যশবন্তপুরের কয়েকটি বগিও লাইনচ্যুত হয় ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীরা ৷ এই এক্সপ্রেসের 21টি বগি লাইনচ্যুত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ মৃতের সংখ্যা সরকারি হিসেবে 288 ৷ আহত 1 হাজার 200 ছাড়িয়ে গিয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা তা জানতে সিবিআই তদন্ত করছে ৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার পর স্কুলঘরে রাখা থরে থরে দেহ, টিভিতে দেখে ক্লাসে যাচ্ছে না ভীত পড়ুয়ারা

Last Updated : Jun 11, 2023, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.