ETV Bharat / state

এবার শব-ই-বরাতের অনুষ্ঠান বাড়িতে পালনের আবেদন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির - masjid committiee request to celebrate shab e barat at home

সরকারি নির্দেশিকা মেনে শব-ই-বরাতে সোশাল ডিসটেন্স পালন করে বাড়িতে বাড়িতে ইবাদাত, রোজা পালনের আবেদন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির । নিজ়ামউদ্দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত ।

aa
মসজ়িদ
author img

By

Published : Apr 8, 2020, 2:09 PM IST

মেদিনীপুর, 8 এপ্রিল: কোরোনা সংক্রমণে 5000-এর গণ্ডি ছাড়িয়েছে ভারত । সংখ্যাটা প্রথমের দিকে অল্প ছিল । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনায় সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে । ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্য সরকার । সরকারের নির্দেশিকাকে মান্য করে এবছর শব-ই-বরাতে বাড়িতে থেকে ইবাদাত ও রোজা পালন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । পাশাপাশি বাজি ফাটানো থেকে বিরত থাকতে বলা হয়ছে । এছাড়াও মসজিদে নমাজ় পড়ার নামে জমায়েত না করার আবেদন করা হয়েছে ।

কোরোনা আতঙ্ক এখন চারদিকে । লাখে লাখে মানুষ আক্রান্ত হয়েছেন গোটা বিশ্বজুড়ে । ভারতেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারের গণ্ডি । মৃত্যুও হয়েছে অনেকের । কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে লকডাউন । কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউনের সময় নিয়ে চিন্তিত । লকডাউনের সময়সীমা রয়েছে 14 এপ্রিল পর্যন্ত । সেই সময়সীমা বাড়বে না কি লকডাউন উঠে যাবে সে বিষয়ে বারেবারে বৈঠক হচ্ছে । এরই মধ্যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের শব-ই- বরাত উৎসব । গোটা বিশ্বজুড়েই মুসলিম সম্প্রদায়ের মানুষ উদযাপন করেন দিনটি । মসজিদে মসজিদে চলে নমাজ় পড়া । রোজা পালন ও ইবাদত পালন করেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে কোরোনা সংক্রমণের হার । কয়েকদিন আগে সেখানে একটি ধর্মীয় সমাবেশ উপলক্ষে কয়েক হাজার জন জমায়েত করেন । ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যোগদান করেছিলেন বহু মানুষ । আর এই জমায়েত থেকে সংক্রমণের হার বেড়ে যায় । ঘটনায় সংক্রমিত হন বহুজন ।

এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে মুসলিম ভাই-বোনদের বাড়িতে থেকে ও সামাজিক দূরত্ব বজায় করে এবছর শব-ই-বরাতের অনুষ্ঠান পালন করার আবেদন করেছে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি থেকে বলা হয়েছে, বাড়িতে থেকে রোজা ও ইবাদত পালন করতে । কোনওভাবেই কোনও মসজিদ, মাজার শরিফ, কবরস্থানে গিয়ে জমায়েত করা চলবে না । এছাড়াও এইদিন রাতে শব্দবাজি, আতশবাজি ফাটানোর থেকেও বিরত থাকতে বলা হয়েছে ।

কমিটির পক্ষ থেকে মুসলিম ভাই-বোনদের অসুবিধার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের থেকে সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে । মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, "যেভাবে দিনে-দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা তাতে আমরা উদ্বিগ্ন । আমাদের শব-ই-বরাত রয়েছে আগামীকাল । তবে সেক্ষেত্রে আমরা সোশাল ডিসটেন্স বজায় রাখব । কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কোনওভাবেই মাজ়ার, মসজিদ, কবরস্থান বা ধর্মীয়স্থানে নমাজ় পড়া বা ইবাদত করা যাবে না । শব্দবাজি, আতশবাজি ফাটানো যাবে না। আমরা সেই নির্দেশিকা জারি করেছি জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেও।"

মেদিনীপুর, 8 এপ্রিল: কোরোনা সংক্রমণে 5000-এর গণ্ডি ছাড়িয়েছে ভারত । সংখ্যাটা প্রথমের দিকে অল্প ছিল । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনায় সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে । ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র ও রাজ্য সরকার । সরকারের নির্দেশিকাকে মান্য করে এবছর শব-ই-বরাতে বাড়িতে থেকে ইবাদাত ও রোজা পালন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । পাশাপাশি বাজি ফাটানো থেকে বিরত থাকতে বলা হয়ছে । এছাড়াও মসজিদে নমাজ় পড়ার নামে জমায়েত না করার আবেদন করা হয়েছে ।

কোরোনা আতঙ্ক এখন চারদিকে । লাখে লাখে মানুষ আক্রান্ত হয়েছেন গোটা বিশ্বজুড়ে । ভারতেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারের গণ্ডি । মৃত্যুও হয়েছে অনেকের । কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে লকডাউন । কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউনের সময় নিয়ে চিন্তিত । লকডাউনের সময়সীমা রয়েছে 14 এপ্রিল পর্যন্ত । সেই সময়সীমা বাড়বে না কি লকডাউন উঠে যাবে সে বিষয়ে বারেবারে বৈঠক হচ্ছে । এরই মধ্যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের শব-ই- বরাত উৎসব । গোটা বিশ্বজুড়েই মুসলিম সম্প্রদায়ের মানুষ উদযাপন করেন দিনটি । মসজিদে মসজিদে চলে নমাজ় পড়া । রোজা পালন ও ইবাদত পালন করেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে কোরোনা সংক্রমণের হার । কয়েকদিন আগে সেখানে একটি ধর্মীয় সমাবেশ উপলক্ষে কয়েক হাজার জন জমায়েত করেন । ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যোগদান করেছিলেন বহু মানুষ । আর এই জমায়েত থেকে সংক্রমণের হার বেড়ে যায় । ঘটনায় সংক্রমিত হন বহুজন ।

এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়ে মুসলিম ভাই-বোনদের বাড়িতে থেকে ও সামাজিক দূরত্ব বজায় করে এবছর শব-ই-বরাতের অনুষ্ঠান পালন করার আবেদন করেছে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি থেকে বলা হয়েছে, বাড়িতে থেকে রোজা ও ইবাদত পালন করতে । কোনওভাবেই কোনও মসজিদ, মাজার শরিফ, কবরস্থানে গিয়ে জমায়েত করা চলবে না । এছাড়াও এইদিন রাতে শব্দবাজি, আতশবাজি ফাটানোর থেকেও বিরত থাকতে বলা হয়েছে ।

কমিটির পক্ষ থেকে মুসলিম ভাই-বোনদের অসুবিধার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের থেকে সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে । মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, "যেভাবে দিনে-দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা তাতে আমরা উদ্বিগ্ন । আমাদের শব-ই-বরাত রয়েছে আগামীকাল । তবে সেক্ষেত্রে আমরা সোশাল ডিসটেন্স বজায় রাখব । কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কোনওভাবেই মাজ়ার, মসজিদ, কবরস্থান বা ধর্মীয়স্থানে নমাজ় পড়া বা ইবাদত করা যাবে না । শব্দবাজি, আতশবাজি ফাটানো যাবে না। আমরা সেই নির্দেশিকা জারি করেছি জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেও।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.